আজকের স্বর্ণের বর্তমান দাম কত বাংলাদেশে

What is the current price of gold today in Bangladesh?: বর্তমান সময়ে অলংকার তৈরি করার জন্য স্বর্নের মূল্য অপরিসীম। আর সে কারণে পৃথিবীর মধ্যে অন্যান্য ধাতু তুলনায় স্বর্ণকে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়। তাই গোটা বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা থাকার কারণে প্রতিনিয়ত স্বর্ণের বাজারদর ওঠানামা করে।

তো সে কারণে আমরা যখন স্বর্ণ কিনতে যাই। তখন আমাদের সেইদিনের আপডেট স্বর্ণের দাম জেনে নিতে হয়। আর আপনি যেন স্বর্ণের আপডেট দাম জানতে পারেন। সেজন্য এখন আমি আপনাকে আজকের স্বর্ণের বর্তমান দাম কত তা জানিয়ে দিবো।

Table of Contents

আজকের স্বর্ণের বর্তমান দাম কত বাংলাদেশে?

আমরা সকলেই জানি যে, স্বর্নের দাম প্রতিদিন এক রকম থাকেনা। কেননা, আজকে আপনি যে দামে সোনা কিনতে পারবেন। তার পরের দিন আপনাকে ভিন্ন রেটে স্বর্ণ কিনতে হবে। তো আজকের স্বর্ণের বর্তমান দাম কত বাংলাদেশে। তার তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,

  1. ২২ ক্যারেট স্বর্ণের দাম (প্রতি ভরি) – ১ লাখ  ৫০৯.২ টাকা।
  2. ২১ ক্যারেট স্বর্ণের দাম (প্রতি ভরি) – ৯৫ হাজার ৯৬১.৮ টাকা।
  3. ১৮ ক্যারেট স্বর্ণের দাম (প্রতি ভরি) – ৮২ হাজার ২০৩ টাকা।

(সর্বশেষ আপডেট তারিখঃ ২২/১০/২০২৩)

উপরের তালিকায় আপনি আজকের স্বর্ণের বর্তমান দাম কত বাংলাদেশে সেই দামের তালিকা দেখতে পাচ্ছেন। আর আপনার সুবিধার জন্য এই তালিকা টি প্রতিদিন আপডেট করা হবে।

সনাতন পদ্ধতিতে আজকের স্বর্ণের রেট কত?

আমরা সবাই জানি যে, পুরোনো স্বর্ণের অলংকার গলানোর পর যে সোনা পাওয়া যায়। তাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয়, সনাতন সোনা। আর বিভিন্ন সময় আমাদের সনাতন সোনার দাম জানার প্রয়োজন হয়।

আর আপনি যেন আপনার প্রয়োজনের সময় সঠিক দাম জানতে পারেন। সে কারণে আমি আপনাকে আজকের সনাতন পদ্ধতিতে আজকের স্বর্ণের রেট জানিয়ে দিবো। যে রেট এর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,

সনাতন পদ্ধতিতে আজকের গোল্ডের রেট কত?

সিরিয়াল

সনাতন সোনার পরিমান 

সনাতন সোনার দাম 

০১

১ কেজি

৫,৯২,০০০ টাকা।

০২

১ ভরি

৬৯,০২৭ টাকা।

০৩

১০ গ্রাম

৫৯,২০০ টাকা।

০৪

১ তোলা

৬৯,০২৭ টাকা।

০৫

১ আনা

৪,২৬২ টাকা।

০৬

১ রতি

৭১০ টাকা।

০৭

১ গ্রাম

৫,৯২০ টাকা।

সর্বশেষ আপডেট তারিখঃ #০৯/০১/২০২৩

তো আপনারা যারা সনাতন সোনা কিনতে চান, তাদের অবশ্যই সনাতন সোনার আজকের দাম জেনে নিতে হবে। আর আপনার সুবিধার জন্য আমি প্রতিনিয়ত এই তালিকাটি আপডেট করে দিবো। যেন আপনি আপনার প্রয়োজনে সনাতন পদ্ধতিতে গোল্ডের সঠিক দাম জেনে নিতে পারেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম

আমাদের বাংলাদেশ এর মধ্যে স্বর্ণের দাম কেমন হবে, তা সম্পূর্ণ ভাবে নির্ধারন করে দেয় বাজুস। আর ”বাজুস” হলো শব্দের সংক্ষেপ,যার পূর্ণরুপ হলো, বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তো আজকের দিনে এই জুয়েলার্স সমিতির স্বর্ণের দাম সম্পর্কে আপনার অবশ্যই ধারনা রাখা দরকার।

তো সে কারণে এবার আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম এর তালিকা নিচে প্রদান করলাম। যেখান থেকে আপনি আজকের আপডেট সোনার দাম জেনে নিতে পারবেন।

Bajus Today Gold Rate -বাজুস আজকের স্বর্ণের দাম

22 KARAT Gold

8,620 BDT/GRAM

21 KARAT Gold

8,230 BDT/GRAM

18 KARAT Gold

7,050 BDT/GRAM

TRADITIONAL Gold

5,880 BDT/GRAM

সর্বশেষ আপডেট তারিখঃ ২২/১০/২০২৩

তো যদি কোনো কারণে আমার এই তালিকা টি আপডেট করা সম্ভব না হয়। তাহলে আপনি চাইলে নিজেই বাজুস এর মূল ওয়েবসাইট থেকে আজকের স্বর্ণের আপডেট দাম জেনে নিতে পারবেন। আর আপনি যদি বাজুস এর মূল ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে এখানে ক্লিক করুন।

১৮ ক্যারেট সোনার আজকের দাম কত?

বর্তমান সময়ে অনেক মানুষ আছেন, যারা মূলত ১৮ ক্যারেট এর সোনা কিনতে চান। কেননা, আর আমরা বেশ ভালো করে জানি ১৮ ক্যারেট সোনার দাম তুলনামূলক ভাবে কিছুটা কম হয়। কারণ, আপনি যতো কম ক্যারেট এর সোনা ক্রয় করবে। আপনার বিশুদ্ধ সোনা পাওয়ার সম্ভাবনা ঠিক ততো কম থাকবে।

আর বর্তমান সময়ে যারা ১৮ ক্যারেট এর র্স্বণ ক্রয় করেন। তারা মূলত ৭৫% খাঁটি সোনা কিনতে পারেন। তো আপনারা যদি আজকের দিনে ১৮ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করতে চান। তাহলে আপনাকে যে দাম দিয়ে ক্রয় করতে হবে। সেই দামের তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,

18 carat gold price today – ১৮ ক্যারেট সোনার আজকের দাম

সিরিয়াল 

সোনার পরিমান 

সোনার দাম

০১

১ ভরি সোনার দাম

৮২,২০৩ টাকা

০২

১ আনা সোনার দাম

৫,১৩৭.৬৯ টাকা

০৩

৪ আনা সোনার দাম

২০,৫৫০.৭৫ টাকা

০৪

১ গ্রাম সোনার দাম

৭,০৫০ টাকা

(সর্বশেষ আপডেট তারিখঃ ২২/১০/২০২৩)

আমাদের মধ্যে যেসকল মানুষ ১৮ ক্যারেট এর সোনা ক্রয় করতে চান। তাদেরকে অবশ্যই আজকের রেটে ১৮ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করতে হবে। আর বর্তমান সময়ে ১৮ ক্যারেট সোনার যে বাজার দর চলছে, তা উপরের তালিকায় উল্লেখ করা হয়েছে।

২১ ক্যারেট সোনার আজকের দাম কত?

আমরা সবাই জানি, যে সকল সোনার মধ্যে প্রায় ৮৭.৫% বিশুদ্ধ সোনা থাকে। তাকে বলা হয়, ২১ ক্যারেট এর স্বর্ণ। আর আপনি যদি ২১ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করেন, তাহলে আপনি উক্ত স্বর্ণের মাধ্যমে আপনার পছন্দমতো অলংকার তৈরি করতে পারবেন।

তবে যখন আপনি ২১ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করবেন। তখন আপনাকে সেই দিনের আপডেট ২১ ক্যারেট সোনার দাম জেনে নিতে হবে। আর আজকের দিনে উক্ত স্বর্ণের যে বাজারদর আছে, সেই বাজার মূল্যের তালিকা নিচে প্রদান করা হলো।

21 carat gold price today – ২১ ক্যারেট সোনার আজকের দাম

সিরিয়াল 

সোনার পরিমান 

সোনার দাম

০১

১ ভরি সোনার দাম

৯৫,৯৬১.৮ টাকা

০২

১ আনা সোনার দাম

৫,৯৯৭.৬২ টাকা

০৩

৪ আনা সোনার দাম

২৩,৯৯০.৪৫ টাকা

০৪

১ গ্রাম সোনার দাম

৮,২৩০ টাকা

(সর্বশেষ আপডেট তারিখঃ ২২/১০/২০২৩)

আপনারা যারা স্বর্ণের তৈরি অলংকার ব্যবহার করতে চান। তাদের জন্য ২১ ক্যারেট এর স্বর্ণ কার্যকরী ভূমিকা পালন করবে। আর আজকের দিনে আপনি যদি ২১ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করতে চান। তাহলে আপনাকে উপরের তালিকায় উল্লেখিত দাম দিয়ে ক্রয় করতে হবে।

২২ ক্যারেট সোনার আজকের দাম কত?

সত্যি বলতে বর্তমান সময়ে আপনি যদি ৯১.৬৭% বিশুদ্ধ স্বর্ণ কিনতে চান। তাহলে আপনাকে অবশ্যই ২২ ক্যারেট এর সোনা ক্রয় করতে হবে। যদিওবা উক্ত স্বর্ণের মাধ্যমে আপনি আপনার পছন্দের অলংকার তৈরি করতে পারবেন না। কেননা, এই সোনা অন্যান্য ক্যারেট এর সোনার চাইতে অনেক বেশি ভঙ্গুর।

কিন্তুু তারপরও যদি আপনি আপনার প্রয়োজনে ২২ ক্যারেট এর সোনা কিনতে চান। তাহলে আপনাকে আজকের বাজারদর হিসেবে কত টাকা দিয়ে কিনতে হবে। সেই মূল্য তালিকা নিচে প্রদান করা হলো।

22 carat gold price today – ২২ ক্যারেট সোনার আজকের দাম

সিরিয়াল 

সোনার পরিমান 

সোনার দাম

০১

১ ভরি সোনার দাম

১ লাখ ৫০৯.২ টাকা

০২

১ আনা সোনার দাম

৬,২৮১.৮৩ টাকা

০৩

৪ আনা সোনার দাম

২৫,১২৭.৩ টাকা

০৪

১ গ্রাম সোনার দাম

৮,৬২০ টাকা

(সর্বশেষ আপডেট তারিখঃ ২২/১০/২০২৩)

পৃথিবীর বিভিন্ন দেশের আজকের সোনার দাম কত?

উপরের তালিকায় থেকে আপনি শুধুমাত্র আমাদের বাংলাদেশের আজকের সোনার দাম জানতে পারবেন। তবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মুলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ ক্রয় করে থাকেন।

আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে আপনাকে প্রতিটা দেশের সোনার আপডেট দাম জানতে হবে।

তো আপনি যেন খুব সহজে পৃথিবীর বিভিন্ন দেশের সোনার দাম জানতে পারেন। সে কারণে এবার আমি আপনার সাথে একটি ওয়েবসাইট এর লিংক শেয়ার করবো। যে লিংক থেকে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের আপডেট সোনার দাম জানতে পারবেন।

  • বিশ্বের বিভিন্ন দেশের সোনার দামঃ Click Here

আর সেজন্য আপনাকে উপরের লিংকে ক্লিক করতে হবে। যখন আপনি উপরের লিংকে ক্লিক করবেন। তারপর আপনার সামনে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সোনার লাইভ প্রাইস জেনে নিতে পারবেন।

সোনা কাকে বলে? – What is Gold?

উপরের আলোচনা থেকে আমরা আজকের স্বর্ণের বর্তমান দাম কত বাংলাদেশে সে সম্পর্কে জানলাম। তো এবার আমরা জানবো, সোনা বা স্বর্ণ কাকে বলে।

তো সহজ ভাষায় বলতে গেলে, সোনা হলো হলুদ বর্ণের এক প্রকার ধাতব পদার্থ। তবে মানুষ কতদিন আগে থেকে এই স্বর্ণের সাথে পরিচিত হতে পেরেছ, তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা, মানুষ দীর্ঘদিন থেকে এই ধাতুর সাথে গভীর ভাবে পরিচিত।

আর এই উজ্জল, চকচকে, দীর্ঘ স্থায়ী ধাতুটির অপরিবর্তনীয় বৈশিষ্ট্যের কারণে দীর্ঘদিন থেকেই মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। যার ফলে অতি প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত মানুষ স্বর্ণের তৈরি অলংকার পরিধান করতে পছন্দ করে।

সোনার চিহ্ন কি?

বর্তমান সময়ে আমরা সোনা নামের যে মূল্যবান ধাতুকে চিনি। সেই ধাতুর একটি রাসায়নিক চিহ্ন আছে। কিন্তু আমরা অনেকেই সেই রাসায়নিক চিহ্নটি সম্পর্কে জানিনা।

তো স্বর্ণের রাসায়নিক চিহ্ন হলো, Au. তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, কারন সোনার লাতিন নাম হলো, “আরাম”। এছাড়াও সোনার নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা আছে। আর সোনার পারমাণবিক সংখ্যার পরিমান হলো, ৭৯.

সোনা কত সালে আবিস্কার করা হয়েছিলো?

সত্যি বলতে সোনা আসলে কত সালে আবিস্কার করা হয়েছিলো। এই বিষয়টি নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মত আছে। কেননা আমরা সবাই জানি, স্বর্ণ অনেক প্রাচীন কাল থেকেই অলংকার তৈরির জন্য ব্যবহার  হয়ে আসছে। আর বর্তমান সময়েও স্বর্ণের ব্যাপক পরিমান চাহিদা আছে।

তাই এটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে, মোট কত বছর বা সাল আগে সোনা আবিস্কার করা হয়েছে। 

কিন্তুু বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী প্রায় ৫ হাজার বছর পূর্বে সোনার আবিস্কার করা হয়েছিলো। আর বর্তমান সময়ে গোটা পৃথিবীর মধ্যে চিন থেকে অধিক পরিমান সোনা উত্তলন করা হয়। তবে সোনার খনির দিক থেকে ভারত কোনো অংশে কম নয়।

কেননা, অতিতের ইতিহাস থেকে জানা যায়, একটা সময় ভারতকে “সোনার পাখি” হিসেবে আখ্যায়িত করা হয়েছিলো।

তবে শুধুমাত্র চিন আর ভারত থেকে নয়, বরং পৃথিবীর আরো অন্যান্য দেশ থেকেও ব্যাপক পরিমান সোনার উত্তলন করা হয়। যেমন, আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকেও প্রচুর পরিমান সোনার উত্তলন করা হয়।

১৮ ক্যারেট সোনা কেমন?

বর্তমান সময়ে আমরা বিভিন্ন ক্যারেটের সোনা দেখতে পাই। তবে সেগুলোর মধ্যে অন্যতম হলো, ১৮ ক্যারেট এর সোনা। আর সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, ১৮ ক্যারেট এর সোনা কেমন। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে শুনুন….

যদি আপনি বর্তমান সময়ে ১৮ ক্যারেট এর সোনা ক্রয় করেন। তাহলে আপনি মোট ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা পাবেন। এর বাদবাকি ২৫ শতাংশের মধ্যে অন্যান্য ধাতুর মিশ্রন থাকে। আর সেই ধাতু গুলো হলো, তামা, রুপা ইত্যাদি।

আর অন্যান্য ক্যারেট এর সোনার চাইতে ১৮ ক্যারেট এর সোনা গুলো কিছুটা কম দামে ক্রয় করা যায়। তবে এই ক্যারেটের সোনা কম দামের ক্রয় করা গেলেও, ১৮ ক্যারেট এর সোনা দিয়ে চমৎকার অলংকার তৈরি করা সম্ভব।

খাঁটি ও সবচেয়ে ভালো সোনা কোনটি?

যেহুতু আপনি অনেক টাকা ব্যয় করে স্বর্ণ কিনবেন। সেহুতু আপনার অবশ্যই খাঁটি ও ভালো সোনা ক্রয় করা আবশ্যক। তবে তার জন্য আপনাকে অবশ্যই খাঁটি সোনা কোনটি তা জেনে নিতে হবে।

আর বর্তমান পৃথিবীতে আপনি যদি শতভাগ খাঁটি সোনা ক্রয় করতে চান। তাহলে আপনাকে অবশ্যই ২৪ ক্যারেট এর সোনা ক্রয় করতে হবে। কেননা, আপনি যদি ২৪ ক্যারেট এর সোনা ক্রয় করেন। তাহলে আপনি প্রায় শতভাগ বিশুদ্ধ সোনা নিতে পারবেন।

কারণ, ২৪ ক্যারেট এর সোনার মধ্যে প্রায় ৯৯.৯৯% খাঁটি সোনা থাকে। এছাড়াও আপনার আরো একটি বিষয় জেনে রাখা উচিত। সেটি হলো, বর্তমান পৃথিবীতে ২৪ ক্যারেট এর উপরে আর কোনো সোনা উচ্চতর সোনা খুজে পাবেন না।

পৃথিবীর সবচেয়ে খাঁটি সোনা কোথায় পাওয়া যায়?

আমরা যখন সোনা ক্রয় করতে যাই, তখন আমরা সবাই খাঁটি সোনা কিনতে চাই। তো যদি আপনি শতভাগ বিশুদ্ধ খাঁটি সোনা ক্রয় করেন। তাহলে আপনি সেই সোনা দিয়ে কোনো ধরনের অলংকার তৈরি করতে পারবেন না। কেননা, এই ধরনের সোনা খুব ভঙ্গুর হয়।

কিন্তুু তারপরও যদি আপনি জানতে চান যে, পৃথিবীর কোন দেশে সবচেয়ে খাঁটি সোনা পাওয়া যায়। তাহলে আমি বলবো যে, বর্তমান সময়ে সুইজারল্যান্ডে খাঁটি সোনা পাওয়া যায়। আর এই দেশের সোনা গুনগত মানের দিক থেকেও অনেক ভালো। 

সনাতন সোনা কাকে বলে?

বিভিন্ন সময় আমরা সনাতন সোনার নাম শুনতে পাই। তো সেই সময় আমাদের মনে প্রশ্ন জাগে যে, সনাতন সোনা বলতে কি বোঝায়।

তো সহজ কথায় বলতে গেলে, সোনার তৈরি পুরোনো অলংকার গলিয়ে যে সোনা পাওয়া যায়। সেই সোনা কে বলা হয়, সনাতন সোনা। আর এই ধরনের সোনার বাজারদর তুলনামূলক ভাবে কিছুটা কম হয়। আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে সনাতন সোনার ব্যাপক চাহিদা আছে।

সবচেয়ে ভালো স্বর্ণ কোনটি?

অনেকের মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, সবচেয়ে ভালো স্বর্ণ কোনটি। তো যদি আপনিও এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আমি আপনাকে বলবো যে, স্বর্ণের মান ক্যারেট এর উপর নির্ভর করে নির্ণয় করা হয়।

কেননা, বর্তমান সময়ে আপনি বিভিন্ন ক্যারেটের স্বর্ণ দেখতে পারবেন। যেমন, ১০ ক্যারেট, ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২২ ক্যারেট, ২৪ ক্যারেট ইত্যাদি। তো এই ক্যারেট এর দিক থেকে যতো বেশি ক্যারেট এর সোনার নাম্বার থাকবে। সেই সোনাকে সবচেয়ে ভালো সোনা বলা হয়।

যেমন, আপনি যদি সবচেয়ে ভালো সোনা ক্রয় করতে চান। তাহলে আপনাকে সাধারনত ২২ ক্যারেট অথবা ২৪ ক্যারেট এর সোনা ক্রয় করতে হবে। এছাড়াও আপনি চাইলে হলামার্ক দেখেও সোনার মান যাচাই করতে পারবেন।

১০ ক্যারেট ও ১৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কি?

আমরা সকলেই জানি যে, সোনার ক্যারেট নাম্বার এর বিশুদ্ধতা নির্ভর করে। যেমন, আপনি যদি সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ ক্রয় করতে চান। তাহলে আপনাকে ২৪ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করতে হবে। অপরদিকে যদি আপনি ১০ ক্যারেট এর সোনা ক্রয় করেন। তাহলে আপনি সেই সোনাতে মাত্র ৪১.৭% বিশুদ্ধ সোনা পাবেন।

কিন্তুু যদি আপনি বর্তমান সময়ে ১৪ ক্যারেট এর সোনা ক্রয় করেন। তাহলে আপনি সেখানে মোট ৫৮.৩% বিশুদ্ধ সোনা পাবেন। আর বাদবাকি বিভিন্ন ধরনের ধাতু মিশ্রিত করা থাকে। তবে এই ধরনের সোনা দিয়েও আপনি আপনার পছন্দমতো সোনার অলংকার তৈরি করতে পারবেন।

সোনা ক্ষয় হওয়ার কারণ কি?

সত্যি কি সোনা নিজে থেকেই ক্ষয় হয়? – না, স্বর্ণ নিজে থেকে ক্ষয় হয়ে যায়না। তবে যেসব ক্যারেট এর সোনায় অন্যান্য ধাতুর মিশ্রন থাকে। সেগুলোর কারণে সোনার মধ্যে কিছুটা ক্ষয় লক্ষ্য করা যায়। কিন্তুু যদি আপনার কাছে ২৪ ক্যারেট এর সোনা থাকে।

তাহলে সেই ধরনের সোনায় কোনো প্রকারের ক্ষয় লক্ষ্য করা যাবেনা। কেননা, আমরা জানি ২৪ ক্যারেট এর সোনায় ৯৯.৯৯% বিশুদ্ধ সোনা থাকে। আর অন্যান্য কোনো ধাতুর মিশ্রন না থাকার কারণে ২৪ ক্যারেট সোনায় কোনো ক্ষয় লক্ষ্য করা যায়না।

১০ ক্যারেট সোনা কি নষ্ট হয়?

যদি আপনি বর্তমান সময়ে ১০ ক্যারেট এর সোনা ক্রয় করেন। তাহলে আপনি সেই সোনায় ৪১.৭% বিশুদ্ধতা থাকে। আর বাকি অংশটুকু বিভিন্ন ধাতুর মিশ্রন থাকে। যার কারণে উক্ত ক্যারেটের সোনায় অন্যান্য ধাতুর মিশ্রন বেশি হওয়ার কারণে। এই ক্যারেট এর সোনার ক্ষয় হওয়ার প্রবনতা বেশি রয়েছে।

সোনা কেনা কি বুদ্ধিমানের কাজ হবে?

হুমম, অবশ্যই! আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, সময় যতো অতিবাহিত হবে, স্বর্ণের মূল্যে ততোবেশি বৃদ্ধি পাবে। আর আপনি যদি বর্তমান সময়ে সোনা কিনে রাখেন। তাহলে আপনি ভবিষ্যতে সেই সোনা গুলোর বর্তমানের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন।

আর আপনার মতো এমন অনেক মানুষ আছেন। যারা ইতিমধ্যেই তাদের উপার্জিত বা সঞ্চয়কৃত অর্থ গুলো স্বর্ণের উপর বিনিয়োগ করা শুরু করেছে। তাই যদি আপনিও বুদ্ধিমানের মতো কাজ করতে চান। তাহলে অবশ্যই সোনা কেনায় বিনিয়োগ করতে পারেন।

আসল সোনা চেনার উপায় কি?

যদি আপনি সোনা ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসল সোনা চেনার উপায় গুলো জানতে হবে। কেননা, আপনি যদি আসল সোনা চিনতে না পারেন, তাহলে আপনি নকল সোনা কিনলেও বুঝতে পারবেন না।

তো বর্তমান সময়ে এমন অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি খুব সহজে আসল সোনা চিনতে পারবেন। আর সেই সোনা চেনার পদ্ধতি গুলো হলো,

  1. ভিনিগার টেস্ট
  2. অ্যাসিড টেস্ট
  3. ফ্লোট টেস্ট
  4. হলমার্ক
  5. চুম্বক পরীক্ষা

উপরের তালিকায় আপনি যে সকল পদ্ধতি দেখতে পাচ্ছেন। সেই পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি আসল সোনা চিনতে পারবেন।

এছাড়াও যদি আপনি হলমার্ক সোনা চেনার উপায় গুলো সম্পর্কে জানতে চান। তাহলে নিচের লিংকে ক্লিক করুন।

আসল স্বর্ণ কিভাবে বোঝা যায়?

আপনি চাইলে খুব সহজ একটি পদ্ধতির মাধ্যমে আসল স্বর্ণ চিনতে পারবেন। আর অধিকাংশ ক্ষেত্রে সোনা পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা হয়।

সেজন্য প্রথমে আপনাকে একটি বাটি ভর্তি জল নিতে হবে। তারপর আপনার নিকট যে সোনা রয়েছে, সেই সোনা গুলো উক্ত জলের মধ্যে ফেলতে হবে। এখন যদি সেই সোনা ডুবে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে, উক্ত সোনাটি আসল।

কেননা, সোনা সাধারন ভাবে খুব ভারী একটি বস্তু। আর জলের বাটিতে সোনা ফেলে দেওয়ার পর যদি সেই সোনা উপরে ভেসে থাকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে, উক্ত সোনার মধ্যে সমস্যা আছে।

আপনার জন্য আমাদের শেষকথা

আপনারা যারা আজকের স্বর্ণের আপডেট দাম সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক হেল্পফুল হবে। কেননা, আজকের স্বর্ণের বর্তমান দাম নিয়ে এই আর্টিকেল টি সাজানো হয়েছে।

আর আমি চেষ্টা করবো প্রতিনিয়ত সোনার দাম গুলোকে আপডেট করার। তো যদি আপনি আজকের সোনার দাম কত সে সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। তাহলে নিয়মিত এই আর্টিকেলে ভিজিট করবেন।

আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *