ইপিআই টিকা কার্ড ডাউনলোড
Epi tika card pdf download: ইপিআই টিকা কি সে সম্পর্কে আমি আমার পূর্বের আর্টিকেলে বিস্তারিত বলেছি। তো সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে, কিভাবে ইপিআই টিকা কার্ড ডাউলোড করা যাবে। তো যারা আসলে ইপিআই টিকা কার্ড ডাউলোড করতে চাচ্ছেন তাদের বলে রাখি যে, এখন পর্যন্ত ইপিআই টিকা কার্ড ডাউনলোড করার মতো সুবিধা প্রদান করা হয়নি।
তবে আপনি সকল নিয়ম মেনে ইপিআই টিকা কেন্দ্র থেকে ইপিআই টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন। আর এই টিকা কার্ড সংগ্রহ করার জন্য আপনাকে আসলে কোন কোন নিয়ম মানতে হবে। এবার আমি আপনাকে সেই নিয়ম গুলো ধাপে ধাপে দেখিয়ে দিবো।
ইপিআই টিকা কি?
What is the EPI vaccine: ইপিআই এর বাংলা পূর্ণরুপ হলো, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। আর EPI এর ইংরেজি পূর্ণরুপ হলো, Expanded Program on Immunization. এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, গোটা বিশ্বের শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান করা। যেন সেই শিশুরা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পায় এবং পৃথিবীতে যেন শিশু মৃত্যুর হার কমে আসে।
শিশুদের ইপিআই টিকা কখন দেওয়া হয়?
When is the EPI vaccine given to children: যখন কোনো একটি শিশু জন্মগ্রহন করে তারপর মোট ৪৫ দিন পর উক্ত শিশুকে ইপিআই টিকা প্রদান করতে হয়। তবে উক্ত টিকা প্রদান করার জন্য সেই শিশুর অবিভাবক কে বেশ কিছু কাজ করতে হয়। যেমন, সবার প্রথমে টিকা প্রদানের নির্ধারিত স্থানে গিয়ে টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে হয়।
আর যখন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে, তারপর সেই শিশুকে টিকা প্রদান করা হবে। এছাড়াও তার টিকা কার্ড এর মধ্যে প্রয়োজনীয় তথ্য গুলো হালনাগাদ করতে হবে। তো আশা করি, শিশুদের কখন ইপিআই টিকা দেওয়া হয় তা আপনি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।
আরো পড়ুনঃ শিশু টিকা কার্ড ডাউনলোড অনলাইনে করতে পারবেন কি না দেখে নিন
ইপিআই টিকাদান কার্ড শিশু pdf ডাউনলোড
Epi tika card pdf download: এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকার অনলাইনে ইপিআই টিকা ডাউনলোড করার মতো কোনো সুবিধা প্রদান করেনি। কেননা, আপনি যখন আপনার শিশুকে ইপিআই টিকা দিবেন তারপর উক্ত টিকা কেন্দ্র থেকে আপনার শিশুর তথ্য নিয়ে সেই টিকা কার্ড এর মধ্যে হালনাগাদ করা হবে।
আর যখন টিকা কেন্দ্র থেকে আপনার শিশুর তথ্য হালনাগাদ করা হবে তারপর আপনি সেখান থেকে আপনার শিশুর ইপিআই টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে ভবিষ্যতে ইপিআই টিকা কার্ড ডাউনলোড করার সুবিধা চালু করতে পারে।
ইপিআই টিকা নিতে কোনো টাকা দিতে হয় কি?
Shishu tika card: যেহুতু বর্তমান সময়ে বিভিন্ন সেবা অর্থের বিনিময়ে নিতে হয়। সেহুতু অনেকের মনে প্রশ্ন জাগে যে, এই ইপিআই টিকা দিতে কোনো ধরনের অর্থ ব্যয় করার প্রয়োজন হয় কিনা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে, এখন পর্যন্ত আমাদের দেশে একবারে বিনামূল্যে শিশুদের ইপিআই টিকা প্রদান করা হয়। সেজন্য আপনাকে কোনো ধরনের টাকা খরচ করার দরকার হবেনা।
কোন স্থানে ইপিআই টিকা এর সেবা পাওয়া যায়?
Where are EPI vaccination services available: বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ এর মধ্যে বিভিন্ন সেবা কেন্দ্রে ইপিআই টিকা প্রদান করা হয়। আর সে গুলো হলো,
- উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
- মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
- ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্র।
- কমিউনিটি ক্লিনিক
- MFSTC.
- MCHTI.
- বেসরকারি সংস্থার ক্লিনিক।
উপরের তালিকা তে আপনি যে সকল স্থানের নাম দেখতে পাচ্ছেন। উক্ত স্থান গুলোতে আপনি ইপিআই টিকা এর সেবা গ্রহন করতে পারবেন।
ইপিআই টিকার জন্য কি কি কাগজপত্র দরকার হয়?
What documents are required for EPI vaccination: সত্যি বলতে ইপিআই টিকার জন্য আপনার খুব বেশি কাগজপত্র এর দরকার হবেনা। তবে যে কাগজপত্র গুলো আপনার দরকার হবে সে গুলোর তালিকা নিচে দেওয়া হলো। যেমন,
- টিকার স্টক রেজিস্টার।
- শিশু ও গর্ভবতী রেজিস্টার।
- টিকাসংক্রান্ত টার্গেট রেজিস্টার।
- টিকা কার্ড।
- গর্ভবতী কার্ড।
যখন আপনি আপনার শিশুকে ইপিআই টিকা প্রদান করতে যাবেন। তখন আপনার নিকট যে সকল কাগজপত্র এর দরকার হবে সে গুলোর তালিকা উপরে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ সুরক্ষা অ্যাপ টিকা কার্ড সংগ্রহ | সুরক্ষা টিকা কার্ড সনদ সংগ্রহ | সুরক্ষা নিবন্ধন টিকা কার্ড সংগ্রহ
ইপিআই টিকা কয়টি ও কি কি?
How much is the EPI vaccine: উপরের আলোচনা থেকে আমরা ইপিআই টিকা কার্ড ডাউনলোড সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার আমাদের জানতে হবে যে, ইপিআই টিকা কয়টি ও কি কি। তো যদি আপনি আগের দিন গুলোর কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, সেই সময়ে মোট ০৬ টি ইপিআই টিকা প্রদান করা হতো। আর সেগুলো হলো,
- যক্ষ্মা (টিবি) টিকা।
- ডিপথেরিয়া টিকা।
- হুপিংকাশ (পারটুসিস) টিকা।
- ধনুষ্টংকার (টিটেনাস) টিকা।
- পোলিও টিকা।
- হাম টিকা।
কিন্তুু পরবর্তী সময়ে এই টিকার সংখ্যা আরো বাড়তে শুরু করে। কেননা, বর্তমান সময়ে আপনি আমাদের বাংলাদেশের মধ্যে মোট ১০ টি ইপিআই টিকা লক্ষ্য করতে পারবেন। আর এই ধরনের ইপিআই টিকা গুলো একবারে বিনামূল্যে প্রদান করা হয়।
ইপিআই কর্মসূচি কি?
What is the EPI program: সহজ কথায় বলতে গেলে ইপিআই হলো একটি শব্দের সংক্ষেপ যার পূর্ণরুপ হলো, Expanded Program on Immunization. আর এই বিশেষ ইপিআই কর্মসূচি মূলত WHO, UNICEF, Gavi, the Vaccine Alliance এবং PATH এর সহযোগিতায় পরিচালিত হয়। এছাড়াও উক্ত কর্মসূচি পরিচালনা করার জন্য বিশেষ একটি উদ্দেশ্যে আছে। সেটি হলো, চলমান সময়ে পৃথিবীর সকল দেশের শিশুদের উক্ত টিকার আওতায় নিয়ে আসা।
আরো পড়ুনঃ সুরক্ষা সেবা বিভাগ ভ্যাকসিন সার্টিফিকেট
নবজাতকের বিসিজি টিকা কখন দিতে হয়?
When to give newborn BCG vaccination: বিভিন্ন সময় নবজাতক শিশুদের বিসিজি টিকা দেওয়ার পরামর্শ প্রদান করা হয়। তো যদি আপনার শিশুকেও বিসিজি টিকা দেওয়ার জন্য বলা হয় তাহলে আপনার শিশুর বয়স যখন ২৮ দিন হবে ঠিক তখনি আপনার শিশুকে বিসিজি টিকা প্রদান করতে হবে।
আপনার জন্য আমাদের কিছুকথা
ইপিআই টিকা কার্ড ডাউনলোড নিয়ে আজকে বিষদভাবে আলোচনা করা হয়েছে। তো উক্ত আলোচনা তে আমি আপনাদের বলেছি যে, এখন পর্যন্ত আপন অনলাইন থেকে ইপিআই টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন না।
তবে পরবর্তী সময়ে যদি এই সুবিধা প্রদান করা হয়। তাহলে অবশ্যই সেই টিকা কার্ড ডাউনলোড করার উপায় নিয়ে নতুন আর্টিকেল পাবলিশ করা হবে। আর ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।