কলিং পেপার কি | মালয়েশিয়া কলিং পেপার ডাউনলোড
আমরা সবাই জানি বাংলাদেশি নাগরিকের জন্য কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া। তাই আপনি এখন মালয়েশিয়াতে কলিং ভিসার মাধ্যমে কাজ করার সুযোগ পাবেন। আর কলিং ভিসা পাওয়ার আগে আপনার নিকট একটি কলিং পেপার প্রদান করা হবে। যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সহো আরো বেশ কিছু তথ্য থাকবে।
আর আপনি চাইলে নিজের ঘরে বসে অনলাইনে কলিং পেপার চেক করে ডাউনলোড করতে পারবেন। তাই আজকের আর্টিকেলে আমি আপনাকে কলিং পেপার কি ও মালয়েশিয়া কলিং পেপার ডাউনলোড করার উপায় গুলো ধাপে ধাপে শেয়ার করবো।
কলিং পেপার কি | কলিং পেপার কিভাবে পাবেন?
আপনি যখন কলিং ভিসার জন্য আবেদন করবেন তারপর আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ যখন আপনার কলিং ভিসার আবেদন করার পর মেডিকেল হবে তারপর আপনার হাতে কলিং পেপার চলে আসবে। আর যদি আপনি কলিং পেপার পেয়ে যান তাহলে আপনার কলিং ভিসা হওয়ার সম্ভাবনা অনেকগুন বেড়ে যাবে।
তবে প্রশ্ন হলো যে, এই কলিং পেপার কিভাবে সংগ্রহ করতে পারবো। তো যখন আপনি কলিং ভিসার আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তাদের কাছ থেকে নির্দিষ্ট সময় পর উক্ত কলিং পেপার সংগ্রহ করতে পারবেন।
কলিং পেপার দিয়ে মালয়েশিয়া যাওয়া যাবে?
আমরা অনেকেই মনে করি যে, কলিং পেপার থাকলেই হয়তবা মালয়েশিয়াতে যাওয়া যাবে। তো যারা এমনটা মনে করেন তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কারণ, এই কলিং পেপারের মাধ্যমে এটা প্রমান করা যায় যে, আপনি নির্দিষ্ট একটি মালয়েশিয়ান কোম্পানিতে কাজের জন্য নির্বাচিত হয়েছেন।
তবে কলিং পেপার হাতে পাওয়ার পর মালয়েশিয়া যেতে হলে আপনাকে ভিসার জন্য অপেক্ষা করতে হবে। কারণ এটা তো আমরা সবাই জানি যে, ভিসা ছাড়া আমরা কখনোই একটি দেশ থেকে অন্য দেশে যেতে পারবো না। আর আপনি এমন অনেক মানুষ খুজে পাবেন যাদের কলিং পেপার হওয়ার পরও বিভিন্ন কারণে ভিসা হয়নি।
কেন কলিং পেপার চেক করতে হয়?
যখন আপনার মেডিকেল টৈস্ট করা হবে তারপর নির্দিষ্ট সময়ে আপনার হাতে কলিং পেপার পৌঁছে যাবে। আর এই কলিং পেপার পাওয়ার পর আপনাকে অবশ্যই সেটি অনলাইন থেকে চেক করে নিতে হবে। কারণ, আপনার হাতে থাকা কলিং পেপারটি ভুয়া হতে পারে।
কিন্তুু আপনি যখন অনলাইন থেকে সেই কলিং পেপার চেক করবেন তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে সেটি আসল নাকি ভুয়া। ফলাফল হিসেবে আপনি ভিসা প্রতারনার হাত থেকে মুক্তি পাবেন। তাই অবশ্যই আমাদের সবার কলিং পেপার যাচাই করা অন্ত্যন্ত জরুরী।
কিভাবে কলিং পেপার ডাউনলোড করবেন?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত অনলাইন থেকে কলিং পেপার ডাউনলোড করতে চায়। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে, কলিং পেপার অনলাইন থেকে ডাউনলোড করা যায়না। বরং যখন আপনি মালয়েশিয়া কলিং ভিসা আবেদন করবেন তারপর আপনার ধাপে ধাপে বিভিন্ন ধরনের চেকআপ করা হবে।
এভাবে যখন আপনর মেডিকেল টেস্ট করা হবে তারপর আপনার নিকট কলিং পেপার পৌঁছে দেওয়া হবে। তারপর আপনি অনলাইন থেকে সেই কলিং পেপার চেক করতে পারবেন। কিন্তুু অনলাইন থেকে উক্ত পেপার ডাউনলোড করার মতো কোনো অপশন নেই।
কলিং পেপার চেক করার নিয়ম
আপনি চাইলে সহজ একটি উপায়ে অনলাইন থেকে কলিং পেপার চেক করতে পারবেন। সেজন্য আপনাকে নিচের পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন,
- কলিং পেপার থেকে অ্যাপ্লিকেশন নাম্বার সংগ্রহ করুন।
- তারপর eservices.imi.gov ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এখন আপনি উপরের পিকচারের মতো একটি পেজ দেখতে পারবেন।
- এবার “Application Number” এর ফাঁকা ঘরে আপনার নাম্বারটি দিন।
- সবশেষে “Search” অপশনে ক্লিক করুন।
তো যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন তারপর আপনি আপনার কলিং পেপার চেক করতে পারবেন। যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। আশা করি, এতে আপনার কোনো ধরনের সমস্যা হবেনা।
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, যারা কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চান তাদের জন্য আজকের লেখাটি অনেক হেল্পফুল হবে। কারণ, আজকের আর্টিকেলে আমি আপনাকে কলিং পেপার কি ও কলিং পেপার চেক করার সকল পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি।
তো এরপরও যদি আপনার মালয়েশিয়া কলিং পেপার নিয়ে আরে কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করবেন। আর ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।