10000 টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি?
Which is the best mobile within ten thousand taka?: যদি আপনি নতুন একটি মোবাইল কিনতে চান। তাহলে অবশ্যই আপনাকে যাচাই বাচাই করার পর কিনতে হবে। কেননা, একটি মোবাইল শুধুমাত্র ০১ কিংবা ০২ মাসের জন্য কেনা হয়না। বরং আপনি সেই মোবাইল টি কয়েক বছর ব্যবহার করার জন্যই কিনবেন। তাই মোবাইল কেনার আগে অবশ্যই আপনাকে যাচাই বাচাই করে একটি মোবাইল কিনতে হবে।
আর আজকে আমি আপনাকে ১০ হাজার টাকার কিছু মোবাইল নিয়ে কথা বলবো। যে মোবাইল গুলোর মধ্যে এমন সব প্রিমিয়াম ফিচার আছে, যা দেখে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক, 10000 টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি।
10000 টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি?
এবার আমি আপনাকে বেশ কিছু মোবাইল নিয়ে বিস্তারিত বলবো। যে মোবাইল গুলো আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। আর আপনার মোবাইল কেনার বাজেট যদি ১০ হাজার টাকা হয়। তাহলে আপনি নিচে শেয়ার করা এই মোবাইল গুলোকে ক্রয় করতে পারবেন। যেমন,
01 – itel A60S
যখন আপনি কোনো নতুন একটি মোবাইল ফোন কিনবেন। তখন সেই ফোনের মধ্যে থাকা ব্যাটারির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আর এই বিষয়টিকে মাথায় রেখেই আইটেল কোম্পানি থেকে itel A60S মডেলের মোবাইল টি মার্কেটে লঞ্চ করা হয়েছে।
যে মোবাইল এর মধ্যে আপনি মোট ৫০০০mAh এর ব্যাটারি সুবিধা পাবেন। এছাড়াও উক্ত মোবাইল এর ডিসপ্লে সাইজ হলো ৬.৬ ইঞ্চি। আর উক্ত মোবাইলের মধ্যে Octa Core – UniSoC SC9863A প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনি স্মুথলি এই মোবাইলকে ব্যবহার করতে পারবেন।
এই ফিচার গুলোর পাশাপাশি আপনি পাবেন ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সহো ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই উন্নত ফিচার যুক্ত মোবাইল টি আপনি মাত্র ৮,৯৯০ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।
02 – Infinix Smart 7
বর্তমান মোবাইল মার্কেটি গুলোতে Infinix Smart 7 মোবাইলটি মোট ০২ টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো, 3/64 GB আর অন্য আরেকটি ভ্যারিয়েন্ট হলো 4|64 GB এর। আর আপনি এই দুই ধরনের ভ্যারিয়েন্ট এর মোবাইলে পাবেন মোট ৫,০০০ mAh এর ব্যাটারি। যার ফলে আপনাকে চার্জিং নিয়ে তেমন ভাবতে হবেনা।
এছাড়াও আপনি ১৩+০.৩ মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরার সুবিধা পাবেন। সেইসাথে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে মোট ০৫ মেগাপিক্সেল। আর এই উন্নত কোয়ালিফিকেশন এর মোবাইল টি আপনি ৯,৪৯৯ টাকা থেকে ১০,৪৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।
03 – Infinix Smart 6 Plus
আপনারা যারা সাধারন ভাবে মোবাইল ব্যবহার করেন। তাদের জন্য উপযুক্ত একটি মোবাইল হবে Infinix Smart 6 Plus. যেখানে আপনি র্যাম হিসেবে পাবেন ২ জিবি ও স্টোরেজ হিসেবে পাবেন মোট ৬৪ জিবি। এছাড়াও ব্যাটারির ক্ষমতা হিসেবে থাকবে ৫,০০০ mAh.
আর পেছনের ক্যামেরায় পাবেন ৮+০.৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা হিসেবে থাকবে মোট ৫ মেগাপিক্সেল। তো যদি আপনি বর্তমান সময়ে এই মোবাইল টি ক্রয় করতে চান। তাহলে আপনি আমাদের দেশের মোবাইল মার্কেট গুলোতে ৯,৯৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।
04 – Xiaomi Redmi A1
এটি হলো আজকের আলোচনার সর্বশেষ একটি মোবাইল। যে মোবাইল টি আপনি মোট ৮,৯৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। তবে বলে রাখা ভালো যে, উক্ত মোবাইলের মধ্যে আপনি কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট এর অপশন দেখতে পারবেন না। আর ফিঙ্গারপ্রিন্ট না থাকলেও এই মোবাইলের স্পেসিফিকেশ যথেষ্ট ভালো।
কারণ এই মোবাইলের মধ্যে ৫,০০০ mAh এর ব্যাটারি রয়েছে। সেইসাথে র্যাম হিসেবে ২ জিবি ও স্টোরেজ হিসেবে মোট ৩২ জিবি রয়েছে। এর পাশাপাশি সামনের ও পেছনের ক্যামেরায় যথাক্রমে ৮ ও ৫ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে।
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, যদি আপনার মোবাইল কেনার বাজেট ১০ হাজার টাকা হয়। তাহলে আপনার জন্য ১০ হাজার টাকায় কোন মোবাইল ভালো হবে। সেই মোবাইল গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো আপনি যদি আরো ১০ হাজার টাকার ভালো মোবাইল সম্পর্কে জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন।