১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনটি?

Which is the best phone within ten thousand taka?: যদি আপনার নতুন মোবাইল কেনার বাজেট ১০ হাজার টাকা হয়। তাহলে আপনার এই বাজেটে কোন মোবাইল গুলো কেনা ভালো হবে। আজকে আমি আপনাকে সে সম্পর্কে জানাবো। কেননা, বর্তমান সময়ে মোবাইল মার্কেট গুলোতে এমন কিছু মোবাইল লঞ্চ করা হয়েছে। যেগুলো আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন।

আর আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনটি সে সম্পর্কে জানতে চান। তাহলে নিচের আলোচনায় চোখ রাখুুন।

১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনটি?

আপনারা অনেকেই ভাবতে পারেন যে, ১০ হাজার টাকায় হয়তবা ভালো মোবাইল পাওয়া যাবেনা। তো যারা আসলে এমনটা মনে করেন, তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কেননা, আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে এমন সব কোয়ালিটি সম্পন্ন মোবাইল কিনতে পারবেন। যে গুলো স্পেসিফিকেশন দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন।

01- itel A60

এই মোবাইলটি আপনি ১০ হাজার টাকার থেকেও কম দামে ক্রয় করতে পারবেন। কেননা, বর্তমান মার্কেটে এই মোবাইলের দাম হলো মাত্র ৭,৫৯০ টাকা। তবে দামের দিক থেকে কম হলেও এই মোবাইল এর মধ্যে প্রিমিয়াম সব স্পেসিফিকেশন যুক্ত করা হয়েছে।

যেমন, itel A60 মোবাইলের ব্যাটারি হিসেবে রয়েছে 5,000 mAh. এছাড়াও এই মোবাইলের ব্যবহারে যেন কোনো সমস্যা না হয়। সে কারণে Quad-core, 1.4 GHz – UniSoC SC9863A এর একটি শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এছাড়াও আপনি র‌্যাম হিসেবে পাবেন ০২ জিবি আর স্টোরেজ হিসেবে থাকবে মোট ৬৪ জিবি। আর ব্যাক ক্যামেরায় থাকবে ০৮ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরাতে থাকবে ৫ মেগাপিক্সেল। যার আপনার মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে পূর্ণতা প্রদান করতে সক্ষম।

02 –  Walton Orbit Y21

আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে আমাদের দেশীয় কোম্পানির মোবাইল ব্যবহার করতে চান। তাহলে আমি আপনাকে Walton Orbit Y21 ব্যবহার করার পরামর্শ দিবো। কেননা, এই মোবাইলটি আপনি মাত্র ৮,৬৯৯ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

তো Walton Orbit Y21 মডেল এর মোবাইলে আপনি ৫,০০০ mAh এর ব্যাটারি ব্যকআপ পাবেন। সেই সাথে ৬.৬ ইঞ্চির একটি বড় ডিসপ্লে থাকবে। আর প্রসেসর হিসেবে এই মোবাইলে ব্যবহার করা হয়েছে Octa Core 1.6 GHz Unisoc Tiger T606. যার ফলে এই মোবাইল টি আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন।

আর উক্ত মোবাইলের মধ্যে র‌্যাম হিসেবে মোট ০২ জিবি ও রোম হিসেবে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও সামনের ও পেছনের ক্যামেরায় থাকবে যথাক্রমে ৮ ও ৫ মেগাপিক্সেল।

03 – Symphony i96

সিম্ফনি মোবাইল আমাদের বাংলাদেশের চায়না ব্রান্ড গুলোর মধ্যে অধিক জনপ্রিয়। আর তারা তাদের জনপ্রিয়তা কে ধরে রাখার জন্য Symphony i96 মডেল এর আরো একটি নতুন মোবাইল মার্কেটে লঞ্চ করেছে। যে মোবাইলটি আপনি আমাদের বাংলাদেশি টাকায় ৭,৯৯৯ দিয়ে কিনে নিতে পারবেন।

যে মোবাইল এর মধ্যে ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে ৪,১৫০ mAh. এছাড়াও উক্ত মোবাইলে আপনি ৬.৬ ইঞ্চির একটি বড় ডিসপ্লে দেখতে পারবেন। এর পাশাপাশি Symphony i96 মোবাইলে Quad-core, MediaTek Helio A22 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

তবে র‌্যাম হিসেবে থাকবে মোট ০২ জিবি ও স্টোরেজ হিসেবে থাকবে মোট ৬৪ জিবি। আর ক্যামেরায় যথাক্রমে ব্যাক ও ফ্রন্ট এর জন্য রয়েছে ৫ ও ৫ মেগাপিক্সেল। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12 এর আপডেট ভার্সন।

04 –  Symphony ATOM 3

এবার আমি আপনাকে যে মোবাইল টি সম্পর্কে বলবো। সেই মোবাইল এর ব্যাটারি হিসেবে থাকবে ৫,০৭০ mAh. সেইসাথে ডিসপ্লে হিসেবে আপনি ৬.৬ ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাবেন। আর র‌্যাম হিসেবে থাকবে ৩ জিবি ও স্টোরেজ হিসেবে থাকবে ৩২ জিবি।

Symphony ATOM 3 মডেল এর মোবাইলে Octa-core, MediaTek Helio A22 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ক্যামেরায় ব্যাক ও ফ্রন্ট মিলে ০৮ ও ০৫ মেগাপিক্সেল পাবেন।

আরো পড়ুনঃ 10000 টাকার মধ্যে ভালো মোবাইল কোনটি?

আপনার জন্য আমাদের কিছুকথা

১০ হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনটি সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আপনি চাইলে ১০ হাজার টাকার মধ্যে উপরোক্ত ফোন গুলো ক্রয় করতে পারবেন। আর এই বাজেট এর মধ্যে আরো মোবাইল সম্পর্কে জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *