ওমান ই ভিসা | ওমান ই ভিসা চেক

Oman E Visa Check: আপনি যদি ওমান যাওয়ার জন্য ভিসার আবেদন করেন। এবং যদি আপনি আপনার সেই ভিসা চেক করতে চান। তাহলে আপনি একবারে সঠিক জায়গা তে চলে এসেছেন। কারণ আজকে আমি আপনাকে ওমান ই ভিসা চেক করার যাবতীয় পদ্ধতি গুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তবে তার জন্য আপনাকে আজকের আলোচিত আলোচনা গুলো মনোযোগ দিয়ে দেখতে হবে।

ওমান ই ভিসা চেক করতে কি কি লাগে?

যেহেতু আপনি ওমান ই ভিসা চেক করতে চান। সেহেতু সবার শুরুতেই আপনাকে জেনে নিতে হবে যে, ওমান ভিসা চেক করার জন্য কি কি প্রয়োজন হয়। তো একটা কথা বলে রাখি যে, ওমানের ভিসা চেক করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আর যে গুলোর প্রয়োজন হয়, সেগুলো হল-

  1. আপনার অ্যাপ্লিকেশন নম্বর এর প্রয়োজন হবে।
  2. আপনার পাসপোর্ট নাম্বার এর প্রয়োজন হবে।

মূলত আপনি উপরের এই দুই ধরনের ডকুমেন্টস এর মাধ্যমে আপনার ওমান ই ভিসা চেক করে নিতে পারবেন। তবে চেক করার জন্য আপনার কি কি পদ্ধতি ফলো করতে হবে। সে গুলো নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুনঃ মালয়েশিয়া ই ভিসা কি? চেক করার নিয়ম ২০২৩

ওমান ই ভিসা চেক করার উপায়

আপনি চাইলে খুব সহজেই আপনার ওমান ই ভিসা চেক করে নিতে পারবেন। সে জন্য আপনাকে একটি ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে। সেই ওয়েবসাইট টি হলো, (evisa.rop.gov.com). আর যখন আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। তারপরে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য গুলো প্রদান করতে হবে। যেমন,

  1. ভিসা অ্যাপ্লিকেশন নম্বর
  2. ট্রাভেল ডকুমেন্ট নম্বর
  3. পাসপোর্ট নম্বর
  4. আপনার দেশ এর নাম

তো যখন আপনি উপরের ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই যাবতীয় তথ্য গুলো প্রদান করবেন। তারপর আপনি আপনার ওমান ই ভিসা চেক করে নিতে পারবেন। তবে যদি আপনি এই ভিসা চেক করার পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখতে চান। তাহলে আপনাকে নিচের আলোচনায় নজর রাখতে হবে।

আরো পড়ুনঃ সৌদি আরবে ভিসা চেক অনলাইন বাংলাদেশ

ওমান ভিসা চেক করার নিয়ম

উপরের আলোচনা তে আমি আপনাকে ওমান ই ভিসা চেক করার উপায় সংক্ষিপ্ত আকারে বলেছি। তবে ভিসা চেক করতে যেন আপনার কোন ধরনের সমস্যা না হয়। সে কারণে এবার আমি আপনাকে প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত বলবো। আর সেজন্য আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে। যেমন,

  1. সবার প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে।
  2. আর আপনি যখন উপরের লিংক এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনি ঠিক নিচের পিকচার এর মত একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওমান ভিসা চেক করার নিয়ম
  3. যেখানে সবার প্রথমেই আপনি ”Visa Application Number” নামক একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নম্বর টি বসিয়ে দিতে হবে।
  4. তার ঠিক নিচের অপশনে আপনি ”Travel Document Number” নামের একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশন এর মধ্যে আপনাকে আপনার ট্রাভেল ডকুমেন্ট নম্বর টি বসিয়ে দিতে হবে।
  5. এবার ডান পাশে তাকালে ”Document’s Nationality” দেখতে পারবেন। এখানে আপনার দেশ হিসেবে অবশ্যই ”বাংলাদেশ” সিলেক্ট করে দিবেন। 
  6. সবশেষে ”Text Verification” এই অপশন এর মধ্যে উপরে আপনি যে ক্যাপচা কোড টি দেখতে পারবেন। সেটি নির্ভুল ভাবে টাইপ করে বসিয়ে দিবেন।

আর যখন আপনি উপরের উল্লেখিত তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করবেন। তারপর আপনাকে সার্চ নামক অপশনে ক্লিক করতে হবে। আর যখন আপনি সার্চ অপশন এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ওমান ই ভিসা চেক করে নিতে পারবেন।

তো এবার যদি আপনি স্ট্যাটাস এপ্রুভড (Status approved) নামক অপশনটি দেখতে পারেন। তাহলে বুঝতে হবে যে, আপনার ভিসা সম্পূর্ণ ভাবে কমপ্লিট হয়েছে। এবং আপনি চাইলে আপনার পেমেন্ট রিসিভ কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। সেজন্য আপনাকে উক্ত পেজ এর সবার উপরে থাকা ডান পাশের অ্যারো অপশন এর মধ্যে ক্লিক করতে হবে। আর তারপর আপনি পেমেন্ট রিসিভ কপি ডাউনলোড করার অপশন দেখতে পারবেন।

আরো পড়ুনঃ সকল দেশের ভিসা চেক অনলাইনে

ওমান ভিসা চেক নিয়ে আমাদের শেষকথা

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদের ওমান ই ভিসা চেক করার সকল পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। আশা করি, আপনি যদি আজকের পদ্ধতি গুলো অনুসরণ করেন। তাহলে আপনার ওমান ই ভিসা চেক করতে কোন ধরনের সমস্যা হবেনা।

তবে এরপরও যদি আপনার কোন ধরনের সমস্যা হয়। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভিসা কিংবা পাসপোর্ট রিলেটেড তথ্য জানতে হলে। অবশ্যই আমাদের ওয়েবসাই টে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *