বিশ্বের ১০০ ধনী দেশের তালিকা

List of 100 richest countries in the world: কোনো একটি দেশ কতটা ধনী কিংবা কতটা গরিব, সেটা নির্ভর করে সেই দেশের মানুষের ক্রয় ক্ষমতার উপর। অর্থ্যাৎ কোন একটি দেশের নাগরিক যে পরিমান অর্থ উপার্জন করে। সেই উপার্জিত অর্থ থেকে কি পরিমান অর্থ ব্যয় করতে পারবে তাকেই বলা হয়, উক্ত দেশের নাগরিকের ক্রয় ক্ষমতা।

তবে শুধুমাত্র ক্রয়ক্ষমতার উপর নির্ভর করে একটি দেশকে ধনী কিংবা গরিব বলা হয়না। বরং আরো অনেক দিক রয়েছে, যে গুলো বিবেচনা করে একটি দেশকে গরিব কিংবা ধনী হিসেবে নির্ধারন করা হয়। আর সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,

  1. একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন।
  2. দেশের সকল মানুষের মাথাপিছু আয়।
  3. দেশের মোট উৎপাদন।
  4. মানুষের জীবনযাত্রার মান।
  5. শিল্পায়ন ও অবকাঠামো।

মূলত এই সকল দিক বিবেচনা করে কোন একটি দেশ কে ধনী কিংবা গরিবের কাতারে ফেলা হয়। আর এই বিশেষ দিক গুলো বিবেচনা করে আজকে আমি বিশ্বের ১০০ টি ধনী দেশের তালিকা প্রদান করবো।

আরো পড়ুনঃ ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

মাথাপিছু জিডিপি অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী দেশ

জিডিপি অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী দেশ

জিডিপি অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী দেশ

  1. লুক্সেমবার্গ
  2. বারমুডা
  3. নরওয়ে
  4. সুইজারল্যান্ড
  5. কাতার
  6. সিঙ্গাপুর
  7. যুক্তরাষ্ট্র
  8. আইসল্যান্ড
  9. ডেনমার্ক
  10. অস্ট্রেলিয়া
  11. নেদারল্যান্ডস
  12. সুইডেন
  13. কানাডা
  14. ইজরায়েল
  15. সংযুক্ত আরব আমিরাত
  16. অস্ট্রিয়া
  17. ফিনল্যান্ড
  18. বেলজিয়াম
  19. হংকং এসএআর
  20. জার্মানি
  21. যুক্তরাজ্য
  22. ফ্রান্স
  23. ব্রুনাই দারুসসালাম
  24. ইতালি
  25. সৌদি আরব
  26. বাহরাইন

NOTE: আপনারা যেন সঠিক তথ্য জানতে পারেন, সে কারণে উপরের ধনী দেশের তালিকাটি নিয়মিত আপডেট করা হবে।

ক্রয় ক্ষমতা সমতা (পিপিপি) অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী দেশ

বিশ্বের সবচেয়ে ধনী দেশ

বিশ্বের সবচেয়ে ধনী দেশ

  1. লুক্সেমবার্গ
  2. সিঙ্গাপুর
  3. নরওয়ে
  4. কাতার
  5. বারমুডা
  6. সংযুক্ত আরব আমিরাত
  7. সুইজারল্যান্ড
  8. যুক্তরাষ্ট্র
  9. ডেনমার্ক
  10. নেদারল্যান্ডস
  11. ব্রুনাই দারুসসালাম
  12. আইসল্যান্ড
  13. হংকং এসএআর
  14. অস্ট্রিয়া
  15. বেলজিয়াম
  16. সুইডেন
  17. জার্মানি
  18. অস্ট্রেলিয়া
  19. বাহরাইন
  20. সৌদি আরব
  21. ফিনল্যান্ড
  22. কানাডা
  23. ফ্রান্স
  24. যুক্তরাজ্য
  25. ইতালি
  26. ইজরায়েল

আরো পড়ুনঃ উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম জেনে নিন

বিশ্বের ১০০ ধনী দেশের তালিকা

100 richest countries in the world: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা আসলে বিশ্বের ধনী দেশের তালিকা সম্পর্কে জানতে চান। আর যারা আসলে এই তালিকা সম্পর্কে নিয়মিত খোজ খবর রাখেন। তাদের একটা কথা বলে রাখি, সেটি হলো বিশ্বের ধনী দেশের তালিকা গুলো প্রতিনিয়ত আপডেট হয়।

এছাড়াও আজকে আপনি যে বিশ্বের ১০০ ধনী দেশের তালিকা দেখতে পাচ্ছেন সেটি যথেষ্ট আপডেট একটি তালিকা। এছাড়াও ভবিষ্যত সময়ে যদি নতুন কোনো দেশ এই তালিকা তে যুক্ত করার প্রয়োজন হয়। তাহলে আমি এই তালিকা টি আপডেট করে দিবো।

Top 100 richest countries in the world

  1. লুক্সেমবার্গ
  2. আয়ারল্যান্ড
  3. সিঙ্গাপুর
  4. কাতার
  5. ম্যাকাও এসএআর
  6. সুইজারল্যান্ড
  7. সংযুক্ত আরব আমিরাত
  8. সান মারিনো
  9. নরওয়ে
  10. যুক্তরাষ্ট্র
  11. ডেনমার্ক
  12. নেদারল্যান্ডস
  13. হংকং এসএআর
  14. ব্রুনাই দারুসসালাম
  15. তাইওয়ান
  16. আইসল্যান্ড
  17. অস্ট্রিয়া
  18. সৌদি আরব
  19. এন্ডোরা
  20. সুইডেন
  21. জার্মানি
  22. বেলজিয়াম
  23. অস্ট্রেলিয়া
  24. মাল্টা
  25. গায়ানা
  26. বাহরাইন
  27. ফিনল্যান্ড
  28. কানাডা
  29. ফ্রান্স
  30. যুক্তরাজ্য
  31. দক্ষিণ কোরিয়া
  32. ইজরায়েল
  33. ইতালি
  34. সাইপ্রাস
  35. নিউজিল্যান্ড
  36. জাপান
  37. কুয়েত
  38. স্লোভেনিয়া
  39. আরুবা
  40. স্পেন
  41. লিথুয়ানিয়া
  42. চেক প্রজাতন্ত্র
  43. পোল্যান্ড
  44. এস্তোনিয়া
  45. পর্তুগাল
  46. বাহামা
  47. হাঙ্গেরি
  48. ক্রোয়েশিয়া
  49. পানামা
  50. স্লোভাক প্রজাতন্ত্র
  51. তুরস্ক
  52. সেশেলস
  53. পুয়ের্তো রিকো
  54. রোমানিয়া
  55. লাটভিয়া
  56. গ্রীস
  57. ওমান
  58. মালদ্বীপ
  59. মালয়েশিয়া
  60. রাশিয়া
  61. বুলগেরিয়া
  62. কাজাখস্তান
  63. ত্রিনিদাদ ও টোবাগো
  64. চিলি
  65. সেন্ট কিটস এবং নেভিস
  66. মরিশাস
  67. উরুগুয়ে
  68. মন্টিনিগ্রো
  69. আর্জেন্টিনা
  70. কোস্টারিকা
  71. ডোমিনিকান প্রজাতন্ত্র
  72. সার্বিয়া
  73. অ্যান্টিগুয়া ও বার্বুডা
  74. মেক্সিকো
  75. লিবিয়া
  76. বেলারুশ
  77. চীন
  78. থাইল্যান্ড
  79. জর্জিয়া
  80. উত্তর মেসিডোনিয়া
  81. গ্রেনাডা
  82. ব্রাজিল
  83. ইরান
  84. তুর্কমেনিস্তান
  85. আর্মেনিয়া
  86. বসনিয়া ও হার্জেগোভিনা
  87. আলবেনিয়া
  88. কলম্বিয়া
  89. বতসোয়ানা
  90. গ্যাবন
  91. সেন্ট লুসিয়া
  92. বার্বাডোজ
  93. আজারবাইজান
  94. নিরক্ষীয় গিনি
  95. সুরিনাম
  96. সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস
  97. মিশর
  98. মলদোভা
  99. ফিজি
  100. দক্ষিন আফ্রিকা

উপরের তালিকায় বিশ্বের ১০০ ধনী দেশের নাম শেয়ার করা হয়েছে। আর এই তালিকাটি সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আপডেট করা হবে। যেন আপনি আমার আর্টিকেল থেকে সঠিক তথ্য জানতে পারেন।

আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আপনারা যারা বিশ্বের ১০০ ধনী দেশের তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের জন্য উপরে মোট ১০০ টি ধনী দেশের তালিকা প্রদান করা হয়েছে। আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের অজানা তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *