ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা

List of Schengen countries in Europe: বর্তমানে মোট ২৭ টি দেশ মিলে গঠিত হয়েছে সেনজেন এলাকা। যেখানে আপনি মাত্র ০১ টি ভিসার মাধ্যমে উক্ত দেশ গুলোতে বিনা ভিসায় ভ্রমন করতে পারবেন। আর ইউরোপ মহাদেশ এর মধ্যে যে সকল দেশ সেনজেন অঞ্চলে যুক্ত আছে। আজকে আমি সেই ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা শেয়ার করবো আপনার সাথে।

সেইসাথে, সেনজেন এলাকা কাকে বলে, সেনজেন ‍চুক্তির ইতিহাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা দেওয়ার চেষ্টা করবো। আর আপনি যদি এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে।

সেনজেন এলাকা বা অঞ্চল কাকে বলে?

What is the Schengen Area or Region: আমরা সকলেই জানি যে, ইউরোপ মহাদেশ এর মধ্যে থাকা দেশ গুলোর একটি দেশ থেকে অন্য দেশে চলাচল করার বিষয়টি অনেক পুরোনো একটি বিষয়।

তবে এই যোগাযোগ এর মাধ্যমকে আরো সহজ থেকে সহজতর করার লক্ষ্যে বিশেষ এক ধরনের চুক্তি করা হয়েছিলো। যে চুক্তিতে বলা হয়েছিলো যে, সেনজেন অঞ্চলের আওতায় যেসব দেশ যুক্ত থাকবে। সেই দেশ গুলোর অভ্যন্তরীন সীমান্ত বা চেকপোষ্ট ছিলো সে গুলো কে পুরোপুরি ভাবে বিলুপ্ত করা হবে।

এছাড়াও সেনজেন চুক্তিতে স্বাক্ষর করা দেশ গুলোর মধ্যে এক দেশ থেকে অন্য আরেকটি দেশে অবাধে ভ্রমন করা যাবে। আর যে সকল দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিলো। সেই সকল দেশের অর্ন্তগত অংশ কে সেনজেন এলাকা বা সেনজেন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরো পড়ুনঃ সেনজেন ভুক্ত দেশের তালিকা

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা

  1. ক্রোয়েশিয়া
  2. নেদারল্যান্ডস
  3. সুইডেন
  4. নরওয়ে
  5. গ্রীস
  6. লিচেনস্টাইন
  7. ফ্রান্স
  8. বেলজিয়াম
  9. সুইজারল্যান্ড
  10. মাল্টা
  11. হাঙ্গেরি
  12. ডেনমার্ক
  13. স্লোভাকিয়া
  14. স্লোভেনিয়া
  15. আইসল্যান্ড
  16. ফিনল্যান্ড
  17. লিথুয়ানিয়া
  18. স্পেন
  19. লাটভিয়া
  20. এস্তোনিয়া
  21. লুক্সেমবার্গ
  22. ইটালি
  23. পোল্যান্ড
  24. চেক রিপাব্লিক
  25. জার্মানি
  26. পর্তুগাল
  27. অস্ট্রিয়া

আরো পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

ইউরোপ সেনজেন দেশগুলোর নাম ও মানচিত্র

ইউরোপ সেনজেন দেশগুলোর নাম

ইউরোপ সেনজেন দেশগুলোর নাম

লিথুনিয়া কি সেনজেন? | লিথুনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

২০০৩ সালের ১৬ এপ্রিল, লিথুয়ানিয়া একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়। দেশটি শেনজেন চুক্তিতে স্বাক্ষর করে, যার কারণে মোট ২৬ টি ইউরোপীয় দেশের মধ্যে সীমান্তহীন ভ্রমণের অনুমতি পায়। এই ঐতিহাসিক সিন্ধান্ত লিথুয়ানিয়ার ইউরোপীয় পরিচয়কে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। 

তবে শেনজেন ভুক্ত দেশ হওয়ার আগে লিথুয়ানিয়ার জন্য কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছিল। এর মধ্যে ছিল অভিবাসন নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা। আর লিথুয়ানিয়া এই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। যার কারণে বর্তমান সময়ে লিথুনিয়া শেনজেন এলাকার একটি স্থিতিশীল এবং নিরাপদ অংশ হিসেবে পরিচিতি পেয়েছে।

আরো পড়ুনঃ সেনজেন ভিসার খরচ

হাঙ্গেরি কি সেনজেন? | হাঙ্গেরি কি সেনজেন ভুক্ত দেশ?

মধ্য ইউরোপের বুকে অবস্থিত হাঙ্গেরি, যেখানে প্রায় 9.6 মিলিয়নেরও বেশি মানুষের বাসস্থান রয়েছে। দক্ষিণে সার্বিয়া, উত্তরে স্লোভাকিয়া, পূর্বে রোমানিয়া এবং পশ্চিমে স্লোভেনিয়া – এই চার দেশের সাথে সীমানা ভাগ করে নেওয়া এই দেশটি, 2003 সালের 16ই এপ্রিল শেনজেন চুক্তিতে যোগদান করে।

শেনজেন অঞ্চলের অংশ হওয়ার ফলে হাঙ্গেরি এক অভাবনীয় সুযোগ তৈরি করতে পেরেছে। কারণ, হাঙ্গেরির নাগরিকরা এখন পাসপোর্ট ও সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই 26 টি ইউরোপীয় দেশে ভ্রমণের সুযোগ পাবে। শুধু তাই নয়, বর্তমানে পর্যটকদের জন্যও হাঙ্গেরি অনেক বেশি জনপ্রিয়। ঐতিহাসিক স্থাপত্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সংস্কৃতি – এই সবকিছুই হাঙ্গেরিকে করে তুলেছে এক অসাধারণ ভ্রমণ গন্তব্য।

আরো পড়ুনঃ সেনজেন ভুক্ত দেশের তালিকা

মন্টিনিগ্রো কি সেনজেন?

মন্টিনিগ্রো, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত। যে দেশটি ২০২২ সালের ১০ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নে (EU) যোগদান করার জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন করেছিলো। আর EU-তে যোগদানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল শেনজেন অঞ্চলে যোগদান করা। যা পাসপোর্ট ও সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই অন্যান্য ইউরোপীয় দেশে ভ্রমণ করার অনুমতি প্রদান করে।

বর্তমানে, মন্টিনিগ্রো শেনজেন অ্যাকুইস (Schengen acquis) -এর সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কাজ করছে। শেনজেন অ্যাকুইস হল আইন, নিয়ম এবং নীতি, যা শেনজেন অঞ্চলের সকল দেশকে মেনে চলতে হয়। তবে মন্টিনিগ্রো কতদিনের মধ্যে শেনজেন অঞ্চলে যোগদান করতে পারবে তা এখনও স্পষ্ট নয়।

আরো পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা 

সার্বিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

Serbia is a Schengen country: যদিওবা আমরা অনেকেই মনে করি যে, সার্বিয়া একটি সেনজেন ভুক্ত দেশ। তবে তাদের জেনে রাখা উচিত সার্বিয়া এখন পর্যন্ত সেনজেন ভুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়নি। কেননা, এখন পর্যন্ত সার্বিয়া ইউরোপ এর নন সেনজেন ভুক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত আছে।

আর আপনি যদি ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানতে চান। তাহলে এখানে ক্লিক করে সেই সকল নন সেনজেন ভুক্ত দেশের নাম জানতে পারবেন।

আরো পড়ুনঃ

ইউরোপের সেনজেন দেশের তালিকা – FAQ

Q: সুইজারল্যান্ড কি সেঙ্গেন ভিসার অন্তর্ভুক্ত?

A: সুইজারল্যান্ড 12 ডিসেম্বর 2008 সাল থেকে শেনজেন এলাকার সদস্য হিসেবে যুক্ত রয়েছে।

Q: সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ একাধিক সেঞ্জেন দেশ ভ্রমণ করা যায়?

A: যেসব দেশ সেঞ্জেন এলাকার অর্ন্তভুক্ত আছে সেই দেশ গুলোতে সেনজেন ভিসার মাধ্যমে ভ্রমন করা সম্ভব। সেজন্য আপনাকে আলাদা করে ভিসার আবেদন করতে হবেনা। 

Q: বুলগেরিয়া কি শেনজেন ভিসার আওতাভুক্ত?

A: হ্যাঁ, বুলগেরিয়া শেনজেন ভিসার আওতাভুক্ত একটি দেশ।

Q: হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা কি শেঞ্জেন ভিসা?

A: আপনারা যারা উচ্চ শিক্ষা নেওয়ার জন্য হাঙ্গেরি যেতে চান। তাদের জন্য মোট দুই ধরনের ভিসা আছে। আর সেই ভিসার ধরন গুলো হলো, শেনজেন ভিসা এবং ভিসা টাইপ ডি।

Q: সেনজেন শব্দের অর্থ কি?

A: Schengen হল জার্মানি এবং ফ্রান্সের সীমান্তে লুক্সেমবার্গের একটি ছোট এলাকার নাম। যেখানে 1985 এবং 1990 সালে Schengen চুক্তি ও Schengen Convention  স্বাক্ষরিত হয়েছিল।

সেনজেন এলাকা নিয়ে আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আপনারা যারা ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা জানার জন্য গুগলে সার্চ করেছেন। তাদের জন্য আজকের আর্টিকেলে ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা উল্লেখ করা হয়েছে। এছাড়াও সেনজেন চুক্তি কি সে সম্পর্কে স্বল্প আকারে ধারনা দেওয়া হয়েছে।

আশা করি, আজকের আলোচিত আলোচনা গুলো সম্পর্কে আপনি পরিস্কার ধারনা পেয়ে গেছেন। আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *