বাংলাদেশের সর্বশেষ জি আই পণ্য কোনটি?

Which is the latest GI product of Bangladesh?: ২০২৩ সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের সর্বশেষ ১৭ টি জি আই স্বীকৃত পন্য আছে। তবে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ এর মধ্যে সর্বশেষ জি আই পন্যের নাম হলো, নাটোরের কাঁচাগোল্লা। যেটি মূলত ২০২৩ সালের মার্চ মাসের ৩০ তারিখ নাটোর জেলা প্রশাসন থেকে আবেদন করা হয়েছিলো।

তবে আমাদের বাংলাদেশের সর্বশেষ জি আই পন্যের নাম জানার পাশাপাশি। জি আই সম্পর্কিত আমাদের আরো অনেক কিছু জানার প্রয়োজন। আর এবার আমি আপনাকে সেই প্রয়োজনীয় বিষয় গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।

জি আই কি? | জি আই পন্য কাকে বলে?

সত্যি বলতে জি আই কে ভিন্নভাবে সংঙ্গায়িত করা সম্ভব। তবে সহজ কথায় বলতে গেলে, যখন কোনো একটি নির্দিষ্ট দেশের মধ্যে থাকা পানি, মাটি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতার মাধ্যমে কোনো ধরনের পন্যের উৎপাদন করা হয়। মূলত তাকে বলা হয়, জি আই পন্য। এছাড়াও উক্ত দেশের ভৌগলিক নির্দেশক কে বলা হবে জি আই।

আরো পড়ুনঃ জি আই পণ্য ২০২৩ তালিকা জেনে নিন

জিআই অর্থ কি?

একটা বিষয় আমাদের জেনে রাখা ভালো যে, জি আই মূলত বিশেষ এক ধরনের নাম বা চিহ্ন। যার মাধ্যমে নির্দিষ্ট ভৌগলিক কোনো স্থানের উৎপাদিত পন্যের নির্দেশিকা প্রদান করে। আর সেটি হতে পারে কোনো দেশ, কোনো নির্দিষ্ট স্থান কিংবা নির্দিষ্ট কোনো শহর।

জি আই পণ্য ২০২৩ তালিকা বাংলাদেশ

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম, জি আই কি। তো আমরা জানি যে, বর্তমান সময় পর্যন্ত আমাদের দেশের মধ্যে মোট ১৭ টি জি আই পন্য আছে। আর বিভিন্ন সময় আমাদের সেই পন্য গুলোর নাম জানার প্রয়োজন হয়।

তো এই প্রয়োজনের সময় আপনি যেন সঠিক পন্য গুলো সর্ম্পকে জানতে পারেন। সে কারনে এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকায় বাংলাদেশ এর সকল জি আই পন্য গুলোর নাম দেখতে পারবেন। যেমন,

  1. জামদানি শাড়ী
  2. বাংলাদেশ ইলিশ
  3. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম
  4. বিজয়পুরের সাদা মাটি
  5. দিনাজপুর কাটারীভোগ
  6. বাংলাদেশ কালিজিরা
  7. রংপুরের শতরঞ্জি
  8. রাজশাহী সিল্ক
  9. ঢাকাই মসলিন
  10. রাজশাহী-চাপাইনবাবগঞ্জের ফজলি আম
  11. বাংলাদেশের বাগদা চিংড়ি
  12. বাংলাদেশের শীতল পাটি
  13. বগুড়ার দই
  14. শেরপুরের তুলশীমালা ধান
  15. চাঁপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম
  16. চাঁপাই নবাবগঞ্জের আশ্বিনা আম
  17. নাটোরের কাঁচাগোল্লা

উপরের তালিকায় আপনি মোট ১৭ টি পন্যের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই পন্য গুলো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে জি আই এর স্বীকৃতি অর্জন করতে পেরেছে।

আরো পড়ুনঃ ইলেকট্রিক সামগ্রী তালিকা

11 তম জিআই পণ্য কোনটি?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, 11 তম জি আই পন্য কোনটি। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে আপনার জেনে রাখা উচিত যে, বাংলাদেশের 11 তম জি আই পন্যের নাম হলো, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি।

আর সময়ের সাথে সাথে এই সাদা মাটির চাহিদা কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। কেননা, এই সাদা মাটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের পন্য তৈরি করতে পারি। যেমন, সিরামিকের গ্লাস, বাসন, টাইলস ইত্যাদি।

১৭ তম জি আই পণ্য কোনটি?

বিভিন্ন সময় আমাদের জানার প্রয়োজন হয় যে, ১৭ তম জি আই পন্য কোনটি। তো যদি আপনার এই বিষয়টি সম্পর্কে জানা না থাকে। তাহলে শুনে নিন, আমাদের বাংলাদেশের ১৭ তম অর্থ্যাৎ সর্বশেষ জি আই পন্যের নাম হলো, নাটোরের ঐতিহ্য কাঁচাগোল্লা। কেননা, আমরা সকলেই জানি যে নাটোরের কাঁচা গোল্লা প্রায় আড়াই শ বছর ধরে তার নিজস্ব স্বাদ আর ঘ্রানের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছে।

আরো পড়ুনঃ মৌজা ভিত্তিক জমির মূল্য তালিকা

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আজকে আমি আপনাকে বাংলাদেশের সর্বশেষ জি আই পন্যের নাম জানিয়ে দিয়েছি। এছাড়াও আমি আপনার সাথে সেইসব পন্যের নাম শেয়ার করেছি। যেগুলো আমাদের বাংলাদেশে জি আই পন্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তো আশা করি, আজকের আর্টিকেলটি আপনার অনেক ভালো লাগবে। আর এমন অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *