বিএমইটি রেজিস্ট্রেশন চেক করার উপায়
Easy Way to Check BMET Registration: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা মনে করেন যে বিএমইটি স্মার্ট কার্ড তেমন একটা প্রয়োজন পড়েনা। তো যারা আসলে এমনটা মনে করেন, তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কেননা, আমাদের বাংলাদেশ সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো এর মাধ্যমে যে সকল বিদেশগামী প্রবাসী আছেন। তাদের এই ধরনের বিএমইটি স্মার্ট কার্ড প্রদান করেন। যার ফলে বিদেশগামী প্রবাসীরা দালালের প্রতারনার হাত থেকে রক্ষা পায়।
তো আপনি কিভাবে আপনার বিএমইটি রেজিষ্ট্রেশন চেক (BMET Registration Check) করবেন। আজকের আর্টিকেলে আমি আপনাকে সেই পদ্ধতি গুলো খুব সহজ ভাবে দেখিয়ে দিবো।
বিএমইটি বলতে কি বুঝায়?
BMET যার পুরো অর্থ হলো, Bureau of Manpower Employment and Training. যে প্রতিষ্ঠান এর মূল লক্ষ্য হলো, প্রবাসীদের কল্যান করা। কেননা, যখন আমাদের বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি বৈধ ভাবে বিদেশ যেতে চাইবেন। তখন সেই ব্যক্তিকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো থেকে অনুমতি পত্র নিতে হবে।
যার ফলে বিদেশগামী সেই প্রবাসী ব্যক্তিরা বিভিন্ন দিক থেকে সুবিধা গ্রহন করে। আর যখন কোনো একজন ব্যক্তি সেই অনুমিতপত্র সংগ্রহ করতে পারে তখন তাকে বিএমইটি স্মার্ট কার্ড প্রদান করা হয়।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়
কিভাবে বিএমইটি রেজিষ্ট্রেশন চেক করবেন?
আপনি আপনার পাসপোর্ট নম্বর দিয়ে বিএমইটি রেজিষ্ট্রেশন চেক করে নিতে পারবেন। আর আপনার বিএমইটি রেজিষ্ট্রেশন চেক করার জন্য আমি প্রবাসী ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে সেগুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো।
আরো পড়ুনঃ কানাডা ভিসা ক্যাটাগরি
বিএমইটি রেজিষ্ট্রেশন চেক | ami probashi bmet check
প্রথম ধাপঃ
আপনারা যারা অনলাইন থেকে বিএমইটি রেজিষ্ট্রেশন চেক করতে চান তাদের সবার প্রথমে ”আমি প্রবাসী”-ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার সামনে একটি নতুন পেজ অপেন হবে সেখান থেকে মেনু অপশনে “Clearance Card”- এর মধ্যে ক্লিক করতে হবে। আমি প্রবাসী ওয়েবসাইট লিংকঃ https://amiprobashi.com
দ্বিতীয় ধাপঃ
এবার আপনাকে সামনে উপরের পিকচারের মতো একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেহুতু আপনার বিএমইটি রেজিস্ট্রেশন অনলাইন চেক করবেন সেহুতু আপনাকে “Track Application”-এর মধ্যে ক্লিক করতে হবে। তারপর পুনরায় আপনি নতুন একটি পেজে প্রবেশ করবেন।
তৃতীয় ধাপঃ
এবার আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। আর যখন আপনি এই নাম্বার দিবেন তারপর আপনাকে “Search” অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার বিএমইটি রেজিষ্ট্রেশন এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
চতুর্থ ধাপঃ
যদি আপনার বিএমইটি কার্ড সম্পন্ন করা হয় তাহলে আপনি উপরের পিকচারের মতো তথ্য দেখতে পারবেন। কিন্তুু যদি আপনার কার্ড সম্পন্ন না হয় তাহলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে “Undefined” লেখা দেখতে পারবেন। যার অর্থ হলো এখন পর্যন্ত আপনার ম্যানপাওয়ার কার্ড এর জন্য আবেদন করা হয়নি।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার উপায়
বিএমইটি রেজিস্ট্রেশন ফরম কোথায় পাবো?
উপরের আলোচনা থেকে আমরা বিএমইটি রেজিষ্ট্রেশন চেক করার উপায় গুলো সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, কোথা থেকে বিএমইটি রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করবো। তো আপনিও যদি এই ফরম সংগ্রহ করতে চান। তাহলে নিচের আলোচনায় নজর দিন।
দেখুন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর প্রয়োজনীয় ফরম গুলো আপনি তাদের মূল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আর আপনি যেহুতু বিএমইটি এর রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করতে চান। সেহুতু আপনাকে অনলাইন থেকে সেই ফরম ডাউনলোড করতে হবে।
- বিএমইটি রেজিষ্ট্রেশন ফরম (পিডিএফ): Click Here
আর যখন আপনি উক্ত লিংক এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো সেই পেজে আপনি আপনার কাঙ্খিত বিএমইটি রেজিষ্ট্রেশন ফরম দেখতে পারবেন। সেখান থেকে আপনাকে উক্ত ফরমটি ডাউনলোড করে নিতে হবে।
বিএমইটি কার্ড কি বাধ্যতামূলক কিনা?
সত্যি বলতে এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই সেটি হলো, বিএমইটি কার্ড কি বাধ্যতামূলক কিনা। আসলে বর্তমান সময়ে যদি আপনি প্রবাসি শ্রমিক অভিবাস পেতে চান। তাহলে আপনার জন্য বিএমইটি কার্ড বাধ্যতামূলক বলেই গন্য হবে।
তো যখন আপনি সফল ভাবে বিএমইটি ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবেন। তারপরের ধাপে আপনাকে একটি বিশেষ কার্ড প্রদান করা হবে। যেটি মূলত QR কোড বিশিষ্ট বিএমইটি এর স্মার্ট কার্ড। অর্থ্যৎ এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার প্রয়োজনীয় তথ্য গুলো দেখা যাবে।
আর যদি আপনি উক্ত কার্ডটি ডাউনলোড করে নিতে চান। তাহলে আপনাকে আমি প্রবাসী নামক ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে। তারপর আপনি সেই ওয়েবসাইট থেকে আপনার কাঙ্খিত বিএমইটি স্মার্ট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
আপনার জন্য কিছুকথা
বিএমইটি রেজিষ্ট্র্রেশন চেক করার উপায় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই পদ্ধতি গুলো ফলো করার সময় যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের অজানা তথ্য গুলো জানতে আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।