১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি আরব?

How much is the price of 1 gram of gold in Saudi Arabia?: আমরা সকলেই জানি যে, সৌদি আরব এর মধ্যে অনেক কম দামে সোনা কিনতে পাওয়া যায়। সে কারণে অধিকাংশ মানুষ সৌদি আরব থেকে সোনা কেনার আগ্রহ প্রকাশ করে। আর সোনা কিনতে গেলে আমাদের অবশ্যই সোনার আপডেট বাজারমূল্য সম্পর্কে জানতে হবে। আর সে কারণে অনেকেই ১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি সম্পর্কে জানতে চায়।

তো আপনারা যারা ১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি সম্পর্কে জানতে চান। তাদের জন্য নিচে একটি তালিকা প্রদান করা হয়েছে। যে তালিকা থেকে আপনি আজকের আপডেট ১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি সম্পর্কে জেনে নিতে পারবেন।

১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি আরব?

সোনার দাম প্রতিদিন একরকম না থাকলেও, সোনার যে দাম নির্ধারন করা হয়। উক্ত দিনে সেই একই দামে সারাদেশে সোনা বিক্রি করা হয়ে থাকে। তো আপনি যদি আজকে সৌদি আরব এর মধ্যে মাত্র ০১ গ্রাম সোনা কিনতে চান। তাহলে আপনাকে মোট কত দাম দিয়ে সোনা কিনতে হবে। সেই ০১ গ্রাম সোনার দাম নিচে প্রদান করা হলো। যেমন,

সৌদি আরব এর সোনার ক্যারেট 

১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি

২৪ ক্যারেট সোন

238.268 SAR

২২ ক্যারেট সোনা

218.465 SAR

২১ ক্যারেট সোনা

208.535 SAR

১৮ ক্যারেট সোনা

178.744 SAR

আরো পড়ুনঃ ২১ ক্যারেট সোনার দাম সৌদি আরব

দুবাই গোল্ড কি আসল নাকি নকল?

একটা বিষয় বলে রাখা ভালো যে, বর্তমান সময়ে দুবাই এর মধ্যে অনেক ভালো মানের সোনা পাওয়া যায়। কিন্তুু তারপরও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত জানতে চায় যে, দুবাই গোল্ড কি আসল নাকি নকল। তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি, দুবাই এর মধ্যে সোনার বাজার সম্পূর্ণ ভাবে সেই দেশের সরকার নিয়ন্ত্রন করে থাকে।

আর দুবাই সরকার এর নির্দেশনা অনুযায়ী, দুবাইতে যে সকল সোনার ব্যবসায়ী আছেন। তারা সোনা বিক্রি করার সময় তাদের অবশ্যই বিশুদ্ধ সোনা বিক্রি করতে হবে। এবং তাদের বিক্রিযোগ্য সোনা গুলোর মধ্যে বাধ্যতামূলক হলমার্ক থাকতে হবে। আর তারপর সোনার ব্যবসায়ীরা সেই সোনা বিক্রি করতে পারবে।

তো উক্ত বিষয়টি থেকে এটা ষ্পষ্ট অনুমান করা যায়। আপনি যদি দুবাই থেকে সোনা কিনে থাকেন। তাহলে আপনি একবারে বিশুদ্ধ সোনা কিনে নিতে পারবেন। তো দুবাই সোনা আসল নাকি নকল, আশা করি আপনি এ বিষয়ে সঠিক তথ্য জানতে পেরেছেন।

আরো পড়ুনঃ 22 ক্যারেট গোল্ড রেট সৌদি 

কোন কোন দেশে সোনার আমানত সবচেয়ে বেশি?

এতক্ষনের আলোচনা থেকে আমরা ১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি সম্পর্কে জানতে পেরেছি। তো এবার আমরা জানবো, কোন দেশে সোনার আমানত সবচেয়ে বেশি। আর আপনি যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে বলবো যে, সোনা রিজার্ভের দিক থেকে অষ্ট্রেলিয়া এবং রাশিয়া সবার উপরের স্থানে থাকবে।

কেননা, বর্তমান সময়ের রিজার্ভ হিসেবে অষ্ট্রেলিয়াতে প্রায় ৮ হাজার ৪০০ মেট্রিক টন এবং রাশিয়া তে প্রায় ৬ হাজার ৮০০ মেট্রিক টন সোনার রিজার্ভ আছে। এছাড়াও ২০২২ সালের সোনার উৎপাদন এর রিপোর্ট হিসেবে। এই উৎপাদন প্রায় ৩ হাজার ১০০ মেট্রিক টনে পৌঁছে গেছে।

আরো পড়ুনঃ হলমার্ক সোনা চেনার উপায়

সলিড গোল্ড বলতে কি বোঝায়?

সবচেয়ে ব্যয়বহুল ও টেকসই সোনা কে বলা হয়, সলিড গোল্ড। সচারচর আমরা যে সকর ২৪ ক্যারেট এর সোনা দেখতে পাই। সেই সোনা গুলোকে সলিড গোল্ড এর অর্ন্তভুক্ত করা হয়ে থাকে। কেননা, এই ধরনের সোনা গুলো ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ভাবে বিশুদ্ধ। তাই এই সোনা কে বলা হয়, সলিড গোল্ড।

আরো পড়ুনঃ ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম কত? | ২২ ক্যারেট স্বর্ণ চেনার উপায়

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনি যদি আমাদের ওয়েবসাই টি নিয়মিত ভিজিট করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, আমার বিনামূল্যে বিভিন্ন বিষয় আপনাদে জানানোর চেষ্টা করি। যেমন, আজকে আমি আপনাকে ১ গ্রাম স্বর্ণের দাম কত সৌদি সম্পর্কে জানিয়ে দিয়েছি।

তো আশা করি, এই শেয়ার করা তথ্য গুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর এই ধরনের কাজের লাগার মতো তথ্য গুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *