১০০০০ টাকার মধ্যে কোন মোবাইল ভালো হবে?

Which mobile will be better within ten thousand taka: আপনাদের যাদের ফোন কেনার বাজেট মাত্র ১০ হাজার টাকা। তারা জানতে চায় যে, ১০০০০ টাকার মধ্যে কোন মোবাইল ভালো হবে কিনা। আর যারা এমন প্রশ্ন করেন তাদের বলবো যে, আপনি ১০ হাজার টাকা দিয়ে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল কিনতে পারবেন।

আর আজকে আমি আপনাকে এমন সব উন্নত ফিচার সমৃদ্ধ মোবাইল সম্পর্কে বলবো। যে মোবাইল গুলো আপনি মার্কেট থেকে ১০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। তো আর দেরী কেন, চলুন সেই মোবাইল গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১০০০০ টাকার মধ্যে কোন মোবাইল ভালো হবে?

বর্তমান সময়ে মোবাইল কোম্পানি গুলো যথেষ্ট চেস্টা করছে যেন, কম বাজেটের মধ্যে গ্রাহকদের মানসম্মত মোবাইল দেওয়া যায়। আর তাদের এই চেষ্টার ফলে বর্তমান মোবাইল মার্কেট গুলোতে যেসব নতুন নতুন ফিচার সমৃদ্ধ মোবাইল পাওয়া যাচ্ছে। সেগুলো নিয়ে নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।

01- Symphony Z60

এই মোবাইল টি আপনি আমাদের বাংলাদেশ এর মধ্যে মোট ০২ টি ভ্যারিয়েন্টে পাবেন। তার মধ্যে একটি ভ্যারিয়েন্ট হলো, ৩/৬৪ জিবি আর অন্য আরেকটি ভ্যারিয়েন্ট হলো ৪/৬৪ জিবি। আর আপনি যদি প্রথম ভ্যারিয়েন্ট (৩/৬৪) জিবির মোবাইল টি ক্রয় করতে চান। তাহলে আপনি মাত্র ৯,৯৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

এই মোবাইলের মধ্যে ৬.৫২ ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যে মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি হলো ৫০০০ mAh. আর আপনার মোবাইল কে দ্রুত চার্জ করার জন্য আপনি পাবেন 18W এর ফাস্ট চার্জিং সুবিধা।

আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই মোবাইলে থাকা ক্যামেরা। যেখানে আপনি পেছনের ক্যামেরায় মোট ৫২+২ মেগাপিক্সেল সুবিধা পাবেন। এছাড়াও এই মোবাইলের সেলফি ক্যামেরা হিসেবে ০৮ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। 

02 – Xiaomi Redmi A1

আপনারা যারা শাওমি কোম্পানির মোবাইল ব্যবহার করতে পছন্দ করেন। তারা তাদের বাজেটের মধ্যে Xiaomi Redmi A1 মোবাইল টি কিনে নিতে পারবেন। কেননা, বর্তমান বাংলাদেশের মোবাইল মার্কেট গুলো থেকে মাত্র ৮,৯৯৯ টাকা দিয়ে চমৎকার এই মোবাইল টি কেনা সম্ভব হচ্ছে।

যে মোবাইল এর মধ্যে আপনি র‌্যাম হিসেবে পাবেন ২ জিবি আর স্টোরেজ হিসেবে পাবেন মোট ৩২ জিবি। আর ডিসপ্লে হিসেবে থাকবে ৬.৫২ ইঞ্চির একটি এইডি ডিসপ্লে। তবে এই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন একটা ভাবতে হবেনা। কেননা, উক্ত মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি হলো, ৫০০০ mAh. যার সাথে আপনি একটা 10W ফাস্ট চার্জার পাবেন।

আর ক্যামেরার কোয়ালিফিকেশন হিসেবে উক্ত মোবাইলের পেছনের ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে পাবেন মোট ০৫ মেগাপিক্সেল। যার মাধ্যমে আপনি এইচডি রেকর্ডিং করার সুবিধা পাবেন।

03 – Realme C30

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল কোম্পানি হলো রিয়েলমি। আর উক্ত কোম্পানি থেকে Realme C30 মডেল এর নতুন একটি ফোন লঞ্চ করা হয়েছে। যেটি আপনি আমাদের বাংলাদেশি টাকায় মাত্র ৯,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন।

উক্ত মোবাইল এর মধ্যে আপনি ৬.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে পাবেন। যার মধ্যে ব্যাক ক্যামেরা হিসেবে থাকবে মোট ০৮ মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ০৫ মেগাপিক্সেল। আর ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে এই মোবাইলে ৫,০০০ mAh যুক্ত করা হয়েছে। সেইসাথে আপনি পাবেন একটি 10W  এর ফাস্ট চার্জার।

04 – Symphony ATOM 4

বর্তমান সময়ে আপনি মোট ৮,৬৯৯ টাকায় সিম্ফনি কোম্পানির Symphony ATOM 4 মডেল এর মোবাইল টি ক্রয় করতে পারবেন। উক্ত মোবাইলের মধ্যে আপনি ৬.৫৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে সুবিধা পাবেন। সেইসাথে থাকবে ০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ০৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এর পাশাপাশি ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকবে ৫,০০০ mAh এর একটি ব্যাটারি। যার সাথে আপনি 10W একটি ফাস্ট চার্জার পাবেন।

আরো পড়ুনঃ 10000 টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি?

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনারা যারা ভাবছেন যে, ১০০০০ টাকার মধ্যে কোন মোবাইল ভালো হবে কিনা। তাদের বলবো আপনি আজকের শেয়ার করা মোবাইল গুলো কেনার চেষ্টা করবেন। আশা করি, এই মোবাইল গুলো আপনার কাছে অনেক ভালো লাগবে।

আর আপনি যদি এমন ধরনের নতুন নতুন মোবাইল সম্পর্কে আপডেট তথ্য জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *