ইউরোপের সবচেয়ে বড় দেশের তালিকা
List of largest countries in Europe: বর্তমান সময়ে ইউরোপের মধ্যে মোট ৫০ টি দেশ আছে। তবে সেগুলোর মধ্যে কিছু দেশ আছে যেগুলো আয়তনের দিক থেকে অনেক বড়। আবার এমন অনেক দেশ আছে, যেগুলো আয়তনের দিক থেকে ছোট। আর আজকের আলোচনায় আমি আপনাকে ইউরোপের সবেচেয়ে বড় দেশের তালিকা শেয়ার করবো।
ইউরোপের সবচেয়ে বড় দেশের তালিকা
এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকায় আপনি ইউরোপের সবচেয়ে বড় দেশ ও সেই দেশের আয়তন সম্পর্কে জানতে পারবেন। আর উক্ত তালিকাটি নিচে শেয়ার করা হলো।
দেশের নাম | দেশের মোট আয়তন |
রাশিয়া | ১৭,০৯৮,২৪২ |
ইউক্রেন | ৬০৩,৬২৮ |
ফ্রান্স | ৫৪৭,০৩০ |
স্পেন | ৫০৫,৯৯০ |
সুইডেন | ৪৪৯,৯৬৪ |
ফিনল্যান্ড | ৩৩৮,৪২৪ |
জার্মানি | ৩৫৭,০২১ |
পোল্যান্ড | ৩১২,৬৮৫ |
ইতালি | ৩০১,৩৩৮ |
রাশিয়া এশিয়া নাকি ইউরোপ?
সত্যি বলতে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, রাশিয়া এশিয়া মহাদেশে অবস্থিত নাকি ইউরোপ মহাদেশে অবস্থিত। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো, রাশিয়া এই দুই মহাদেশের মধ্যেই অবস্থিত।
কেননা, রাশিয়ার প্রায় ৭৭% এলাকা এশিয়া মহাদেশ এর মধ্যে অবস্থিত। আবার রাশিয়ার বাকি ২৩% এলাকা ইউরোপের মধ্যে অবস্থিত। যার কারণে রাশিয়াকে এই দুই মহাদেশ এর দেশ হিসেবে ধরা হয়।
আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম গুলো জেনে নিন
ইউরোপ মহাদেশের মুসলিম দেশ গুলোর নাম
একটা বিষয় আপনার জেনে রাখা উচিত। সেটি হলো, ইউরোপ এর মধ্যে এমন অনেক অঞ্চল আছে যে গুলো তে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি। আর এবার আমি সেই অঞ্চল গুলোর নাম নিচের তালিকায় উল্লেখ করবো। যেমন,
- বলকান
- বসনিয়া ও হার্জেগোভিনা
- আলবেনিয়া
- কসোভো
- উত্তর ম্যাসেডোনিয়া এবং
- মন্টিনিগ্রোর অংশ
তবে এ গুলোর পাশাপাশি উত্তর ককেশাস এবং ইডেল-উরাল অঞ্চলের কিছু রাশিয়ান প্রজাতন্ত্রও রয়েছে। যে অঞ্চল গুলোতে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা আছে।
ইউরোপের ২৬ টি দেশের নাম কি?
বিভিন্ন সময় আমাদের ইউরোপের ২৬ টি দেশের নাম জানার প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনে যেন আপনি ইউরোপের ২৬ টি দেশের নাম সহজেই জানতে পারেন। সে কারণে ইউরোপের দেশের নাম গুলো নিচের তালিকায় উল্লেখ করা হলো। যেমন,
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- চেক প্রজাতন্ত্র
- ডেনমার্ক
- এস্তোনিয়া
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- গ্রীস
- হাঙ্গেরি
- আইসল্যান্ড
- ইতালি
- ক্রোয়েশিয়া
- লাটভিয়া
- লিচেনস্টাইন
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- মাল্টা
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পোল্যান্ড
- পর্তুগাল
- স্লোভাকিয়া
- স্লোভেন
- স্পেন
- সুইডেন এবং
- সুইজারল্যান্ড
উপরের তালিকায় আপনি মোট ২৬ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এগুলো হলো ইউরোপ এর মধ্যে অবস্থিত দেশের নাম।
আরো পড়ুনঃ ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা
ইউরোপ এর সবচেয়ে বড় দেশ কোনটি?
এবার আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করবো। সেটি হলো, ইউরোপের মধ্যে মোট ৫০ টি দেশ আছে। তবে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া। কারণ রাশিয়া আয়তনের দিক থেকে এতই বড় যে, ইউরোপ মহাদেশের মধ্যে রাশিয়া একাই প্রায় ৪০ ভাগ স্থান নিয়ে আছে।
তবে রাশিয়া শুধুমাত্র আয়তনের দিক দিয়েই নয় বরং মোট জনসংখ্যার দিক থেকেও অন্যান্য দেশর তুলনায় এগিয়ে আছে। অপরদিকে ইউরোপ এর মধ্যে সবচেয়ে ছোট দেশের নাম হলো ভ্যাটিক্যান সিটি। কারণ, ভ্যাটিকান সিটির মোট আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি হলো ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা।
ইউরোপ মহাদেশের মোট আয়তন কত?
এবার আমরা পুরো ইউরোপ মহাদেশ এর আয়তন সম্পর্কে জানবো। তো ইউরোপ মহাদেশ ভূপৃষ্ঠের দ্বারা বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ হিসেবে পরিচিত। যার মোট আয়তন প্রায় ১,০১,৮০,০০০ বর্গ কিলোমিটার। যেটি ভূপৃষ্ঠের মোট আয়তনের প্রায় ২% এবং তার স্থলভাগের ৬.৮% জুড়ে রয়েছে।
আরো পড়ুনঃ ইউরোপের দেশ কয়টি ও কি কি
আপনার জন্য আমাদের শেষ কথা
আজকের আলোচনায় ইউরোপের সবচেয়ে বড় দেশের তালিকা শেয়ার করা হয়েছে। এছাড়াও ইউরোপ সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যেগুলো আপনার জেনে নেওয়া দরকার।
আর আমরা প্রতিনিয়ত এই ধরনের অজানা বিষয় গুলো শেয়ার করার চেষ্টা করি। যদি আপনি সেগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।