আমেরিকান ডিবি লটারি ২০২৪ ( আপডেট তথ্য)
American DV Lottery 2024: আমেরিকা ডিভি লটারি নিয়ে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রশ্ন আছে। কেননা, অনেক মানুষের ধারনা ”বাংলাদেশ থেকে ডিভি লটারি আবেদন” করা যাবে। আবার অনেকেই বলছেন যে, আমাদের বাংলাদেশ ডিভি লটারির জন্য কোনো প্রকারের আবেদন করতে পারবে না। তো এই সকল বিষয় গুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্যই মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।
আর আপনি যদি আমেরিকান ডিভি লটারি তে জন্য আবেদন করতে চান। তাহলে আপনার জন্য আজকের এই আর্টিকেল টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আর দেরি না করে চলুন, সরাসরি মূল টপিকে ফিরে যাওয়া যাক।
আমেরিকান ডিবি লটারি বলতে কি বোঝায়?
সবার শুরুতে আমাদের জানতে হবে যে, আমেরিকান ডিভি লটারি বলতে কি বোঝায়। তো এটি হলো বিশেষ এক ধরনের আমেরিকান ভিসা প্রোগ্রাম। যাকে এক কথায় বলা হয়, ডাইভার্সিটি ভিসা (Diversity Visa) যার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে অভিবাসন এর সুযোগ প্রদান করা হয়। তবে এই লটারির মাধ্যমে শুধুমাত্র সেইসব দেশের মানুষদের সুযোগ দেওয়া হয় যে দেশ গুলোতে খুব কম সংখ্যক মানুষ আমেরিকাতে অভিবাসন এর সুযোগ পেয়েছে।
আরো পড়ুনঃ আমেরিকার সাপ্তাহিক ছুটির দিন কোনটি?
ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ (আপডেট)
২০২৪ সালের আমেরিকান ডিভি লটারি থেকে আমাদের বাংলাদেশ কে বাদ দেওয়া হয়েছে। যার কারণে আপনি চলতি বছরে এই লটারিতে অংশগ্রহন করতে পারবেন না। এর কারন হলো, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষ আমেরিকাতে অভিবাসন নিয়েছে।
বাংলাদেশ থেকে কি আমেরিকান ডিভি লটারির জন্য আবেদন করা যাবে?
দুঃখজনক হলেও সত্যে যে, আমেরিকান ডিভি লটারি ২০২৪ এর মধ্যে আমাদের বাংলাদেশ এর কোনো নাম নেই। এর কারণ হলো, আমাদের বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ আমেরিকাতে অভিবাসন এর সুযোগ পেয়েছে। সেজন্য আর নতুন করে আমাদের দেশের মানুষদের এই লটারিতে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছেনা।
যার ফলে আপনি চাইলে ২০২৪ সালে আয়োজিত হওয়া এই ডিভি লটারিতে বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না। তবে যদি আমাদের বাংলাদেশ উক্ত লটারিতে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়। তাহলে আপনি সঠিক নিয়ম মেনে আমেরিকা ডিভি লটারিতে আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ কোপা আমেরিকার ইতিহাস (আপডেটেড)
ডিভি লটারিতে আবেদন করার যোগ্যতা
যেহুতু আপনি আমাদের বাংলাদেশ থেকে আমেরিকান ডিভি লটারি তে আবেদন / রেজিষ্ট্রেশন করতে চান। সেহুতু সবার আগে আপনাকে জানতে হবে যে, উক্ত লটারি তে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে। তো আবেদন করতে যে সকল প্রয়োজনীয় যোগ্যতার দরকার হবে সেই বিষয় গুলো নিচের তালিকায় দেওয়া হলো। যেমন,
- একটি যোগ্য দেশের নাগরিক হতে হবে।
- বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক স্কুল বা সমমানের হতে হবে।
- ইংরেজি ভাষা বুঝতে এবং বলতে সক্ষম হতে হবে।
মূলত আপনি যখন ডিভি লটারিতে আবেদন করতে চাইবেন তখন প্রাথমিক ধাপে আপনার যে সকল যোগ্যতা থাকতে হবে সে গুলোর তালিকা উপরে প্রদান করা হয়েছে। তবে এর বাইরেও আপনার আরো অনেক ডকুমেন্টস এর দরকার হবে। যেগুলো আপনি কর্তৃপক্ষ থেকে জানতে পারবেন।
আরো পড়ুনঃ কোপা আমেরিকা কত বছর পর পর হয়?
ডিভি লটারির আবেদন করার উপায়
এতক্ষনের আলোচনায় আমরা ডিভি লটারি সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার আমাদের জানতে হবে যে, কিভাবে আপনি আমাদের বাংলাদেশ থেকে আমেরিকান ডিভি লটারি আবেদন করতে পারবেন।
তো আপনি চাইলে নিজের ঘরে বসে ডিভি লটারির জন্য আবেদন করতে পারবেন। সেজন্য আপনাকে ডিভি লটারির মূল ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে। আর উক্ত ওয়েবসাইট এর লিংক নিচে প্রদান করা হলো। যেমন,
আমেরিকা ডিভি লটারি রেজিষ্ট্রেশন লিংকঃ https://www.dvlottery.com/register
আর যখন আপনি উপরের লিংকে ক্লিক করবেন। তারপর আপনি আপনার যাবতীয় তথ্য গুলো অনলাইনে প্রদান করতে পারবেন। আর যখন আপনি এখানে আপনার প্রয়োজনীয় তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করবেন। তখন আপনি সফলভাবে আপনার আমেরিকান ডিভি লটারি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
ডিভি লটারি 2024 যোগ্য দেশ এর তালিকা
২০২৪ সালের মধ্যে যেসব দেশ ডিভি লটারির জন্য যোগ্য সেই দেশের নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। আর উক্ত তালিকাটি সময়ের সাথে সাথে আপডেট করা হবে। যাতে করে আপনি সঠিক তথ্য জানতে পারেন।
এশিয়া থেকে ডিভি লটারি যোগ্য দেশ ২০২৪ | |||
বাহরাইন | কম্বোডিয়া | ইন্দোনেশিয়া | জাপান |
ভুটান | আফগানিস্তান | লেবানন | ইসরায়েল |
ইরান | ইরাক | মালয়েশিয়া | শ্রীলঙ্কা |
কুয়েত | জর্ডান | মালদ্বীপ | ম্যাকাও এসএআর |
ওমান | সংযুক্ত আরব আমিরাত | উত্তর কোরিয়া | ইয়েমেন |
নেপাল | মায়ানমার (বার্মা) | তাইওয়ান | ব্রুনাই |
লাওস | কাতার | তিমুর-লেস্টে | মঙ্গোলিয়া |
সিরিয়া | থাইল্যান্ড | সৌদি আরব | সিঙ্গাপুর |
ইউরোপ, মধ্য এশিয়া ডিভি লটারি যোগ্যদেশ ২০২৪ | |||
আলবেনিয়া | জার্মানি | স্লোভেনিয়া | নেদারল্যান্ডস |
আইসল্যান্ড | অস্ট্রিয়া | অজারবাইজান | ফিনল্যান্ড |
মোল্দাভিয়া | অ্যান্ডোরা | মাল্টা | স্পেন |
আয়ারল্যান্ড | সুইজারল্যান্ড | এস্তোনিয়া | নরওয়ে |
রোমানিয়া | জর্জিয়া | পোলান্ড | বুলগেরিয়া |
রাশিয়া | লিচেনস্টেইন | হাঙ্গেরি | লিথুয়ানিয়া |
মন্টিনিগ্রো | বসনিয়া ও হার্জেগোভিনা | পর্তুগাল | গ্রীস |
বেলজিয়াম | ডেনমার্ক | সার্বিয়া | সুইডেন |
বেলারুশ | ইতালি | ক্রোয়েশিয়া | ফ্রান্স |
লাটভিয়া | স্লোভাকিয়া | চেক প্রজাতন্ত্র | লুক্সেমবার্গ |
সাইপ্রাস | আর্মেনিয়া |
আফ্রিকা মহাদেশের ডিভি লটারি যোগ্যদেশ ২০২৪ | |||
সোমালিয়া | অ্যাঙ্গোলা | কেনিয়া | নাইজেরিয়া |
ক্যামেরুন | রিয়েউনিয়ন | গ্যাবন | উগান্ডা |
জাম্বিয়া | দক্ষিণ সুদান | ঘানা | রুয়ান্ডা |
লিবিয়া | নাইজার | সুদান | টোগো |
লাইবেরিয়া | জিম্বাবুয়ে | তানজানিয়া | মাদাগাস্কার |
লেসোথো | মরিশাস | মোজাম্বিক | গাম্বিয়া |
ইথিওপিয়া | দক্ষিণ আফ্রিকা | জিবুতি | সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র |
মালি | কোমোরোস | কঙ্গো প্রজাতন্ত্র | মায়োট |
কঙ্গো | বুরুন্ডি | চাদ | বেনিন |
আমেরিকা ডিভি লটারি যোগ্যদেশ ২০২৪ | |||
উরুগুয়ে | ত্রিনিদাদ এবং টোবাগো | সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স | সিয়েরা লিওনে |
ডোমিনিকান প্রজাতন্ত্র | সেন্ট পিয়ার ও মিকেলোন | সেন্ট লুসিয়া | সালোমন দ্বীপপুঞ্জ |
এল সালভাদোর | চিলি | সেন্ট কিটস এবং নেভিস | ডোমিনিকা |
ব্রুনেই | বাহামা | বেলিজ | ব্রাজিল |
কিউবা | কোস্টা রিকা | বার্বাডোস | কসোভো |
কলম্বিয়া | ইকুয়েডর | আর্জেন্টিনা | বলিভিয়া |
ওশেনিয়া ডিভি লটারি যোগ্যদেশ ২০২৪ | |||
পাপুয়া নিউ গিনি | নাউরু | টুভালু | মাইক্রোনেশিয়া |
টঙ্গা | ভ্যানুয়াতু | নিউজিল্যান্ড | সলোমন দ্বীপপুঞ্জ |
সামোয়া | কিরিবাতি | ফিজি | অস্ট্রেলিয়া |
আপনার জন্য আমাদের কিছুকথা
দেখুন আমেরিকা ডিভি লটারির বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভর করে। তাই তারা যে সিন্ধান্ত নিবে সেই সিন্ধান্ত কে চুড়ান্ত বলে বিবেচনা করা হবে। তাই আপনাকে প্রতিনিয়ত এই ডিভি লটারির আপডেট বিষয় গুলোতে চোখ রাখতে হবে।
আর আপনি যদি উক্ত আপডেট তথ্য গুলো সবার আগে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।