8000 টাকার মধ্যে কি কি ফোন আছে?

What phones are there under eight thousand taka?: যদি আপনার মোবাইল কেনার বাজেট মাত্র ৮ হাজার টাকা হয়, তাহলে চিন্তার কোনো দরকার নেই। কেননা, বর্তমানে মোবাইল মার্কেটে এমন সব আর্কষনীয় মোবাইল লঞ্চ করা হয়েছে। যে মোবাইল গুলো আপনি আপনার বাজেটের মধ্যে কিনতে পারবেন।

আর বর্তমান সময়ে 8000 টাকার মধ্যে কি কি ফোন আছে। সেই ফোন গুলো নিয়ে এবার আমি বিস্তারিত আলোচনা করবো। তো আর দেরী না করে চলুন, সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।

8000 টাকার মধ্যে কি কি ফোন আছে?

সময়ের সাথে সাথে মোবাইল মার্কেট গুলোতে নিত্য নতুন মডেল এর মোবাইল লঞ্চ করা হচ্ছে। তবে বর্তমান সময়ে ৮ হাজার টাকার মধ্যে যেসব মডেল এর ফোনের জনপ্রিয়তা বেশি আছে। সেই মোবাইল এর মডেল গুলো নিচে শেয়ার করা হলো। যেমন, 

01 – Gionee G13 Pro 

এই মোবাইলটি আপনি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ৭,৭৩৭ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। যেখানে আপনি র‌্যাম ও স্টোরেজ হিসেবে পাবেন যথাক্রমে ০৪ জিবি ও ৩২ জিবি। এছাড়াও আপনি ডিসপ্লে হিসেবে ৬.২৬ এর একটি বড় ডিসপ্লে লক্ষ্য করতে পারবেন।

এছাড়াও ব্যবহারকারীরা যেন এই মোবাইলটি স্মুথলি ব্যবহার করতে পারে। সে কারণে Gionee G13 Pro মডেল এর মোবাইলে Unisoc T310 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর উক্ত মোবাইলের মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসেবে আপনি ১৩+২ মেগাপিক্সেল পাবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে মোট ০৫ মেগাপিক্সেল।

02 – Nokia C01 Plus

আমাদের বাংলাদেশের মধ্যে নোকিয়া মোবাইল কতটা জনপ্রিয় সেটা তো আমরা ভালো করে জানি। আর আপনি আপনার ৮ হাজার টাকা বাজেটের মধ্যেই বিশ্বের জনপ্রিয় নোকিয়া ব্রান্ডের মোবাইল কিনতে পারবেন। কেননা, Nokia C01 Plus মডেল এর মোবাইল টি আপনি মোট ৭,৪৮৩ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

তো আমাদের বাংলাদেশ এর মধ্যে Nokia C01 Plus এর দুইটি ভ্যারিয়েন্ট এর মোবাইল দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলোর মধ্যে একটি হলো, ২/৩২ জিবি এবং আরেকটি হলো, ২/১৬ জিবি। তো আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ভ্যারিয়েন্ট এর মোবাইল ক্রয় করতে পারবেন।

আর উক্ত মোবাইলের মধ্যে রয়েছে ৫.৪৫ ইঞ্চির বড় একটা ডিসপ্লে। যার মধ্যে রয়েছে Unisoc SC9863A একটি শক্তিশালী প্রসেসর। এছাড়াও ক্যামেরা হিসেবে আপনি পাবেন এলইডি ফ্ল্যাশ সহো ৫ মেগাপিক্সেল। আর প্রাইমারী ক্যামেরা হিসেবে আপনি পাবেন মোট ৫ মেগাপিক্সেল।

03 – Itel A05s

বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ এর মধ্যে আইটেল মোবাইল এর জনপ্রিয়তা ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে। আর তারা তাদের জনপ্রিয়তা কে ধরে রাখার জন্য Itel A05s মডেল এর আরো একটি নতুন মোবাইল লঞ্চ করেছে। যেটি আপনি আমাদের বাংলাদেশি টাকায় ৭,৪৯০ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

আর উক্ত মোবাইলে আপনি ৪,০০০ mAh এর ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়াও র‌্যাম হিসেবে থাকবে মোট ০২ জিবি এবং স্টোরেজ হিসেবে থাকবে মোট ৩২ জিবি। অবাক করার মতো বিষয় হলো, এই বাজেট এর মোবাইলে আপনি ৬.৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লের সুবিধা নিতে পারবেন।

এছাড়াও ক্যামেরার দিক থেকে Itel A05s মোবাইলটির কোনো কমতি রাখা হয়নি। কেননা, ক্যামেরা হিসেবে ফ্রন্টে রয়েছে ০২ মেগাপিক্সেল ও ব্যাকে রয়েছে ০৫ মেগাপিক্সেল। তাই আশা করা যায় যে, এই মোবাইল টি আপনার বাজেটের মধ্যে উপযুক্ত হবে।

04 –  Symphony i96

এটি হলো আজকের আলোচনার সর্বশেষ একটি মোবাইল। যে মোবাইল টি আপনি মাত্র ৭,৯৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। যে মোবাইলে আপনি ৬.৬ ইঞ্চির একটি বড় আইপিএস ডিসপ্লে পাবেন। এছাড়াও র‌্যাম ও রোম হিসেবে যথাক্রমে ২/৩২ জিবি পাবেন।

আর Symphony i96 মোবাইলের ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকবে  ৪,১৫০ mAh. ব্যবহারকারীরা যেন স্মুথলি এই মোবাইল টি ব্যবহার করতে পারে। সে কারণে Mediatek Helio A22 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ক্যামেরা হিসেবে যথাক্রমে ৫ ও ৫ মেগাপিক্সেল যুক্ত করা হয়েছে।

আরো পড়ুনঃ ১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনটি?

আপনার জন্য আমাদের কিছুকথা

মাত্র ৮ হাজার টাকার বাজেটে আপনি কোন কোন মোবাইল গুলো ক্রয় করতে পারবেন। আজকের আলোচনাতে সেই মোবাইল গুলোর নাম শেয়ার করা হয়েছে। তো আশা করি, এই মোবাইল গুলো আপনার অনেক ভালো লাগবে।

আর আপনি যদি কম বাজেটের আরো মোবাইল সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *