22 ক্যারেট গোল্ড রেট সৌদি
22 carat gold rate Saudi: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত জানতে চায় যে, 22 ক্যারেট গোল্ড রেট সৌদি কত। তো আপনিও যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আপনি একবারে সঠিক জায়গাতে চলে এসেছেন। কেননা, আজকে আমি আপনাকে সৌদি আরব এর বিভিন্ন শহরের ২২ ক্যারেট গোল্ড রেট এর দাম জানিয়ে দিবো।
22 ক্যারেট গোল্ড রেট সৌদি
আমরা সকলেই জানি যে, সোনার দাম প্রতিদিন এক রকম থাকেনা। আর প্রতিদিন সোনার যে রেট থাকে। সেই রেট হিসেবে সারাদেশে সোনা বিক্রি করা হয়ে থাকে। তো আজকের দিনে সৌদি আরব এর মধ্যে কি রেটে সোনা বিক্রি করা হবে। সেই রেট এর তালিকা নিচে প্রদান করা হলো।
22 carat gold rate Saudi – 22 ক্যারেট গোল্ড রেট সৌদি | |
বিভিন্ন শহরের নাম | ২২ ক্যারেট সোনার দাম |
আভা | SAR ﷼227.00 |
ইয়ানবু | SAR ﷼227.00 |
তাবুক | SAR ﷼227.00 |
টা যদি | SAR ﷼227.00 |
রিয়াদ | SAR ﷼227.00 |
কতিফ | SAR ﷼227.00 |
নাজরান | SAR ﷼227.00 |
মদীনা | SAR ﷼227.00 |
মক্কা | SAR ﷼227.00 |
খোবর | SAR ﷼227.00 |
খারজ | SAR ﷼227.00 |
খামিস মুশাইত | SAR ﷼227.00 |
জুবাইল | SAR ﷼227.00 |
জেদ্দা | SAR ﷼227.00 |
হাফুফ | SAR ﷼227.00 |
হাফর আল বাটিন | SAR ﷼227.00 |
আরো পড়ুনঃ হলমার্ক সোনা চেনার উপায়
সৌদি আরবের সোনার দাম ভারতের থেকে কম নাকি বেশি?
অনেকের মনে প্রশ্ন জাগে যে, সৌদি আরবের সোনার দাম ভারতের থেকে কম নাকি বেশি। আর আপনিও যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আমি আপনাকে বলবো যে, ভারতের তুলনায় সৌদি আরবের সোনার দাম অনেক কম। অর্থ্যৎ আপনি ভারতের তুলনায় সৌদি আরব এর মধ্যে অনেক সস্তায় সোনা কিনতে পারবেন।
সৌদিতে প্রতি গ্রাম সোনার দাম কত?
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ভারতের চাইতে সৌদি আরবে সোনার দাম অনেক কম। তো এই কম দাম হিসেবে সৌদিতে প্রতি গ্রাম সোনার দাম কত। সে সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। তো বর্তমান সময়ে সৌদি আরব এর সোনার দাম হিসেবে প্রতি ০১ গ্রাম সোনার দাম নির্ধারন করা হয়েছে 236.73 সৌদি রিয়াল।
আরো পড়ুনঃ ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম কত? | ২২ ক্যারেট স্বর্ণ চেনার উপায়
কোন দেশে সবচেয়ে ভালো মানের সোনা পাওয়া যায়?
যেহুতু আপনি সোনার দাম সম্পর্কে জানতে এসেছেন। সেহুতু আপনাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জেনে নিতে হবে। আর সেটি হলো, বর্তমান বিশ্বের কোন দেশে সবচেয়ে ভালো সোনা পাওয়া যায়। তা আমাদের জেনে রাখা দরকার। আর আপনি যদি উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে বলবো যে, বর্তমান সময়ে সুইজারল্যান্ড এর মধ্যে সবচেয়ে ভালো মানের সোনা কিনতে পাওয়া যায়।
আর আপনি যদি সুইজারল্যান্ড থেকে সোনা কিনে নেন। তাহলে আপনাকে আর সোনার বিশুদ্ধতা নিয়ে তেমন ভাবতে হবেনা। তবে সুইজারল্যান্ড এরপরে আরো এমন অনেক দেশ আছে। যে দেশ গুলোতে সবচেয়ে ভালো মানের সোনা কিনতে পাওয়া যায়।
যেমন আপনার যদি সুইজারল্যান্ড থেকে সোনা কেনা সম্ভব না হয়। তাহলে আপনি স্কটল্যান্ড থেকে আপনার প্রয়োজন মতো বিশুদ্ধ সোনা কিনে নিতে পারবেন। কেননা, এই দেশেও অনেক কম দামে বিশুদ্ধ সোনা কিনতে পাওয়া যায়।
আরো পড়ুনঃ জেদ্দা আজকের সোনার দাম কত?
দুবাইয়ের সোনা সৌদি আরবের সোনার মধ্যে কোনটি ভালো?
আপনি যদি সৌদি আরবের সোনার সাথে দুবাই এর সোনার তুলনা করেন। তাহলে আমি দুবাই এর সোনা কে সবচেয়ে বেশি প্রাধান্য দিবো। কারণ, আমাদের মধ্যে যে সকল মানুষ খাঁটি সোনা কিনতে চায়। তাদের জন্য দুবাই এর সোনা হবে সবচেয়ে উপযুক্ত। সেইসাথে দুবাই এর যে সোনার বাজার আছে। সেটি সবচেয়ে সংগঠিত ও নিয়ন্ত্রিত।
আপনার জন্য আমাদের কিছুকথা
আপনারা যারা 22 ক্যারেট গোল্ড রেট সৌদি সম্পর্কে জানতে চান। আশা করি, তারা আজকের আর্টিকেল থেকে উক্ত বিষয়টি সম্পর্কে জানতে পারছেন। তো আপনি যদি বিভিন্ন দেশের সোনার আপডেট দাম সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন।
আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।