ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

List of non-Schengen countries in Europe: ১৯৮৫ সালে ইউরোপ এর মধ্যে থাকা দেশ গুলোর যাতায়াত ব্যবস্থা উন্নত ও সহজতর করার লক্ষ্যে বিশেষ এক ধরনের চুক্তি করা হয়েছিলো। আর এই চুক্তিতে যে সকল ইউরোপীয় দেশ স্বাক্ষর করেনি, সেই সব দেশকে বলা হয়, ইউরোপীয় নন সেনজেন ভুক্ত দেশ। তো এবার আমি আপনাকে সেই ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা শেয়ার করবো।

সেনজেন ও নন সেনজেন এলাকা এর মধ্যে পার্থক্য কি?

Difference Between Schengen and Non-Schengen Areas: আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানবো। তবে তার আগে আমাদের সেনজেন ও নন সেনজেন এলাকার মধ্যে যে পার্থক্য আছে, সে সম্পর্কে জেনে নিতে হবে।

আর সহজ কথায় বলতে গেলে, মোট ২৭ টি দেশকে সেনজেন অঞ্চল বা এলাকা বলা হয়ে থাকে। যারা ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেছিলো। আর এই চুক্তির মূল উদ্দেশ্য হলো, ইউরোপীয় দেশ গুলোতে একই ভিসা নীতির প্রচলন করা। এর পাশাপাশি সেনজেন ভুক্ত দেশের মধ্যে যোগযোগ ব্যবস্থা সহজ থেকে সহজতর করা।

অপরদিকে এই চুক্তির মধ্যে মোট ২৭ টি দেশ স্বাক্ষর করলেও এমন অনেক ইউরোপীয় দেশ আছেন, যারা মূলত এই চুক্তিতে স্বাক্ষর প্রদান করেনি। আর যে সকল দেশ উক্ত চুক্তিতে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করেছে সেই সকল দেশকে বলা হয়, নন সেনজেন এলাকা বা অঞ্চল।

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

List of non-Schengen countries in Europe:  আমরা উপরের আলোচনা থেকে সেনজেন এলাকা ও নন সেনজেন এলাকা কাকে বলে সে সম্পর্কে জেনেছি। এবার আমরা সেই সকল দেশের নাম সম্পর্কে জানবো যে দেশ গুলো মূলত ইউরোপীয় দেশ হওয়ার পরেও নন সেনজেন এর তালিকা তে রয়েছে। আর সেই দেশ গুলো হলো,

  1. আলবেনিয়া
    2 অ্যান্ডোরা
    3 আর্মেনিয়া
    4 আজারবাইজান
    5 বেলারুশ
    6 বসনিয়া এবং হার্জেগোভিনা
    7 বুলগেরিয়া
    8 ক্রোয়েশিয়া
    9 সাইপ্রাস
    10 জর্জিয়া
    11 কসোভো
    12 ম্যাসেডোনিয়া
    13 মলদোভা
    14 মন্টিনিগ্রো
    15 রোমানিয়া
    16 রাশিয়া
    17 সার্বিয়া
    18 তুর্কি
    19 ইউক্রেন

বর্তমান সময়ে যে সকল দেশ নন সেনজেন এলাকার অন্তর্ভুক্ত রয়েছে সেই দেশ গুলোর তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তী সময়ে যদি নতুন কোনো দেশ সেনজেনভুক্ত হয় তাহলে এই তালিকাটি আপডেট করে দেওয়া হবে।

সেনজেন দেশের তালিকা ২০২৪

সিরিয়াল

সেনজেন দেশের তালিকা

০১

সুইজারল্যান্ড

০২

লাটভিয়া

০৩

রোমানিয়া

০৪

লুক্সেমবার্গ

০৫

স্লোভেনিয়া

০৬

লিয়েসথেন্সটাইন

০৭

স্লোভেকিয়া

০৮

সুইডেন

০৯

মালটা

১০

স্পেন

১১

নেদারল্যান্ডস

১২

পর্তুগাল

১৩

ইতালি

১৪

লিথুনিয়া

১৫

পোল্যান্ড

১৬

নরওয়ে

১৭

আইসল্যান্ড

১৮

গ্রিস

১৯

জার্মানি

২০

ফ্রান্স

২১

ফিনল্যান্ড

২২

হাঙ্গেরি

২৩

এস্তোনিয়া

২৪

ডেনমার্ক

২৫

চেক রিপাবলিক

২৬

বেলজিয়াম

২৭

অস্ট্রিয়া

*এই তালিকাটি সর্বশেষ আপডেট তথ্য যুক্ত করে দেওয়া হয়েছে।

বুলগেরিয়া কি সেনজেন?

আপনারা অনেকেই জানতে চান যে, বুলগেরিয়া কি সেনজেন কিনা। তো এখন পর্যন্ত বুলগেরিয়া পুরোপুরি সেনজেন ভুক্ত দেশের স্বীকৃতি পায়নি। কেননা, বুলগেরিয়া এখন আংশিকভাবে সেনজেন অঞ্চলের সাথে যুক্ত রয়েছে। কারণ, বুলগেরিয়ার আকাশ ও সমুদ্রপথে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচল থাকলেও বুলগেরিয়ার স্থলসীমান্ত এখনও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তবে ধারনা করা হচ্ছে যে, আগামী ২০২৪ সালের মধ্যে বুলগেরিয়া স্থলসীমান্ত উন্মুক্ত করার জন্য সিন্ধান্ত নিতে পারে। [তথ্যসূত্রঃ bdnews24]

কোন দেশ ইউরোপীয় না হয়েও সেনজেন এর সাথে যুক্ত হয়েছে?

Which non-European country has joined Schengen: আমরা নন সেনজেন এলাকা বলতে শুধুমাত্র সেই সকল দেশকে বুঝি। যে সকল দেশ ইউরোপ মহাদেশ এর অর্ন্তগত হয়েও সেনজেন এর চুক্তিতে স্বাক্ষর করেনি। তবে এবার আমি আপনাকে এমন কিছু দেশের নাম বলবো। যে দেশ গুলো ইউরোপ এর না হয়েও সেনজেন অঞ্চল এর তালিকা তে রয়েছে। আর সেই দেশ গুলো হলো,

  1. লিচেনস্টাইন,
  2. সুইজার‌ল্যান্ড,
  3. আইসল্যান্ড,
  4. নরওয়ে,

মূলত এই ০৪ টি দেশ ইউরোপ মহাদেশ এর আওতায় না থাকর পরেও সেনজেন এলাকায় অর্ন্তভুক্ত রয়েছে। যারা মূলত সেনজেন এর ভিসা নীতি অনুসরন করে থাকে। এবং তাদের মধ্যেও যোগযোগ ব্যবস্থা সহজতর হয়ে উঠেছে।

কি কারণে ইউরোপের অনেক দেশ নন সেনজেন এর তালিকাতে রয়েছে?

Why are many European countries on the non-Schengen list: একটা বিষয় চিন্তা করে দেখুন তো, এমন অনেক দেশ আছে যারা ইউরোপের অন্তর্ভুক্ত না থাকার পরেও সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তুু কি কারণে ইউরোপের মধ্যে থাকা দেশ গুলো সেনজেন তালিকা তে নিজেদের যুক্ত করলো না?

এখন এর সঠিক কারণ জানতে হলে আপনাকে সেনজেন অঞ্চলের বৈশিষ্ট গুলো জানতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ভিসা নীতি। অর্থ্যাৎ, কোনো ব্যক্তির নিকট যদি সেনজেন ভিসা থাকে তাহলে সেই ব্যক্তি কোনো বাধা ছাড়াই সেনজেন অন্তর্ভুক্ত দেশ গুলোতে ভ্রমন করতে পারবে।

আর এই ভিসা নীতিতে অনেক ইউরোপীয় দেশ সম্মতি জানায়নি। কেননা, তারা তাদের নিজস্ব ভিসা নীতি রক্ষা করতে চেয়েছে। মূলত এই কারণে ইউরোপের অনেক দেশ সেনজেন চুক্তির মধ্যে স্বাক্ষর করেনি। আর স্বাক্ষর না করার কারণে, উক্ত দেশ গুলোকে নন সেনজেন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Q: ডেনমার্ক কি সেনজেন ভুক্ত?

A: হ্যাঁ, ডেনমার্ক হলো একটি সেনজেন ভুক্ত দেশ। 

Q: সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ একাধিক সেঞ্জেন দেশ ভ্রমণ করা যায়?

A: যখন আপনার নিকট সেঞ্জেন ভিসা থাকবে। তখন আপনাকে সেনজেন ভুক্ত দেশ গুলো তে ভ্রমন করার জন্য আলাদা ভাবে ভিসার আবেদন করতে হবেনা। 

Q: সেনজেন দেশ কয়টি?

A: বর্তমান সময়ে মোট ২৭ টি দেশ সেনজেন দেশের অর্ন্তভুক্ত আছে। 

আপনার জন্য আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আমাদের এই ওয়েবসাইটে সর্বদাই নতুন নতুন তথ্য গুলো শেয়ার করা হয়। আর সেই ধারাবাহিকতায় আজকে আমি ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা শেয়ার করেছি আপনার সাথে। আর আপনি যদি এই ধরনের অজানা তথ্য গুলো বিনামূল্যে পেতে চান। তাহলে Learning Boss ওয়েবসাইট হবে আপনার জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম।

সেই সাথে আমাদের লেখা সম্পর্কে যদি আপনার কোনো মতামত কিংবা অভিযোগ থাকে। তাহলে সেটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *