কোন দেশে কত ielts স্কোর লাগে?
How many Ielts scores need for different country: আমরা সকলেই জানি যে, বিভিন্ন দেশে Ielts (আইইএলটিএস) পরীক্ষার স্কোর ভিন্ন ভিন্ন হয়। আবার এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যে গুলো তে আইইএলটিএস স্কোর এর কোনো প্রয়োজন হয়না।
মূলত এই Ielts নির্ভর করে আপনি আসলে কোন দেশে যেতে চান তার উপর। তবে, বর্তমান সময়ে এমন অনেক দেশ রয়েছে যে দেশ গুলো তে যাওয়ার জন্য বাধ্যতামূলক আইইএলটিএস স্কোরের প্রয়োজন হয়।
যেমন, আপনি যদি ব্রিটেনে উচ্চ শিক্ষার জন্য যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে আইইএলটিএস পরীক্ষার স্কোর এর প্রয়োজন হবে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে এই আইইএলটিএস স্কোর এর মান ভিন্ন ভিন্ন হতে পারে।
Ielts (আইইএলটিএস) কি?
সহজ কথায় বলতে গেলে আইইএলটিএস হলো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এক ধরনের পরীক্ষা। যে পরীক্ষার মাধ্যমে কোনো একজন ব্যক্তির ইংরেজি ভাষার দক্ষতাকে যাচাই করা হয়। আর এই যাচাই শেষে উক্ত পরীক্ষার্থীকে নির্দিষ্ট একটি স্কোর প্রদান করা হয়। যাকে আমরা Ielts Score (আইইএলটিএস স্কোর) বলে থাকি। আর উক্ত পরীক্ষা থেকে প্রদানকৃত স্কোর এর মেয়াদ থাকবে পরবর্তী ০২ বছর পর্যন্ত।
আরো পড়ুনঃ কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে?
কোন দেশে কত Ielts স্কোর লাগে?
আজকের বিশ্বায়নের যুগে, ইংরেজি ভাষা জ্ঞান শুধুমাত্র একটি দক্ষতা নয়, এটি একটি অপরিহার্য হাতিয়ার। উচ্চশিক্ষা অর্জন, ভিসা লাভ এবং কর্মক্ষেত্রে সফলতার জন্য আইইএলটিএস স্কোর এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আইইএলটিএস (International English Language Testing System) বিশ্বের ১৪০টি দেশের বিভিন্ন সংস্থা কর্তৃক ভাষা দক্ষতার প্রধান মানদণ্ড হিসেবে স্বীকৃত। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে প্রবেশ, অথবা ভিসা আবেদনের ক্ষেত্রে আইইএলটিএস স্কোর আপনার ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করে।
সাধারণত, অধিকাংশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আইইএলটিএস স্কোর ৬.৫ লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্কোর ৫.৫ হলেও আবেদন করা যায়। মনে রাখবেন, আপনার স্কোর যদি ভালো না হয়, তাহলে ভিসা পাওয়া কঠিন হতে পারে। এমনকি যদি ভিসা পানও, ভাষার দক্ষতার অভাবে পড়াশোনায় বা কর্মক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে।
আমেরিকা যেতে ielts কত পয়েন্ট লাগে?
স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ অপেক্ষা করছে। অভিবাসীদের জন্য এটি এক আকর্ষণীয় গন্তব্য, তবে তার আগে আমাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে, আমেরিকা যেতে ielts কত পয়েন্ট লাগে!
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসস্থানের জন্য আবেদন করতে, IELTS পরীক্ষায় সর্বনিম্ন 6.5 স্কোর অর্জন করা প্রয়োজন। তবে, কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে, ইংরেজিতে দক্ষতা প্রমাণের মাধ্যমে 5.0 স্কোর ধারীরাও ভিসা পেতে পারেন। আর মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য IELTS-এ সর্বনিম্ন 6.0 স্কোর অপরিহার্য। মনে রাখবেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা থাকে। তাই, আপনার পছন্দের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় IELTS স্কোর সম্পর্কে জেনে নিবেন।
Ielts সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা
কোন দেশে কত ielts স্কোর লাগে তার একটি তালিকা উপরে প্রদান করা হয়েছে। যেখানে প্রতিটা দেশের সর্বোচ্চ ielts এর মান প্রদান করা হয়েছে। কিন্তুু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত এই ielts সম্পর্কে কিছু ভুল ধারনা নিজের মধ্যে পুষে রেখেছেন। আর সেগুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,
- আমরা অনেকেই মনে করি যে, আমরা ইংরেজি তে কথা বলতে পারলেই ভালো ielts স্কোর পাবো। আসলে বিষয়টা এমন নয়, বরং ielts স্কোর মূলত ৪ টি বিষয়ের উপর নির্ণয় করে প্রদান করা হয়। সেগুলো হলো, স্পিকিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং।
- আপনি যদি মনে করেন যে, শুধুমাত্র কানাডা কিংবা যুক্তরাষ্ট্রের জন্য ielts এর দরকার হয়। তাহলে আপনার ধারনা সম্পূর্ন ভুল, কারণ বর্তমান সময়ে বিশ্বের মোট ১৪০ টি দেশে ভাষা দক্ষতার মানদন্ড নির্ণয় করা হয়।
- যারা মনে করেন যে, ব্রিটিশ বা আমেরিকার ইংরেজি উচ্চারন ছাড়া ielts এর ভালো স্কোর পাওয়া যায়না। বিষয়টা আসলে এমন নয়, কেননা আপনি স্বতঃস্ফুর্তভাবে কথা বলতে পারবেন।
- আপনারা অনেকেই মনে করেন যে, ielts স্কোর ভালো হলে বিদেশে যাওয়ার সুযোগ বেড়ে যায়। কিংবা অনেকেই মনে করেন, এর মাধ্যমে স্কলারশিপ পাওয়া যায়। কিন্তুু এটি শুধুমাত্র ভাষা দক্ষতা যাচাই করার পরীক্ষা মাত্র।
- Ielts স্কোর ভালো করার জন্য কোচিং বা প্রাইভেট বাধ্যতামূলক নয়। বরং আপনি নিজের ঘরে বসেও ইংরেজি বলার প্রাকটিস করতে পারবেন।
তো আমাদের মধ্যে সাধারন মানুষের মনে ielts সম্পর্কে যে সকল ভ্রান্ত ধারনা আছে সেগুলো উপরে তুলে ধরা হলো। আশা করি, উপরে উল্লেখিত বিষয় গুলো জানার পর আপনি আর এমন ভুল চিন্তা নিজের মধ্যে পুষে রাখবেন না।
আরো পড়ুনঃ কানাডা ভিসা আবেদন ফরম
Ielts সম্পর্কে আমাদের কিছুকথা
কোনো একটি দেশে যাওয়ার জন্য কত ielts স্কোর দরকার হয়। সেটি জানার পর বসে থাকবেন না, বরং চেষ্টা করবেন আপনার ielts স্কোর সর্বোচ্চ করার। যাতে করে ভিসার আবেদন করার সময় আপনি অন্যান্য মানুষের তুলনায় অনেক এগিয়ে থাকতে পারেন।
আর আপনি যদি ielts সম্পর্কে আরো কিছু জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।