দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারিত জানুন
Dubai Supermarket Visa: আমাদের বাংলাদেশ থেকে ব্যাপক পরিমান মানুষ দুবাই ওয়ার্ক পারমিট ভিসায় যায়। তারপর সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হয়। তবে সেই কাজ গুলোর মধ্যে অন্যতম হলো, দুবাই সুপার মার্কেট।
অর্থ্যৎ, আপন একজন ভিন্ন দেশের নাগরিক হয়ে। দুবাইয়ের বড় বড় সুপার মার্কেট গুলোতে বিভিন্ন কাজে নিযুক্ত থাকবেন। আর সেই সুপার মার্কেটে কাজ করে অনেক বেশি বেতন সুবিধা নিতে পারবেন।
তো আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দুবাই সুপার মার্কেট ভিসা সম্পর্কে বিস্তারত বলবো।
দুবাই সুপার মার্কেট ভিসার জন্য আবেদন করতে যায় কি?
সত্যি বলতে দুবাই সুপার মার্কেট ভিসা বলতে কোনো ভিসা নেই। তবে যখন দুবাই এর বিভিন্ন সুপার মার্কেট এর মধ্যে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়। তখন আপনি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো তে আবেদন করতে পারবেন।
আর যখন তারা যাচাই বাচাই করে আপনাকে নিয়োগ প্রদান করবে। তখন আপনি ওয়ার্ক পারমিট ভিসায় দুবাই যেতে পারবেন। তারপর আপনি তাদের সুপার মার্কেটে নির্দিষ্ট কাজ করতে পারবেন।
মূলত দুবাই এর মধ্যে এই ধরনের ভিসা কে বলা হয়, দুবাই সুপার মার্কেট ভিসা। কিন্তুু অফিশিয়ালি ভাবে আপনাকে যে ভিসা প্রদান করা হবে। তাকে দুবাই, ওয়ার্ক পারমিট ভিসা বলা হবে।
আরো পড়ুনঃ দুবাই ভিজিট ভিসা ফর বাংলাদেশী
দুবাই সুপার মার্কেটে কি কি কাজ করা হয়?
আমরা সকলেই জানি যে, সুপার মার্কেট গুলোতে বিভিন্ন ধরনের কাজ করা হয়। আর আপনি যখন দুবাই মতো উন্নত শহরের সুপার মার্কেটে কাজ করার সুযোগ পাবেন। তখন আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।
আর বর্তমান সময়ে দুবাই সুপার মার্কেটে যেসব কাজের চাহিদা আছে। সেই কাজ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। যেমন,
- ক্যাশিয়ার এর কাজ
- স্টোর কিপার এর কাজ
- নিরাপত্তা কর্মী
- কাস্টমার সার্ভিস প্রতিনিধি
- ডেলিভারি ড্রাইভার
- ক্লিনার
তো বর্তমান সময়ে দুবাই এর সুপার মার্কেট গুলোতে যেসব কাজের চাহিদা আছে। সেই কাজের তালিকা গুলো উপরে দেখতে পাচ্ছেন। আর আপনার যদি যোগ্যতা থাকে। তাহলে আপনিও এই কাজ গুলোতে নিযুক্ত থাকতে পারবেন।
আরো পড়ুনঃ দুবাই মাল্টিপল ভিসা খরচ | দুবাই মাল্টিপল ভিসা ৫ ইয়ার্স
দুবাই সুপার মার্কেটের কাজের বেতন কেমন?
সত্যি বলতে কোনো একটি দেশে কাজ করে আপনি কেমন বেতন পাবেন। তার সম্পূর্ণটাই নির্ভর করে আপনার কাজ করার দক্ষতা ও অভিজ্ঞতার উপর।
ঠিক তেমনি ভাবে আপনি যখন দুবাই সুপার মার্কেটে কোনো কাজে নিযুক্ত থাকবেন। তখন আপনার কাজ এর দক্ষতার উপর ভিত্তি করে ঘন্টা প্রতি হিসেবে বেতন প্রদান করা হবে।
আর বর্তমান সময়ে দুবাই এর সুপার মার্কেট গুলোতে চাহিদা সম্পন্ন কাজে। কি পরিমান বেতন প্রদান করা হয়। তার একটি প্রাথমিক ধারনা নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- ক্যাশিয়ারদের বেতন প্রতি ঘন্টা AED 8-10
- স্টোর কিপারদের বেতন প্রতি ঘন্টা AED 10-12
- ডেলিভারি ড্রাইভারদের বেতন প্রতি ঘন্টা AED 12-14
- কাস্টমার সার্ভিস প্রতিনিধিদের বেতন প্রতি ঘন্টা AED 14-16 এবং
- নিরাপত্তা কর্মীদের বেতন প্রতি ঘন্টা AED 16-18
তবে এই বেতনের পরিমান আরো কম বা বেশি হতে পারে। কেননা, আমি শুরুতেই বলেছি যে, আপনার বেতন আপনার নিজের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে।
আরো পড়ুনঃ দুবাই বিজনেস ভিসা কি? আবেদন করার প্রক্রিয়া দেখুন
দুবাই সুপার মার্কেটে কাজ করতে কি কি যোগ্যতা লাগে?
যখন আপনাকে কোনো একটি সুপার মার্কেট থেকে নিয়োগ করা হবে। তখন তাদের মার্কেটে কাজ করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। সেটি সেই সুপার মার্কেট কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
কেননা, দুবাই এর মধ্যে থাকা সব সুপার মার্কেটে কাজের দক্ষতা ভিন্ন ভিন্ন হয়। যেমন, কিছু কিছু সুপার মার্কেট আছে। যাদের নিকট কাজ করতে হলে, আপনার ভালো ইংরেজি জানতে হবে, মেশিন চালানো শিখতে হবে।
আবার কিছু কিছু সুপার মার্কেট প্রতিষ্ঠান আছে। যারা আপনাকে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ প্রদান করবে। তাই যোগ্যতা সম্পর্কে ষ্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
আরো পড়ুনঃ দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২৩
আপনার জন্য কিছুকথা
তো যারা দুবাই সুপার মার্কেটে কাজ করতে চান। তাদের দুবাই সুপার মার্কেট ভিসা আবেদন সম্পর্কে পরিস্কার ধারনা রাখা দরকার।
যদি আপনি সহজ ভাষায় সেই বিষয় গুলো জানতে চান। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর এতক্ষন ধরে আমার লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।