বিশ্বের সবচেয়ে ধনী দেশ ২০২৪ তালিকা

World’s Richest Countries List: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা আসলে বিশ্বের ধনী দেশের তালিকা সম্পর্কে জানতে চান। তো তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

কেননা, আজকে আমি আপনাকে বিশ্বের ধনী দেশের তালিকা প্রদান করবো। এর পাশাপাশি সেই দেশ গুলো কেন ধনী দেশের তালিকায় যুক্ত হলো সে সম্পর্কে স্বল্প আকারে ধারনা দেওয়ার চেষ্টা করবো।

ধনী দেশ বলতে কি বোঝায়?

What does rich country mean: আমরা বিভিন্ন সময় কিছু কিছু দেশ কে উন্নত, ধনী বা উন্নয়শীল বলে থাকি। কিন্তুু আপনি কি জানেন, কখন একটি দেশ কে ধনী দেশ বলা হবে?

আর সহজ কথায় বলতে গেলে, কোনো একটি দেশ কে ধনী দেশ বলার পেছনে বিভিন্ন রকমের কারণ রয়েছে। তবে স্বাভাবিক ভাবে কোন একটি দেশের অর্থনৈতিক উন্নয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয় গুলো হলো, নাগরিকদের গড় মাথাপিছু আয়, মোট উৎপাদন, শিল্পো উন্নয়ন, সকল নাগরিকদের জীবন যাত্রার মান ইত্যাদি।

তো এই বিষয় গুলোর উপর ভিত্তি করে বর্তমান সময়ে যে দেশ গুলো ধনীর শীর্ষ তালিকায় রয়েছে। নিচের আলোচনা তে আমি আপনাকে সেই দেশ গুলোর সাথে পরিচয় করিয়ে দিবো।

আরো পড়ুনঃ বিশ্বের ১০০ ধনী দেশের তালিকা

পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি? | বিশ্বের ধনী দেশ

১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার! হ্যাঁ, ঠিকই শুনেছেন। লুক্সেমবার্গের জনগণের মাথাপিছু আয় বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর তালিকা অনুসারে, ইউরোপের এই ক্ষুদ্র দেশটিই বর্তমানে বিশ্বের অন্যতম ধনীতম দেশ।

লুক্সেমবার্গের অর্থনীতি অত্যন্ত স্থিতিশীল এবং উন্নত। ইস্পাত, রাসায়নিক দ্রব্য এবং আর্থিক পরিষেবা এই দেশের প্রধান শিল্প। লুক্সেমবার্গের জনগণ উচ্চতর জীবনযাত্রার মান উপভোগ করে। এই দেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা অত্যন্ত উন্নত।

বিশ্বের ১০ ধনী দেশের তালিকা | Top 10 richest country in the world

উপরের আলোচনা থেকে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি সে সম্পর্কে জানলাম। তো এবার আমি আপনাকে বিশ্বের ১০ ধনী দেশের তালিকা প্রদান করবো। যে তালিকায় আপনি গোটা বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের নাম জানতে পারবেন। আর সেই দেশ গুলো হলো,

  1. লুক্সেমবার্গ
  2. সিঙ্গাপুর 
  3. আয়ারল্যান্ড
  4. কাতার
  5. সুইজারল্যান্ড
  6. নরওয়ে
  7. যুক্তরাষ্ট্র
  8. ব্রুনেই দারুসসালাম
  9. হংকং
  10. ডেনমার্ক

এই তালিকা থেকে আমরা দেখতে পাচ্ছি, কেবল প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর না করে, টেকসই অর্থনীতি, সঠিক নীতি ও নেতৃত্বের মাধ্যমে কোন দেশ গুলো উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পেরেছে।

মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশের?

বিশ্বের শক্তিধর ও প্রভাবশালী দেশ গুলোকে পেছনে ফেলে, মরুভূমির রাজপুত্র ‘কাতার’ আজ বিশ্বের সবচেয়ে ধনী দেশের খ্যাতি অর্জন করেছে। মাত্র ১৭ লাখ জনসংখ্যার এই দেশটি, তেল ও প্রাকৃতিক গ্যাসের অফুরন্ত ভাণ্ডারের সৌজন্যে, আজ ধনীতমের তালিকায় শীর্ষস্থানে রয়েছে।

আমেরিকান ম্যাগাজিন ‘ফোর্বস’-এর সমীক্ষা অনুযায়ী, কাতারের মাথাপিছু আয় ৮৮ হাজার ২২২ মার্কিন ডলার (যা প্রায় ৭৪ লাখ টাকা)। দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় কাতারের শীর্ষস্থান অর্জন, বিশ্ব অর্থনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাবের স্পষ্ট প্রমাণ লক্ষ্য করা যায়।

আরো পড়ুনঃ কাতারের মাথাপিছু আয় কত?

বিশ্বের সবচেয়ে ধনী দেশ ২০২৪ তালিকা

দেশের নামমহাদেশGDP-PPP per capita (USD)
লাক্সেমবার্গইউরোপ140,312
আয়ারল্যান্ডইউরোপ117,988
সুইজারল্যান্ডইউরোপ110,251
নরওয়েইউরোপ102,465
সিঙ্গাপুরএশিয়া91,733
আইসল্যান্ডইউরোপ87,875
কাতারএশিয়া84,906
মার্কিন যুক্তরাষ্ট্রউত্তর আমেরিকা83,066
ডেনমার্কইউরোপ72,940
ম্যাকাও SARএশিয়া70,135

নোটঃ উপরের তথ্য গুলো forbesindia থেকে সংগ্রহ করা হয়েছে।

ভারত কি ধনী দেশ? | ভারত বিশ্বের কততম ধনী দেশ?

Is India a rich country: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, ভারত কি ধনী দেশ নাকি গরিব দেশ

তো তাদের উদ্দেশ্যে বলবো যে, ভারত একটি উন্নয়নশীল দেশ। কারণ, ভারতের মধ্যে এখনও অনেক সমস্যা রয়েছে, যেমন দারিদ্র্য, অশিক্ষা, স্বাস্থ্যসেবা সমস্যা ইত্যাদি। তবে, অতীতের দিন গুলোর তুলনায় ভারতের অর্থনীতি অনেক দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে ভারত একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠছে।

আর আমরা সকলেই জানি যে, ভারতের অর্থনীতি মূলত কৃষি, শিল্প এবং পরিষেবা খাতের উপর ভিত্তি করে। এছাড়াও কৃষি হল ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত। বলা বাহুল্য যে, ভারতে এখনও প্রায় ৬০% জনসংখ্যা কৃষিক্ষেত্রে নিযুক্ত

এ গুলোর পাশাপাশি শিল্প হল ভারতের দ্বিতীয় বৃহত্তম খাত। ভারতে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, যেমন বস্ত্রশিল্প, ইলেকট্রনিক্স শিল্প, তেল ও গ্যাস শিল্প, রাসায়নিক শিল্প ইত্যাদি।

এছাড়াও পরিষেবা খাত হল ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক খাত। ভারতে বিভিন্ন ধরনের পরিষেবা খাত রয়েছে। যেমন, ব্যাংকিং, বিমা, পর্যটন, যোগাযোগ ইত্যাদি।

আরো পড়ুনঃ ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি

সৌদি আরব বিশ্বের কততম ধনী দেশ?

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব বিশ্বের ধনী দেশের তালিকায় ২৫তম স্থানে অবস্থান করছে। দেশটির জনগণের মাথাপিছু আয় ৪৬ হাজার ৮১১ মার্কিন ডলার। আর এই অর্থনৈতিক সমৃদ্ধির মূল কারণ হলো তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। কারণ, বিশ্বের তেল রফতানিকারী দেশ গুলোর সংগঠন ওপেক এর অন্যতম প্রধান সদস্য সৌদি আরব। দেশটির অর্থনীতির প্রায় ৯০% আয় আসে তেল ও গ্যাস রফতানি থেকে।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার?

কাতার না সৌদি আরব কে বেশি ধনী?

Qatar is richer than Saudi Arabia: আপনারা অনেকেই গুগলে সার্চ করেন যে, কাতার নাকি সৌদি আরব কে বেশি ধনী। তো তাদের উদ্দেশ্যে বলবো যে, কাতার এবং সৌদি আরব দুটোই মধ্যপ্রাচ্যের ধনী দেশ। তবে, কাতার সৌদি আরবের চেয়ে একটু বেশি ধনী।

কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশ হিসেবে খ্যাত। এছাড়াও, কাতারে উচ্চশিক্ষিত জনসংখ্যার পরিমান বেশি এবং কাতারে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। যার কারণে কাতার ক্রমাগত ভাবে সৌদি আরবের তুলনায় ধনী হতে শুরু করেছে।

আরো পড়ুনঃ কাতারের মাথাপিছু আয় কত?

বিশ্বের ধনী দেশের তালিকা নিয়ে আমাদের কিছুকথা 

প্রিয় পাঠক, গত আর্টিকেলে আমি আপনার মোট ১০০ টি ধনী দেশের তালিকা শেয়ার করেছিলাম। তো সেখানে অনেকেই বিশ্বের সবচেয়ে ধনী দেশ ২০২৪ তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন।

মূলত সে কারনেই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। আশা করি, আজকের এই আর্টিকেল টি আপনার অনেক ভালো লেগেছে।

তো আপনি যদি এমন ধরনের ভালো লাগার মতো তথ্য জানতে চান। তাহলে আপনার অবসর সময় গুলো তে Learning Boss এর সাথে থাকবেন।

সেই সাথে আমাদের লেখা আর্টিকেল গুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *