শিশু টিকা কার্ড ডাউনলোড অনলাইনে ২০২৪
Child Immunization Card Download: ”ইপিআই” হলো একটি শব্দ সংক্ষেপ যার পূর্ণরুপ হলো, Expanded Program on immunization. এটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরিচালনা করা এক ধরনের টিকা দান কর্মসূচি। আর এই কর্মসূচির মূল লক্ষ্য হল, গোটা বিশ্বের মধ্যে থাকা ছোট ছোট শিশুদের উক্ত টিকার মধ্যে অন্তর্ভুক্ত করা। যেন সেই শিশুরা বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে মুক্তি পায় এবং শিশুদের মৃত্যুহার কমে যায়।
বাচ্চাদের টিকার তালিকা | নবজাতকের টিকার তালিকা
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বলতে কি বোঝায়?
Expanded Immunization Program: ”বিশ্ব স্বাস্থ্য সংস্থা” থেকে পরিচালনা করা বিশেষ টিকাদান কর্মসূচির নাম হল, ইপিআই। আর এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, পৃথিবীতে যে সকল শিশু রয়েছে সে সকল শিশুদের যেন কোন ধরনের সংক্রমণ না হয়। এর পাশাপাশি গোটা বিশ্বের শিশু মৃত্যুর হার যেন কমে আসে মূলত সেই লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি কাজ করে আসছে।
আর উক্ত কর্মসূচি আমাদের বাংলাদেশের মধ্যে ১৯৭৯ সালের এপ্রিল মাসের ৭ তারিখে শুরু হয়েছিল। সেই সময় যে সকল কম বয়সী শিশুরা ছিল, তারা যেন যক্ষা, হুপিং কাশি, হাম, পোলিও এবং ধনুষ্টংকার এর মত রোগে আক্রান্ত না হয় সে নিয়ে কাজ শুরু করেছিল।
তবে পরবর্তী সময়ে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে ২০০৩ সালে হেপাটাইটিস রোগের টিকা এবং ২০০৯ সালে হিমোফাইলাস রোগের টিকা প্রদান করা হয়েছে। আর অবাক করার মত বিষয় হলো যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে ২০১৫ সালের পর নিউমেনিয়া রোগের টিকা প্রদান করা হচ্ছে।
আরো পড়ুনঃ সুরক্ষা অ্যাপ টিকা কার্ড সংগ্রহ | সুরক্ষা টিকা কার্ড সনদ সংগ্রহ | সুরক্ষা নিবন্ধন টিকা কার্ড সংগ্রহ
Tika card baby | Shishu tika card download | শিশু টিকা কার্ড
ইপিআই টিকাদান পদ্ধতি গুলো কি কি?
EPI Immunization Method: যখন এই ধরনের ইপিআই টিকা প্রদান করার সময় আসে তখন নির্দিষ্ট স্থানে বিভিন্ন ভাবে এই টিকা কর্মসূচির কার্যক্রম প্রচারণা করা হয়। আর নির্ধারিত দিনে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। তো উক্ত দিনে যদি আপনি আপনার শিশুকে টিকা দিতে চান, তাহলে আপনাকে টিকাদান কেন্দ্রে আসতে হবে এবং সেখানে অবশ্যই আপনার শিশুর রেজিস্ট্রেশন করতে হবে।
আর যখন আপনি আপনার শিশুকে নির্ধারিত দিনে টিকা প্রদান করবেন তখন আপনার সেই শিশুর টিকা কার্ড এর তথ্য হালনাগাদ করা হবে। এছাড়াও প্রতিটি শিশুকে জন্মের ৪৫ দিন পরেই টিকা প্রদান করা হবে। মূলত এই পদ্ধতি অনুসরণ করে ইপিআই টিকা দান কার্যক্রম সম্পন্ন হয়।
শিশুদের টিকা সেবা প্রাপ্তির স্থান সমূহ কোথায়?
এবার আমাদের জানতে হবে যে, শিশুদের টিকা সেবা প্রাপ্তির স্থান সমূহ কোথায়। অর্থ্যাৎ, আপনি কোন স্থান গুলোতে আপনার শিশুর টিকা প্রদান করতে পারবেন। সেই স্থানের নাম গুলো নিচে প্রদান করা হলো। যেমন,
- উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
- মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
- ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্র।
- কমিউনিটি ক্লিনিক।
- MFSTC.
- MCHTI.
- বেসরকারি সংস্থার ক্লিনিক।
উপরে আপনি যে স্থান গুলোর নাম দেখতে পাচ্ছেন সেই স্থান গুলো থেকে আপনি আপনার ছোট্ট শিশুর টিকা দিতে পারবেন।
শিশুদের টিকা দানের শর্তাবলী গুলো কি কি?
যখন আপনি আপনার শিশুর জন্য টিকা গ্রহণ করবেন তখন আপনাকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। আর আপনাকে আসলে যে সকল শর্ত মানতে হবে, সেই শর্ত গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,
- ০ থেকে ১ বছরের মধ্যে শিশুকে টিকা প্রদান করতে হবে।
- যখন আপনার শিশুর বয়স ১৫ মাস থেকে ১৮ মাস হবে। তারপর আপনার শিশুকে হাম এর টিকা প্রদান করতে হবে।
- গর্ভবতী মায়েদের ধনুষ্টংকার এর টিকা প্রদান করতে হবে।
- যদি সেই মহিলার বয়স ১৫ বছর থেকে ৪৯ বছর বয়স হয়। তাহলে উক্ত মহিলা কে টিটি টিকা প্রদান করতে হবে।
তো শিশুদের টিকা দানের ক্ষেত্রে আপনাকে আসলে কোন কোন শর্ত গুলো মানতে হবে। সেই শর্ত গুলো উপরে উল্লেখ করা হয়েছে। এবং আপনি অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন।
শিশু টিকা কার্ড ডাউনলোড অনলাইন
Child Immunization Card Download Online: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে শিশু টিকা কার্ড ডাউনলোড করতে চায়। তো এখন পর্যন্ত অনলাইন থেকে শিশুর টিকা কার্ড ডাউনলোড করার সুবিধা প্রদান করা হয়নি। তবে পরবর্তী সময়ে যদি এই সুবিধা প্রদান করা হয়। তাহলে আপনি কিভাবে শিশু টিকা কার্ড ডাউনলোড করবেন সেই পদ্ধতি গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
বাচ্চাদের টিকা কার্ড ডাউনলোড | Baby tika card bd pdf
শিশু টিকা কার্ড ডাউনলোড – FAQ
Q: ই পি আই টিকা কয়টি ও কি কি?
A: বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সরকার ইপিআই-এর আওতায় মোট ১০টি টিকা বিনামূল্যে দেওয়ার সুযোগ করে দিয়েছে।
Q: EPI বলতে কি বুঝায়?
A: সহজ কথায় বলতে গেলে, EPI (ইপিআই) হল ”বিশ্ব স্বাস্থ্য সংস্থা” – কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচি। যার প্রধান লক্ষ্য হলো সারা পৃথিবীর সকল শিশুকে উক্ত কর্মসূচির অধীন নিয়ে আসা।
Q: ই পি আই এর ১২ টি রোগ কি কি?
A: পারটুসিস, ডিপথেরিয়া, টিটেনাস, হাম, রুবেলা, মাম্পস, যক্ষ্মা, পোলিও, চিকেনপক্স, হেপাটাইটিস এ , হেপাটাইটিস বি ইত্যাদি।
আপনার জন্য কিছু কথা
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, এখন পর্যন্ত শিশু টীকা কার্ড ডাউনলোড করার সুবিধা প্রদান করা হয়নি। এর পাশাপাশি শিশু টিকা কোন সংস্থা পরিচালনা করে এবং তারা কোন কোন রোগ প্রতিরোধ করার জন্য কাজ করে আসছে, সে নিয়ে বিস্তারিত বলেছি।
আশা করি, আজকের লেখা এই আর্টিকেল টি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর আপনি যদি এই ধরনের উপকারী তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।