৮ নভেম্বর কি দিবস?

What day is November 8?: বিভিন্ন সময় আমাদের জানার দরকার হয় যে, ৮ নভেম্বর কি দিবস। তো নভেম্বর মাসের ৮ তারিখে বিশ্ব রেডিওলোজী দিবস পালন করা হয়। কেননা, এই দিনটিকে জার্মান পদার্থবিজ্ঞানী উইলহেলম রন্টজেনের এক্স-রে আবিস্কার করার স্মরণ হিসেবে পালিত হয়।

কারণ আমরা সকলেই জানি যে, ১৮৯৫ সালে এক্স-রে আবিস্কার করেছিলেন। আর তার এই আবিস্কার এর ফলে চিকিৎসাক্ষেত্রের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। যার মাধ্যমে কোনো একজন রোগীর শরীর এর অভ্যন্তরে চিত্র গ্রহন করা সম্ভব।

৮ নভেম্বর বিশ্ব রেডিওলোজী দিবসে কি করা হয়?

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ৮ নভেম্বর বিশ্ব রেডিওলোজী দিবস পালন করা হয়। আর এই বিশেষ দিনটিকে বিভিন্ন দেশের মানুষ ভিন্ন ভাবে পালন করে। কেননা, অনেকেই এই দিবস কে পালন করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কর্মসূচীর আয়োজন করে।

আবার অনেকেই আছেন যারা শিক্ষামূলক অনুষ্ঠান, সেমিনার ও সম্মেলনের আয়োজন করে। এর পাশাপাশি বিশ্বের অনেক দেশের মধ্যে রেডিওলোজিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মান প্রদর্শন ও উপযুক্ত পুরস্কার প্রদান করে থাকে।

আর আমাদের বাংলাদেশের মধ্যে এই দিনটিকে স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ রেডিওলজি সোসাইটি দ্বারা পালিত হয়। কেননা, এই দিনটিকে বিশেষ ভাবে পালন করার জন্য বিভিন্ন ধরনের হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও আমাদের দেশের মানুষকে রেডিওলোজি সম্পর্কে সচেতন করা হয়।

৮ নভেম্বর জন্মগ্রহন করা বিখ্যাত ব্যক্তিদের তালিকা 

এবার আমি আপনার সাথে একটি তালিকা শেয়ার করবো। যে তালিকায় আপনি সেই সকল বিখ্যাত ব্যক্তিদের নাম জানতে পারবেন। যারা মূলত নভেম্বর মাসের ৮ তারিখে জন্মগ্রহন করেছেন। আর সেই তালিকা টি নিচে উল্লেখ করা হলো।

  1. ১৯০৯ – বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল্লি ঘরানার শাস্ত্রীয়. 
  2. ১৯১৯ – পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে,
  3. ১৯৪৬ – গুউস হিডিঙ্ক, 
  4. ১৯৬৮ – পার্কার পসেয়,
  5. ১৯৭৮ – আলি করিমি, 
  6. ১৯৮৮ – জেসিকা লওন্ডেস,
  7. ১৮৪৭ – জাঁ ক্যাসিমির-পেরিয়ের, 
  8. ১৮৪৮ – ফ্রিড্‌রিশ লুডভিগ গটলব ফ্রেগে,
  9. ১৮৬২ – সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ উস্তাদ আলাউদিন খাঁ। 
  10. ১৮৮৫ – জর্জ বউযিয়ানিস, 
  11. ১৯৮৯ – মরগ্যান সছনেইডেরলিন,  
  12. ১৯২১ -সুবিনয় রায়, 
  13. ১৯২৩ – জ্যাক কিলবি,
  14. ১৯২৭ – এল. কে. আদভানি, 
  15. ১৯৩৮ – রিচার্ড স্টকের, 
  16. ০০৩০ – নেরভা, তিনি ছিলেন রোমান সম্রাট।
  17. ১৫৭২ – প্রুশিয়ার ডিউক জোহান সিগিসমুন্ড।
  18. ১৬৫৬ এডমান্ড হ্যালি

Source: [Wikipedia]

নভেম্বর মাসের ৮ তারিখে বিশ্বের যেসব বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহন করেছেন। তাদের মধ্যে কিছু ব্যক্তির নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। তবে এই তালিকায় এমন অনেক বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। যারা মূলত নভেম্বর মাসের ৮ তারিখে জন্মগ্রহন করেছেন।

৮ নভেম্বর মৃত্যুবরন করা বিখ্যাত ব্যক্তিদের তালিকা

এবার আমি আপনাকে সেইসব বিখ্যাত ব্যক্তিদের তালিকা প্রদান করবো। যে ব্যক্তিরা নভেম্বর মাসের ৮ তারিখে মৃত্যুবরন করেছেন। আর সেই তালিকাটি নিচে শেয়ার করা হলো।

  1. ৬৭২ – মাওলানা জালাল উদ্দিন রুমি (র:)।
  2. ১২৩১ – ফ্রান্সের রাজা অষ্টম লুইস।
  3. ১২৩৪ – বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ, কুর্দি পণ্ডিত।
  4. ১৩০৮ – জন ডান্স স্কোটাস, একজন ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ।
  5. ১৯৩৩ – লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।
  6. ১৯৩৩ – আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন।
  7. ১৯৫৩ – ইভান বুনিন, নোবেল বিজয়ী রুশ লেখক। 
  8. ১৯৫৪ – মোহাম্মদ ওয়াজেদ আলী, বাংলাদেশি সাহিত্যিক।
  9. ১৯৬০ – সুব্রত মুখার্জী, ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চীফ অভ দ্যা এয়ার স্টাফ। 
  10. ১৯৭০ – নারায়ণ গঙ্গোপাধ্যায়, বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্পকার।
  11. ১৯৮৩ – জেমস হেডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  12. ১৯৮৫ – প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার ৷(
  13. ১৯৯৮ – রুমের গুডডেন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
  14. ২০০৯ – ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
  15. ১৬৭৪ – জন মিলটন, একজন ইংরেজ কবি।
  16. ১৮৮৭ – ইউজিন পতিয়ে, ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি এবং পরিবহন কর্মী।
  17. ১৮৯০ – সিসার ফ্রাঙ্ক, তিনি ছিলেন বেলজিয়ান অর্গানবাদক ও সুরকার।
  18. ১৮৯৩ – মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যান।

Source: [Wikipedia]

যেসব বিখ্যাত ব্যক্তিরা নভেম্বর মাসের ৮ তারিখ মৃত্যুবরন করেছেন। সেই ব্যক্তিদের নাম উপরের তালিকায় শেয়ার করা হয়েছে।

আপনার জন্য লেখকের শেষকথা

৮ নভেম্বর হলো বিশ্ব রেডিওলোজি দিবস। আর কেন এই দিবসকে পালন করা হয় সে বিষয় গুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে। আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হবেন।

তো যদি আপনি এই ধরনের উপকারী তথ্য গুলো বিনামূল্যে পেতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *