কাতার ভিসা চেক অনলাইন (পাসপোর্ট/ভিসা নম্বর) দিয়ে

Qatar Visa Check Online: যখন আপনি কাতার যাওয়ার জন্য ভিসার আবেদন করবেন। তার পরবর্তী ধাপে আপনার আপনার কাতার ভিসা যাচাই করে নিতে হবে। আর বর্তমান সময়ে আপনি কাতার ভিসা চেক অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

তবে এই কাতার ভিসা চেক করার জন্য আপনাকে আসলে কি কি নিয়ম মানতে হবে। আপনার কোন ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে। উক্ত বিষয় গুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

Table of Contents

কেন কাতার ভিসা চেক করতে হয়?

যখন আপনি কোনো দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করবেন। আর যখন আপনার ভিসার সকল কার্যক্রম সম্পন্ন হবে। তখন আপনার গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হবে, উক্ত ভিসা চেক করা। কেননা, যদি আপনি সেই ভিসা চেক করেন। তাহলে আপনি আপনার ভিসা সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারবেন।

অর্থ্যাৎ আপনি একবারে নিশ্চিত হতে পারবেন যে, আপনার ভিসা টি অফিশিয়ালি ভাবে প্রদান করা হয়েছে। এর ফলে কেউ আপনার সাথে প্রতারনা করতে পারবে না। এবং সেই ভিসার মাধ্যমে বিদেশ গেলেও আপনার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবেনা। তাই আমাদের সবার উচিত ভিসা যাচাই করে নেওয়া।

কিভাবে কাতার ভিসা চেক অনলাইন করা সম্ভব?

দেখুন, বর্তমান সময়ে ভিসা রিলেটেড অধিকাংশ কাজগুলো অনলাইন থেকে করা সম্ভব হয়। তাই যদি কোনো কারণে আপনি অনলাইন থেকে আপনার কাতার ভিসা চেক করতে চান। তাহলে আপনি মোট ০২ টি পদ্ধতির মাধ্যমে কাতার ভিসা চেক করে নিতে পারবেন। আর সেই পদ্ধতি গুলো হলো,

  1. পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক এবং
  2. ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক।

মূলত আপনি উপরে যে দুইটি পদ্ধতি দেখতে পাচ্ছেন। এগুলোর মাধ্যমে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাতার ভিসা চেক অনলাইন করতে পারবেন। তবে অনলাইন থেকে ভিসা চেক করার জন্য আপনার আরো কিছু তথ্য এর দরকার হবে। সেগুলো নিচে উল্লেখ করা হলো।

আরো পড়ুনঃ কাতার কোম্পানি ভিসা সম্পর্কে বিস্তারিত জানুন

কাতার ভিসা অনলাইন চেক করতে কি কি লাগে?

আপনি যখন ভিসা কিংবা পাসপোর্ট রিলেটেড কাজ করবেন। তখন অবশ্যই আপনার নিকট প্রয়োজনীয় কিছু তথ্য ও ডকুমেন্টস এর দরকার হবে। আর যেহুতু আপনি অনলাইন থেকে কাতার ভিসা চেক করতে চান। সেহুতু আপনার নিকট নিচের তথ্য গুলো থাকতে হবে। যেমন,

  1. জাতীয়তার তথ্য এর দরকার হবে
  2. পাসপোর্ট নম্বর এর প্রয়োজন হবে
  3. ভিসা নম্বর এর প্রয়োজন হবে

মূলত আপনার নিকট যদি উপরে উল্লেখিত তথ্য গুলো থাকে। তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়ােই কাতার ভিসা অনলাইনে চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ কাতারের ভিসা কবে চালু হবে ২০২৩

কাতার ভিসা চেক অনলাইন করার নিয়ম 

আপনি চাইলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই অনলাইন থেকে কাতার ভিসা চেক করতে পারবেন। তবে তার জন্য আপনাকে যে সকল নিয়ম ফলো করতে হবে। এবার আমি আপনাকে ধাপে ধাপে সেই নিয়ম গুলো দেখিয়ে দিবো। আর আপনি অবশ্যই নিচে দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করার চেষ্টা করবেন। যেমন,

কাতার ভিসা চেকিং ওয়েবসাইটে প্রবেশ করুন

কাতার ভিসা চেকিং ওয়েবসাইটে প্রবেশ করুন

যখন আপনি অনলাইন থেকে কোনো ধরনের কাজ করবেন। তখন অবশ্যই আপনাকে সঠিক ওয়েব সাইট এর মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যেহুতু অনলাইন থেকে কাতার ভিসা চেক করতে চান। সেহুতু আপনাকে কাতারের ভিসা চেক করার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেজন্য আপনাকে সবার প্রথমে গুগলে যেতে হবে। তারপর “portal.moi.gov.qa” এটি লিখে সার্চ করতে হবে। এরপর সবার প্রথমে যে ওয়েবসাইট টি দেখতে পারবেন। আপনাকে সেই ওয়েবসাইট এর মধ্যে ক্লিক করতে হবে। আর যদি আপনার এই কাজটি কঠিন মনে হয়। তাহলে আপনি এখানে ক্লিক করেও সরাসরি উক্ত ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করতে পারবেন।

মেনুবার থেকে Visa Services নামক অপশন সিলেক্ট করুন 

তো যখন আপনি প্রথমবার উক্ত ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবেন। তারপর আপনার সামনে বিভিন্ন ধরনের অপশন আসবে। তবে আপনাকে সবার বাম পাশের মেনু অপশন থেকে “Visa Services” নামক অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি ডানপাশে আরো বেশ কিছু অপশন দেখতে পারবেন।

আর যেহুতু আপনি অনলাইন থেকে কাতার ভিসা চেক করতে চান। সেহুতু ডানপাশের মধ্যে থাকা অপশন গুলোর মধ্যে আপনাকে “Visa Inquiry and Printing” নামক অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে নিচের পদ্ধতি গুলো ফলো করতে হবে।

ভিসা চেকিং করার পদ্ধতি নির্বাচন করুন

যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন। তারপর আপনাকে আপনার ভিসা চেক করার পদ্ধতি গুলো ফলো করতে হবে। কেননা, এবার আপনি ভিসা চেক করার জন্য মোট দুইটি অপশন দেখতে পারবেন। আর সেগুলো হলো,

  1. Visa Number দিয়ে চেক
  2. Passport Number দিয়ে চেক

তো আপনি উপরের যে কোনো একটির মাধ্যমে আপনার ভিসা চেক করে নিতে পারবেন। তবে এবার আমি আপনাকে উপরে উল্লেখিত দুইটি মাধ্যমে কাজ করার পদ্ধতি গুলো দেখিয়ে দিবো। যেন আপনার কোনো ধরনের অসুবিধা না হয়।

কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করবেন?

মূলত যখন আপনি পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে চাইবেন। তখন আপনাকে “Passport Number” এর বক্সের মধ্যে টিক মার্ক প্রদান করতে হবে। তার ঠিক ডানপাশে আপনি একটা ফাঁকা বক্স দেখতে পারবেন। সেখানে আপনাকে আপনার পাসপোর্ট এর নম্বরটি প্রদান করতে হবে।

এরপর নিচের অপশনে আপনি ”Nationality” নামক আরো একটি অপশন দেখতে পারবেন। তো আপনি যেহুতু বাংলাদেশি তাই এখানে থাকা ড্রপডাউন মেনু থেকে “BANGLADESH” সিলেক্ট করে দিতে হবে। সবশেষে আপনাকে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে। আর যখন আপনি সঠিক ভাবে ক্যাপচা কোড পূরণ করবেন। তারপর আপনাকে “Submit” বাটনে ক্লিক করতে হবে।

কিভাবে ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করবেন?

আমি শুরুতেই আপনাকে বলেছি যে, আপনি পাসপোর্ট/ভিসা নম্বর এই দুটোর মাধ্যমেই কাতার ভিসা চেক করতে পারবেন। তো যদি আপনি ভিসা নম্বর দিয়ে কাতার ভিসা চেক করতে চান। সেজন্য আপনাকে “Visa Number” এর মধ্যে ক্লিক করতে হবে।

এবার ডানপাশের মধ্যে থাকা ফাঁকা বক্স এর মধ্যে আপনাকে আপনার ভিসার নম্বর দিতে হবে। তার ঠিক নিচের অপশন থেকে আপনাকে ”Nationality” নামক অপশন এর মধ্যে “BANGLADESH” সিলেক্ট করতে হবে। এবং সবশেষে আপনাকে ক্যাপচা কোড পূরণ করার পর “Submit” বাটন এর মধ্যে ক্লিক করতে হবে।

মূলত আপনি যদি উপরে দেখানো পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই আপনার কাতার ভিসা চেক অনলাইন করতে পারবেন। আশা করি, এতে আপনার তেমন কোনো ধরনের সমস্যা হবেনা।

আরো পড়ুনঃ 

কাতার ভিজিট ভিসার দাম কত?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত কাজ বা চাকরি করার জন্য কাতারে যেতে চায়। আবার অনেকেই আছেন, যারা আসলে কাতারে ভিজিট করার জন্য যেতে চায়। তো বর্তমান সময়ে আপনি যদি কাতারে ভিজিট ভিসার জন্য যেতে চান। তাহলে আপনার মোট খরচের পরিমান হবে ০৫ লাখ টাকা থেকে ০৬ লাখ টাকা পর্যন্ত।

যদিওবা এই ভিসার দাম কখনই কম হয় আবার কখনও বেশি হয়। তবে বর্তমান সময়ে আমাদের দেশের মানুষের জন্য মোট কত টাকা খরচ করতে হবে। তার একটা প্রাথমিক ধারনা দেওয়ার চেষ্টা করলাম। আর সরকারি ভাবে কাতার গেলে খরচ তুলনামূলক ভাবে কম হবে এটা তো আপনি বেশ ভালো করেই জানেন।

কাতারে যেতে কত বছর বয়স লাগে ২০২৩?

যখন আপনি কাতারে কাজের ভিসায় যেতে চাইবেন। তখন আপনার জন্য বয়স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো স্বাভাবিক ভাবে পৃথিবীর যেকোনো দেশে কাজের ভিসায় যাওয়ার জন্য ১৮ বছর বয়স এর প্রয়োজন হয়। এবং বর্তমান সময়ে আমাদের দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষেরা কাতারে কাজের ভিসায় যেতে পারবে।

কাতার এর বেসিক বেতন কত?

একটা বিষয় আমাদের সকলের বেশ ভালো করে জানা আছে। সেটি হলো, পৃথিবীর অন্যান্য উন্নত দেশ গুলোর তুলনায় কাতারে খুব ভালো মানের বেতন পাওয়া যায়। তবে আপনার ক্ষেত্রে আসলে কত টাকা বেতন ধরা হবে, সেটা কিন্তুু ষ্পষ্ট করে বলা সম্ভব নয়। কেননা, কাতারের বেতন মূলত আপনার কাজ এর দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রদান করা হবে।

যেমন, আপনি যদি ইলেকট্রিশিয়ান এর কাজ করতে পারেন। তাহলে আপনার বেতন এর পরিমান হবে প্রায় ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার মতো। আর আপনি যদি পাইপ ফিটার কিংবা কনস্ট্রাকশন এর কাজ করতে পারেন।

তবে আপনার বেতন ৮০ হাজার থেকে ১ লাখ টাকা হবে। সেইসাথে যারা ফ্রিজ বা এসি মেরামত এর কাজ করতে পারবেন। তাদের বেতন এর পরিমান হবে ৭০ থেকে ৮০ হাজার টাকা। কিন্তুু আমি আবারও বলছি যে, আপনার বেতন এর পরিমান আপনার কাজ ও দক্ষতার উপর নির্ভর করে প্রদান করা হবে।

বাবা মাকে কাতারে নিয়ে যাওয়া যাবে কি?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে নিজের বাবা মা কে কাতারে নিয়ে যেতে চান। যার কারণে তারা জানতে চান যে, বাবা মা কে কাতারে নিয়ে যাওয়া যাবে কিনা। তো আপনিও যদি উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে শুনুন…….

আপনি চাইলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার পিতা ও মাতা কে কাতারে নিয়ে যেতে পারবেন। তবে তার জন্য আপনাকে কাতারের ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবে। আর যখন আপনার কাতার ফ্যামিলি ভিসা থাকবে। তখন আপনি স্বল্প সময়ের জন্য আপনার বাবা মা কে কাতারে নিয়ে যেতে পারবেন।

পাকিস্তান কি কাতার ভিসা ফ্রি?

একটা বিষয় জেনে আপনি বেশ অবাক হয়ে যাবেন। কারণ, আপনি যদি একজন পাকিস্তান এর নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনি কোনো প্রকার ভিসা ছাড়াই শুধুমাত্র পাকিস্তান এর পাসপোর্ট দিয়ে কাতারে যেতে পারবেন। আর যদি আপনার ভিসা ছাড়াই পাকিস্তান থেকে কাতারে যান। তাহলে আপনার কাতারে অবস্থান করার সময়সীমা হবে মাত্র ৩০ দিন।

আর এই ৩০ দিন পর আপনাকে পুনরায় কাতার ত্যাগ করে পাকিস্তানে আসতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে, ভিসা ছাড়াই কাতারে গিয়ে ৩০ দিন পরে আর কোনো মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন না।

কাতার ফ্লাইটের কতক্ষণ আগে চেক ইন করা যায়?

যখন আপনার কাতার ফ্লাইটের সময় আসবে, তখন আপনাকে অবশ্যই চেক ইন করিয়ে নিতে হবে। তবে তার জন্য অবশ্যই আপনাকে কাতার ফ্লাইট চেক ইন করার সঠিক সময় জেনে নিতে হবে। যদিওবা বিষয়টি আপনি অনলাইনের মাধ্যমেও চেক করতে পারবেন। তবুও আপনার চেক ইন করার সময় জেনে রাখা উচিত।

তো ফ্লাইট ছাড়ার প্রায় ০৩ ঘন্টা আগে থেকেই কাতার চেক ইন কাউন্টার গুলো খোলা থাকে। এছাড়াও ফ্ল্যাইট প্রস্থান করার প্রায় ০১ ঘন্টা আগেই সেগুলো একবারে বন্ধ হয়ে যায়। আর আপনি তো বেশ ভালো করেই জানেন যে, এই চেক ইন পয়েন্ট গুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়। তাই সবচেয়ে ভালো হবে অনলাইনের মাধ্যমে চেক ইন করা।

আরো পড়ুনঃ কাতার ভিসা ইকোয়াডর নিয়ে সকল তথ্য দেখুন

পরিশেষে আমাদের কিছুকথা

আপনারা যারা কাতার ভিসা চেক অনলাইন থেকে করতে চান। তাদের আসলে কোন কোন পদ্ধতি গুলো ফলো করতে হবে। আজকের আলোচনায় সেই বিষয় গুলো নিয়ে বিস্তারিত বলা হয়েছে। তো আশা করি এই আর্টিকেল টি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন।

আর পাসপোর্ট কিংবা ভিসা সম্পর্কে এই ধরনের অজানা তথ্য জানতে চাইলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *