জায়গা জমির হিসাব সম্পর্কে সকল তথ্য জানুন

Know all information about land calculation: আমরা সকলেই জানি যে, জমি হলো আমারদের মূল্যবান একটি সম্পদ। আর সে কারণে আপনার বা আমার কিংবা আমাদের সকলের জায়গা জমির হিসেব সম্পর্কে সঠিক ধারনা থাকা উচিত। কেননা, আপনি যদি জায়গা জমির হিসাব সঠিক ভাবে না জানেন।

তাহলে কিন্তুু আপনি জমি কেনার সময় যেমন বিপদে পড়বেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন জমি বিক্রয় করতে যাবেন। তখনও আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে।

তো আপনি যেন এই ধরনের সমস্যার মধ্যে না পড়েন। সে কারণে আজকে আমি আপনাকে জায়গা জমির হিসাব সম্পর্কে পরিস্কার ধারনা প্রদান করবো। আর আপনি যদি জায়গা জমির হিসাব সংক্রান্ত এই অজানা বিষয় গুলো জানতে চান। তাহলে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়ুন।

বাংলাদেশে জমির পরিমাপক গুলো কি কি?

যেহুতু আপনি জায়গা জমির হিসাব সম্পর্কে জানতে চান। সেহুতু সবার প্রথমে আপনাকে জানতে হবে, আমাদের বাংলাদেশের জমির পরিমাপক গুলো কি কি। কেননা, আমাদের দেশে বিভিন্ন পরিমাপক এর সাহায্য জমির মাপ নেওয়া হয়। আর বর্তমান সময়ে আমাদের দেশে জমির যে সকল পরিমাপক এর প্রচলন আছে। সেগুলো নিচের তালিকায় প্রদান করা হলো। যেমন,

  1. ১ কাঠা = ১৬ ছটাক
  2. ১ কাঠা = ১.৬৫ শতাংশ
  3. ১ কাঠা = ১৬৫ অযুতাংশ
  4. ১ বিঘা = ৩৩ শতাংশ
  5. ১ বিঘা = ২০ কাঠা
  6. ১ একর = ১০০ শতাংশ
  7. ১ একর = ৬০.৬ কাঠা
  8. ১ একর = ৩.০৩ বিঘা

উপরের তালিকা তে আপনি আমাদের বাংলাদেশ এর সকল জমির পরিমাপক গুলো দেখতে পাচ্ছেন। তো জমি ক্রয়, বিক্রয় কিংবা পরিমাপ করার জন্য, এই পরিমাপক গুলো সম্পর্কে আপনার অবশ্যই পরিস্কার ধারনা থাকতে হবে।

আরো পড়ুনঃ জমির খাজনা চেক করার উপায়

কিভাবে ফিতা দিয়ে জায়গা জমির হিসাব করতে হয়?

বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে জমির হিসেব করার অন্যতম একটি পদ্ধতি হলো, ফিতা। যার মাধ্যমে বেশ কিছু পরিমাপক এর সাহায্য জমির হিসাব করা হয়। আর যখন আপনি ফিতা দিয়ে জমির পরিমাপ করবেন। তখন আপনাকে জমির কানির হিসেব সম্পর্কে জানতে হবে। আর উক্ত কানির হিসেব নিচের তালিকা তে প্রদান করা হলো। যেমন,

  1. ১৭২৮০ বর্গফুট = ১ কানি
  2. ১৬১৯ বর্গমিটার = ১ কানি
  3. ৪০০০০ বর্গলিংক = ১ কানি
  4. ৭৬৮০ বর্গহাত = ১ কানি
  5. ১০৩৬ বর্গগজ = ১ কানি
  6. ০৪ একর = ১ কানি
  7. ৪৩৫.৬ বর্গফুট = ১ শতক

যদি কোনো কারণে আপনার ফিতা দিয়ে জমির পরিমাপ করার দরকার হয়। তাহলে আপনার আসলে কোন পরিমাপক এর সাহায্য জমির মাপ করতে হবে। সেই পরিমাপক এর তালিকা উপরে প্রদান করা হয়েছে।

আরো পড়ুনঃ খাস জমি চেনার উপায় গুলো জেনে নিন

জায়গা জমির হিসেব বের করার নিয়ম গুলো কি কি?

সত্যি বলতে আমাদের বাংলাদেশে উপরে উল্লেখিত পরিমাপক গুলো ছাড়াও। আরো বিভিন্ন পরিমাপক এর সাহায্য জমির মাপ নেওয়া হয়। তো আমি যদি সবগুলো পরিমাপক নিয়ে বিস্তারিত লিখতে যাই। তাহলে এই আর্টিকেল টি অনেক বড় হয়ে যাবে।

তাই এবার  আমি আপনাকে সংক্ষেপে জায়গা জমির হিসাব করার কিছু সূত্র সম্পর্কে বলবো। যে সূত্র গুলোর মাধ্যমে আপনি আমাদের বাংলাদেশের যেকোনো স্থানের জমির সঠিক হিসেব বের করে নিতে পারবেন। যেমন,

০১| আয়তক্ষেত্র জমির পরিমাপ করার সূত্রঃ ক্ষেত্রফল=( দৈর্ঘ্য * প্রস্থ),

০২| জমির শতাংশ হিসাব বের করার সূত্রঃ শতক বা শতাংশ বের করার জন্য আমরা সবসময় জমির মোট ক্ষেত্রফল কে 435.6 দ্বারা ভাগ করতে হবে। কারন, আমরা সকলেই জানি যে, 435.6 বর্গফুট জমি হলো, এক (০১) শতাংশ।

০৩| জমির কাঠা হিসাব বের করার সূত্রঃ জমির কাঠা হিসেব বের করার জন্য আমরা সবসময়  ক্ষেত্রফল কে 720 দ্বার ভাগ করতে হবে। এর কারণ হলো, 720 স্কয়ার ফিট সমান, এক (০১) কাঠা হয়।

উপরে আমি আপনাকে জায়গা জমির হিসাব করার বেশ কিছু সূত্র সম্পর্কে বলেছি। যেগুলোর মাধ্যমে আপনি যেকোনো জমির সঠিক পরিমাপ বের করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ অনলাইনে জমির রেকর্ড যাচাই বাংলাদেশ

আপনার জন্য আমাদের শেষকথা

আজকের আলোচনাতে আমি আপনাকে জায়গা জমির হিসাব বের করার সকল তথ্য গুলো সম্পর্কে বলেছি। আশা করি, এই তথ্য গুলো আপনার জমির হিসেব বের করতে সহায়তা করবে। আর যদি আপনি জায়গা জমির হিসাব বের করার বিষয় গুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন।

ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। 

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *