নুলস্তা মানে কি | ইতালির নুলস্তা কি?
What does Nulsta mean?: আমাদের বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি এই দুইভাবে ইতালি যাওয়া যায়। আর যদি আপনার ইতালিতে কোনো পরিচিত আত্মীয় থাকে। তাহলে আপনি তাদের মাধ্যমে ইতালিতে গিয়ে কৃষিকাজ বা এই ধরনের কাজ করতে পারবেন। মূলত এই পদ্ধতিতে ইতালি যাওয়ার মাধ্যম কে বলা হয়, ইতালির নুলস্তা।
তো আজকের এই আর্টিকেলে আমরা এই ইতালির নুলস্তা সম্পর্কে বিস্তারিত জানবো। যেগুলো নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।
নুলস্তা মানে কি? ইতালির নুলস্তা বলতে কি বোঝায়?
প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে কাজ করার জন্য যায়। তো ইতালিতে কৃষি কাজের মতো অনেক ধরনের কাজ আছে। যে গুলোর জন্য আমাদের বাংলাদেশ থেকে জনবল নিয়োগ দেওয়া হয়। আর আপনার মধ্যে যদি কৃষিকাজ করার মতো অভিজ্ঞতা থাকে। তাহলে আপনিও ইতালিতে গিয়ে কৃষিকাজ করতে পারবেন।
তবে যদি আপনি নুলস্তার মাধ্যমে ইতালিতে যেতে চান। তাহলে সেই দেশের মধ্যে আপনার পরিচিত কোনো আত্মীয় থাকতে হবে। যারা ইতালিতে আপনার হয়ে ভিসার জন্য আবেদন করবে। সেক্ষেত্রে আর আপনাকে সরকারি ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবেনা। আর উক্ত ইতালি যাওয়ার অনুমতি পত্র কে বলা হয়, নুলস্তা।
ইতালির নুলস্তা কিভাবে পাওয়া যায়?
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ইতালির নুলস্তা হলো বিশেষ এক ধরনের কাজের ভিসা। যার মাধ্যমে আপনি ইতালিতে গিয়ে কৃষিকাজ ও কৃষির সাথে সম্পৃক্ত কাজ গুলো করতে পারবেন। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ইতালির নুলস্তা কিভাবে পাওয়া যায়।
তো যদি আপনি ইতালির নুলস্তা পেতে চান। তাহলে সর্বপ্রথম ইতালিতে আপনার কোনো আত্মীয় থাকতে হবে। কারণ, তারা ইতালি থেকে আপনার জন্য কাজ সংগ্রহ করবে। তারপর আপনাকে একটি ইতালিয়ান কোম্পানিতে নিয়োগ প্রদান করবে। সবশেষে তারা আপনার জন্য ইতালি থেকেই ভিসার আবেদন করবে।
আর যখন আপনার সেই ভিসার আবেদন গ্রহনযোগ্য হবে। তারপর আপনি উক্ত ভিসার মাধ্যমে ইতালি তে যেতে পারবেন। আর ইতালি গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।
তবে এই কাজটি শুধুমাত্র আপনার পরিচিত ব্যক্তিই করতে পারবে বিষয়টা এমন নয়। বরং তারা যখন আপনার হয়ে কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পাঠাতে পারবে। তখন আপনি নিজে থেকেও উক্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ইতালির নুলস্তা কি কি কাজ করা যায়?
যদিওবা আমরা অনেকেই মনে করি যে, ইতালির নুলস্তায় গিয়ে শুধুমাত্র কৃষিকাজ করা হয়। কিন্তুু এই ধারনা টি সম্পূর্ণ ভুল কারণ, আপনি কৃষিকাজ করার পাশাপাশি আরো অন্যান্য কাজ করতে পারবেন। আর সেই কাজের নাম গুলো নিচের তালিকায় দেওয়া হলো।
০১- কৃষি কাজের মধ্যেঃ ফসল চাষ, ফল বাগান পরিচর্যা, পশুপালন, মাছ চাষ, বনজ সম্পদ সংগ্রহ,
০২-শিল্প সম্পৃক্ত কাজঃ গার্মেন্টস, নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ, ধাতুবিদ্যা, যন্ত্রপাতি নির্মাণ, মোটর গাড়ি উৎপাদন,
০৩- পরিষেবা খাতঃ হোটেল, রেস্তোরাঁ, পর্যটন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন ইত্যাদি।
আমাদের বাংলাদেশ থেকে যেসব মানুষ ইতালির নুলস্তায় যেতে পারবে। তারা আসলে কোন ধরনের কাজের সুযোগ পাবে। সেই কাজ গুলোর তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। আর আপনিও ইতালিতে এমন কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
আর আপনি যদি ইতালির কাজের বেতন সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। তাহলে নিচের লিংকে ক্লিক করে ইতালির বিভিন্ন কাজের বেতন সম্পর্কে জেনে নিন।
আপনার জন্য আমাদের শেষকথা
আজকের আলোচনায় আমি আপনাকে ইতালির নুলস্তা সম্পর্কে বিস্তারিত বলেছি। তো আশা করি, এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন।
আর যদি আপনি বিভিন্ন দেশের কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।