কাতার ভিসা ইকোয়াডর নিয়ে সকল তথ্য দেখুন

See all information about Qatar Visa Ecuador: বর্তমানে আপনি যদি ইকোয়াডর এর মধ্যে অবস্থান করে থাকেন। এবং আপনি যদি ইকুয়েডর থেকে কাতার যেতে চান। তাহলে আপনাকে জানতে হবে যে, ইকুয়েডর থেকে কাতার যেতে ভিসার দরকার হবে কিনা।

তো এই প্রসঙ্গে আমি বলবো, বর্তমানে ইকুয়েডর থেকে কাতার যেতে হলে। কোনো ভিসার দরকার হয়না। বরং আপনার নিকট যদি ইকুয়েডর এর বৈধ পাসপোর্ট থাকে। তাহলে আপনি সেই পাসপোর্ট এর সাহায্য ভিসা ছাড়াই কাতার যেতে পারবেন।

কিন্তু আপনি যদি ভিসা ছাড়াই ইকুয়েডর থেকে কাতারে প্রবেশ করেন। তাহলে আপনার ভ্রমন কালের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত। আর উক্ত সময় অতিবাহিত হওয়ার পর আপনাকে পুনরায় কাতার ছাড়াতে হবে। কিংবা আপনি ভিসার আবেদন করে কাতারে আরো দীর্ঘ সময় থাকতে পারবেন।

ইকুয়েডর থেকে ভিসা ছাড়াই কোন কোন দেশে যাওয়া যাবে?

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ইকুয়েডর থেকে কাতারে আসতে কোনো ধরনের ভিসার দরকার হয়না। তবে শুধুমাত্র কাতার নয়, বরং আপনি মোট ৫৯ টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

আর যে সকল দেশে ইকুয়েডর থেকে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। সেই দেশের নাম গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন, 

  1. আর্জেন্টিনা
  2. আরুবা
  3. বাহামাস
  4. বেলারুশ
  5. বেলিজ
  6. বলিভিয়া
  7. ক্যারিবিয়ান নেদারল্যান্ডস
  8. ব্রাজিল
  9. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
  10. কেম্যান দ্বীপপুঞ্জ
  11. চিলি
  12. চীন
  13. কলম্বিয়া
  14. কুক দ্বীপপুঞ্জ
  15. কুরাকাও
  16. ডমিনিকা
  17. ডোমিনিকান প্রজাতন্ত্র
  18. এল সালভাদর
  19. জর্জিয়া
  20. গুয়াতেমালা
  21. গায়ানা
  22. হাইতি
  23. হন্ডুরাস
  24. হংকং
  25. ইন্দোনেশিয়া
  26. ইজরায়েল
  27. জ্যামাইকা
  28. কাজাখস্তান
  29. ম্যাকাও
  30. মালয়েশিয়া
  31. মেক্সিকো
  32. মাইক্রোনেশিয়া
  33. মলদোভা
  34. মন্টিনিগ্রো
  35. নিকারাগুয়া
  36. নিউ
  37. ওমান
  38. প্যালেস্টাইন
  39. পানামা
  40. প্যারাগুয়ে
  41. পেরু
  42. ফিলিপাইন
  43. কাতার
  44. রাশিয়া
  45. সিঙ্গাপুর
  46. দক্ষিন আফ্রিকা
  47. দক্ষিণ কোরিয়া
  48. শ্রীলংকা
  49. সেন্ট কিটস ও নেভিস
  50. সেন্ট মার্টিন
  51. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
  52. সুরিনাম
  53. তাজিকিস্তান
  54. গাম্বিয়া
  55. ত্রিনিদাদ ও টোবাগো
  56. টার্কস্ ও কেইকোস দ্বীপপুঞ্জ
  57. তুর্কিয়ে
  58. ইউক্রেন
  59. উরুগুয়ে

উপরের তালিকা তে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন। সেই দেশ গুলো তে প্রবেশ করার জন্য ইকুয়েডর এর নাগরিকদের কোনো প্রকার ভিসার দরকার হয়না।

কিন্তুু অবাক করার মতো বিষয় হলো। পৃথিবীতে এমন অনেক দেশ আছে, যে দেশ গুলো তে প্রবেশ করতে ইকুয়েডর এর নাগরিকদের ভিসা কিংবা পাসপোর্ট কোনো কিছুর দরকার হয়না। সেই দেশ গুলোর তালিকা নিচে প্রদান করা হলো।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায়

ইকুয়েডর থেকে ভিসা ও পাসপোর্ট ছাড়াই কোন দেশে যাওয়া যায়?

এতক্ষন এর আলোচনাতে আমি আপনাকে সেই দেশ গুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। যে দেশ গুলোতে প্রবেশ করার জন্য ইকুয়েডর এর কোনো ধরনের ভিসার দরকার হয়না। তবে এবার আমি আপনাকে আরো কিছু দেশের নাম বলবো। যে দেশ গুলোতে প্রবেশ করার জন্য ইকুয়েডর এর ভিসা কিংবা পাসপোর্ট কোনো কিছুর দরকার হয়না। যেমন,

  1. আর্জেন্টিনা
  2. বলিভিয়া
  3. ব্রাজিল
  4. চিলি
  5. প্যারাগুয়ে
  6. পেরু
  7. উরুগুয়ে

উপরে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন। উক্ত দেশ গুলোতে ইকুয়েডর এর নাগরিকরা শুধুমাত্র তাদের আইডি কার্ড এর মাধ্যমে প্রবেশ করতে পারে।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপায়

আমি কি ভিসা ছাড়া কাতারে যেতে পারি?

একটা কথা বলে রাখা ভালো যে, শুধুমাত্র GCC (Gulf Cooperation Council) এর আওতাভুক্ত দেশ গুলো ভিসা ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবে। কিন্তুু এর বাইরে আপনি যদি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কাতারে যেতে চান। তাহলে আপনার নিকট অবশ্যই বৈধ ভিসা এবং পাসপোর্ট থাকতে হবে। অন্যথায় আপনি কাতারে প্রবেশ করতে পারবেন না।

আরো পড়ুনঃ সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়ার উপায়

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনি যদি ইকুয়েডর থেকে কাতারে আসতে চান। তাহলে আপনার ভিসার প্রয়োজন হবে কিনা। আজকের আর্টিকেলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। এছাড়াও আমি আপনাকে এমন অনেক দেশের নাম বলেছি। যে দেশ গুলোতে ইকুয়েডর থেকে প্রবেশ করার জন্য কোনো ভিসার দরকার হয়না।

তো আশা করি, এই আর্টিকেল থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। আর আপনি যদি এই ধরনের অজানা তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *