পাসপোর্ট সংশোধন করতে কি কি প্রয়োজন?

What is required to amend the passport?: পাসপোর্ট হাতে পাওয়ার যদি আপনার সেই পাসপোর্ট এর মধ্যে থাকা তথ্যে ভুল থাকে। তাহলে আপনকে উক্ত ভুল থাকা তথ্য গুলোকে ঠিক করার জন্য সংশোধন আবেদন করতে হবে। আর সেই পাসপোর্ট সংশোধন আবেদন করতে কি কি প্রয়োজন হবে, কিভাবে আপনি আবেদন করতে পারবেন। এই যাবতীয় বিষয় গুলো নিয়েই আজকে আলোচনা করা হবে।

পাসপোর্ট সংশোধন করতে কি কি প্রয়োজন?

সবার শুরুতে আমাদের জানতে হবে যে, পাসপোর্ট সংশোধন করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। আর বর্তমান সময়ে একটি পাসপোর্ট সংশোধন করতে যা কিছু দরকার হবে। সে গুলো নিচে উল্লেখ করা হলো যেমন, 

  1. আবেদনকারী ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজিতে)।
  2. পাসপোর্ট ইস্যু করার স্থান ও তারিখ।
  3. আপনার পাসপোর্ট এর নাম্বার।
  4. পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ।
  5. আঞ্চলিক পাসপোর্ট অফিস এর নাম।
  6. তথ্য ভূল প্রমাণ করার যাবতীয় প্রমাণাদি।
  7. সঠিক তথ্যের প্রমাণাদি।

তো যখন আপনি আপনার পাসপোর্ট এর মধ্যে থাকা ভুল তথ্যকে সংশোধন করার জন্য আবেদন করবেন। তখন আপনার নিকট উপরের এই ডকুমেন্টস গুলোর প্রয়োজন হবে।

আরো পড়ুনঃ পাসপোর্ট কি কি কাজে লাগে?

পাসপোর্টে কোন ধরনের তথ্য গুলো সংশোধন করা যায়?

দেখুন, একটি পাসপোর্ট এর মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকে। কিন্তুু আপনি সেই সকল তথ্য সংশোধন করতে পারবেন না। আর সে কারণে পাসপোর্টের মধ্যে কোন কোন তথ্য গুলো সংশোধন করা যাবে। সে সম্পর্কে আমাদের সঠিক তথ্য জেনে রাখা উচিত।

তো পাসপোর্ট এর মধ্যে যেসব তথ্য সংশোধন করা যায়, সেগুলো নিচে উল্লেখ করা হলো। যেমন, 

  1. আপনার নিজের নাম (বাংলা ও ইংরেজি)।
  2. পিতা ও মাতার নাম
  3. আবেদনকারী ব্যক্তির জন্ম তারিখ।
  4. আবেদনকারী ব্যক্তির পেশা।
  5. অন্যান্য তথ্য।

তো আপনি আসলে একটি পাসপোর্ট এর মধ্যে কোন ধরনের তথ্য গুলো সংশোধন করতে পারবেন। সেগুলো উপরে শেয়ার করা হয়েছে।

পাসপোর্ট সংশোধন করার জন্য কত টাকা লাগে?

আপনি যখন পাসপোর্ট সংশোধন করার জন্য আবেদন করবেন। তখন আপনাকে নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হবে। আর স্বাভাবিক ভাবে একজন ব্যক্তির পাসপোর্ট এর মধ্যে থাকা ভুল তথ্য সংশোধন করার জন্য প্রায় ৪,০২৫ টাকা থেকে ১৩,৮০০ টাকার মতো প্রয়োজন হয়।

তবে আপনাকে আসলে কত টাকা সংশোধন ফি প্রদান করতে হবে। তার নির্ভর করবে আপনার পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা ও ডেলিভারি সময়ের উপর। আর এই বিষয় গুলোর উপর ভিত্তি করে আপনার কত টাকা খরচ হবে। সেই খরচের পরিমান নিচে শেয়ার করা হলো।

৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার সংশোধ ফি

  1. নিয়মিত ডেলিভারিঃ ৪,০২৫ টাকা। 
  2. জরুরী ডেলিভারিঃ ৬,৩২৫ টাকা। 
  3. অতি জরুরী ডেলিভারিঃ৮,৬২৫ টাকা। 

৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার সংশোধ ফি

  1. নিয়মিত ডেলিভারিঃ ৬,৩২৫ টাকা। 
  2. জরুরী ডেলিভারিঃ ৮,৬২৫ টাকা।
  3. অতি জরুরী ডেলিভারিঃ ১০,৩৫০ টাকা। 

১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার সংশোধ ফি

  1. নিয়মিত ডেলিভারিঃ ৫ম৭৫০ টাকা। 
  2. জরুরী ডেলিভারিঃ ৮,০৫০ টাকা। 
  3. অতি জরুরী ডেলিভারিঃ ১০,৩৫০ টাকা।

১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার সংশোধ ফি

  1. নিয়মিত ডেলিভারিঃ ৮,০৫০ টাকা।
  2. জরুরী ডেলিভারিঃ ১০,৩৫০ টাকা।
  3. অতি জরুরী ডেলিভারিঃ ১৩,৮০০ টাকা।

তো একজন ব্যক্তি যখন তার পাসপোর্ট সংশোধন এর জন্য আবেদন করবে। তখন সেই ব্যক্তিকে মোট কত টাকা ফি প্রদান করতে হবে। সেই ফি এর পরিমান উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।

আরো পড়ুনঃ অনলাইনে বাংলাদেশে পাসপোর্ট স্ট্যাটাস চেক

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আমাদের Learning Boss ওয়েবসাইট এর মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আর্টিকেল পাবলিশ করা হয়। যে আর্টিকেল গুলো থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন।

তো আমাদের শেয়ার করা আর্টিকেল গুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে। তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *