বিশ্বের সেরা ১০ ধনী ২০২৩
Top 10 richest people in the world: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তির নাম জানতে চান। তো আজকে আমি আপনাকে সেই ব্যাক্তিদের সাথে পরিচয় করিয়ে দিবো। যারা মূলত বিশ্বের সেরা ১০ ধনী ব্যাক্তির তালিকায় আছেন। তবে সবার শুরুতে বলে রাখি যে, আজকের শেয়ার করা এই তালিকা টি অনলাইন এর বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে।
বিশ্বের সেরা ১০ ধনী ব্যাক্তির তালিকা
দীর্ঘ সময় ধরে গোটা বিশ্বের মধ্যে সেরা ধনী ব্যক্তি হিসেবে বিল গেটস এর নাম শোনা যেতো। কিন্তুু বর্তমান সময়ে সেই শীর্ষ ধনীর তালিকায় অনেক পালাবদল হয়েছে। আর উক্ত তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন ধনী ব্যক্তিদের নাম।
আর বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে যেসব ব্যক্তিরা শীর্ষ ১০ ধনীর তালিকায় আছে। সেই ব্যক্তির নাম গুলো নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো। যেমন,
১) বার্নার্ড আরনল্ট
বর্তমান সময়ে গোটা বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে অবস্থান করা ব্যক্তির নাম হলো, বার্নার্ড আরনল্ট। কেননা, তার মোট সম্পত্তির পরিমান হলো প্রায় ২১ হাজার কোটি ডলার। তিনি হলেন ফ্রান্সের নাগরিক আর তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস করেন।
বার্নার্ড আরনল্ট এর “এলভিএমএইচ” নামক একটি প্রসাধনী কোম্পানি আছে। যেখানে প্রায় ৭০ টি ফ্যাশন প্রসাধন আছে যেমন, লুই ভুইটন, ক্রিস্টিয়ান ডিওর, মোয়ে অ্যান্ড চ্যান্ডন ও সেফোরা। আর এই ব্যক্তির বয়স হলো ৭০ বছর।
২) ইলন মাস্ক
আধুনিক প্রজন্ম অবশ্যই এই মানুষটিকে চিনে থাকবেন। কেননা, তিনি বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক মাধ্যম কোম্পানি টুইটারের প্রধান নির্বাহী। যার বর্তমান সম্পদের পরিমান হলো প্রায় ১৯ হাজার ৬৫০ কোটি ডলার।
তবে ইলন মাস্কের মোট আয় আসে টেসলা থেকে। তিনি হলেন একজন ইউএস এর নাগরিক আর বর্তমান সময়ে তিনি টেক্সাসে বসবাস করছেন।
৩) জেফ বেজোস
আপনি অবশ্যই অ্যামজন ই-কমার্স প্রতিষ্ঠান এর নাম শুনে থাকবেন। মূলত তিনি এই জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান এর প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত আছেন। যার বর্তমান সম্পদের পরিমান হলো প্রায় ১১ হাজার ৭৪০ কোটি ডলার। আর তিনি হলেন একজন ইউএস এর নাগরিক। যিনি মেডিনা ওয়াশিংটনে বসবাস করেন।
৪) ল্যারি এলিসন
তিনি হলেন ওরাকল সফটওয়্যার কোম্পানির একজন সহ প্রতিষ্ঠা। যার বর্তমান মোট সম্পদের পরিমান হলো প্রায় ১১ হাজার ২৩০ কোটি ডলার। তার বয়স হলো ৭৮ বছর আর তিনি ইউএস এর একজন নাগরিক। আর এই ব্যক্তির মোট আয়ের প্রায় অধিকাংশ আসে ওরাকল সফটওয়্যার কোম্পানি থেকে।
৫) ওয়ারেন বাফেট
প্রায় ৯২ বছর বয়সী এই ব্যক্তি বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় আছেন। যার মোট সম্পদ এর পরিমান হলো প্রায় ১০ হাজার ৬৪০ কোটি ডলার। আর তিনি মূলত একজন ইউএস এর নাগরিক। যিনি বর্তমান সময়ে ওমাহা নেব্রাস্কা তে বসবাস করছেন।
৬) বিল গেটস
দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা ধনীদের তালিকায় শীর্ষে থাকা ব্যাক্তির নাম হলো, বিল গেটস। যার মোট সম্পদ এর পরিমান প্রায় ১০ হাজার ৪৯০ কোটি ডলার। তিনি হলেন মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা। আর তিনি হলেন একজন ইউএস এর নাগরিক।
৭) কার্লোস স্লিম হেলু
তিনি একজন মেক্সিকান নাগরিক, যার বয়স প্রায় ৮৩ বছর। তার মোট সম্পদের পরিমান হলো প্রায় ৮ হাজার ৯৯০ কোটি ডলার। তিনি মূলত ”আমেরিকা মোভিল” নামের একটি টেলিকম নিয়ন্ত্রন করেন।
৮) মুকেশ আমবানি
আমাদের পাশ্বর্তী দেশ ভারতে জন্মগ্রহন করা এই ব্যক্তির মোট সম্পদের পরিমান হলো ৮ হাজার ৩৩০ কোটি ডলার। তিনি হলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান। আর এই সম্পূর্ণ ব্যবসাটি তিনি নিজেই পরিচালনা করেন।
৯) স্টিভ বালমার
তিনি ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমান হলো প্রায় ৮ হাজার ৯০ কোটি ডলার। আর তিনি হলেন একজন ইউএস এর নাগরিক।
১০) ফ্রঁসোয়াজ বেটেনকোর্ট মায়ার্স
তিনি হলেন ফ্রান্সের একজন নাগরিক। যার মোট সম্পদের পরিমান হলো প্রায় ৮ হাজার ৭০ কোটি ডলার। তার একটি লরিয়াল নামক প্রসাধন সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি আছে।
আরো পড়ুনঃ ইউরোপের ধনী দেশের তালিকা
আপনার জন্য আমাদের কিছুকথা
আজকের আর্টিকেলে বিশ্বের সেরা ১০ ধনী ব্যাক্তির তালিকা শেয়ার করা হয়েছে। তো আশা করি, এই লেখাটি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আর এমন ধরনের উপকারী তথ্য গুলো বিনামূল্যে পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।