সৌদি আরবের বিভিন্ন শহরের নাম জেনে নিন

Names of cities in Saudi Arabia: মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্রের নাম হলো, সৌদি আরব। যার মোট আয়তন হলো, ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার। আর এত বড় আয়তন হওয়ার কারণে সৌদি আরব এখন এশিয়ার আরব দেশ গুলোর মধ্যে  দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও বৃহত্তম এই দেশটি তে রয়েছে অনেক শহর। আর আজকের আর্টিকেলে আমি আপনাকে সৌদি আরবের বিভিন্ন শহরের নাম গুলো জানিয়ে দিবো।

সৌদি আরবের বিভিন্ন শহরের নাম

সত্যি বলতে সৌদি আরব হলো এমন একটি দেশ। যার বুক চিরে অবস্থান করে আছে অনেক ছোটো বড় শহর। তো সে কারণে আমাদের অনেকের মনে সৌদি আরবের মধ্যে থাকা সেই শহর গুলোর নাম জানার ইচ্ছে জাগে। আর আপনার মনেও যদি এমন ইচ্ছা জেগে থাকে। তাহলে আপনার ইচ্ছা পূরণের জন্য এবার আমি ধাপে ধাপে সৌদি আরবের বিভিন্ন শহরের নাম গুলো উল্লেখ করবো। যেমন, 

সৌদি আরবের বিভিন্ন শহরের নাম – Names of cities in Saudi Arabia

অভা

আল-আবওয়া

আল বুকাইরিয়াহ

বদর

আল আরতাউইয়্যাহ

আদ-দিলাম

বালজুরাশি

আল বাহাহ

বিশা

বুরাইদাহ

দাম্মাম

দহবান

বারেক

দিরিয়াহ

দুমাত আল-জান্দাল

দাওয়াদমি

দাহরান

দুবা

ফরাসান

গাটগাট

গেরহা

আল-গুইয়্যাহ

গাওইয়াহ

হাউতাত সুদাইর

হাজরাহ

হারমাহ

হকল

হাইল

হাবালা

আল-হারীক

হোতাত বনি তামিম

হোফুফ

হাফর আল-বাতিন

হুরায়মিলা

জাবাল উম্মুল রুউস

জুলফি

জেদ্দা

জিজান

জুবাইল

জিজান ইকোনমিক সিটি

আল জাফর

খাফজি

জালাজিল

খায়বার

কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি

আল-সাইহ

খামিস মুশাইত

নলেজ ইকোনমিক সিটি, মদিনা

আল-খুত

লিহিয়ান

আল লিথ

আল মাজমাহ

আল মিখওয়াহ

মাস্তুরাহ

আল মাওয়াইন

মুজাহমিয়া

লায়লা

মক্কা

মদিনা

আল-মুবাররাজ

নাজরান

আল-নামাস

আল-ওয়ুন

আল-ওমরান

কাদেইমাহ

কাতিফ

উমলুজ

তায়েফ

আল কুনফুদাহ

রাবিঘ

কুরায়ত

কাইসুমাহ

রাফহা

রিয়াদ

রানিয়াহ

রাস তনুরা

সবত আল আলায়

রিয়াদ আল-খাবরা

আর রাস

রুমাইলাহ

সাইহাত

সাকাকাহ

সাফওয়া শহর

আস সুলায়িল

শায়বাহ

শরাত আবিদাহ

তাবুক

তাইমা

শাকরা

তনোমঃ

তারউট

শারুরাহ

থুওয়াল

থুক্বা

তুরাইফ

তবরজাল

থাদিক

আল-উলা

উধাইলিয়াহ

ইয়ানবু

উনাইজাহ

উয়ুন আলজিওয়া

উকাইর

উম আল-সাহেক

ওয়াদি আল-দাওয়াসির

উয়ায়না

আয জাইমাহ

আল ওয়াজ

উপরের টেবিলে আপনি একটা বড় তালিকা দেখতে পাচ্ছেন। মূলত এই তালিকা তে সৌদি আরবের বিভিন্ন শহরের নাম গুলো উল্লেখ করা হয়েছে। এবং উক্ত তালিকা দেখে এটা সহজেই অনুমান করা যায় যে, সৌদি আরবে ব্যাপক পরিমানে ছোটো বড় অনেক শহর রয়েছে।

আরো পড়ুনঃ সৌদি আরবের আয়তন কত?

সৌদি আরবের মানুষের জীবনযাত্রা কেমন?

বর্তমান সময়ে সৌদি আরবের মোট জনসংখ্যা হলো প্রায়, ৩ কোটি ৪২ লক্ষ ১৮ হাজার ১৬৯ জন। আর এই মোট জনসংখ্যার প্রায় ৮০.৫ শতাংশ মানুষ শিক্ষিত। এছাড়াও আপনি যদি সেই জনসংখ্যার জীবন যাত্রার মান জানতে চান। তাহলে আমি বলবো যে, সৌদি আরবের সকল নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত। কেননা, অধিকাংশ সৌদি নাগরিকেরা অনেক বিলাসবহুল জীবন যাপন করে থাকে।

তবে অবাক করার মতো বিষয় হলো যে, এই দেশে অপরাধের হার খুব কম। আর আপনি যদি সেই দেশে বসবাস করা নাগরিকের অপরাধ করার হার নির্ণয় করেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, সৌদি আরবে অপরাধের হার একবারেই শূণ্যের কোঠায় গিয়ে পৌঁছে গেছে।

আর সৌদি আরবের যে আয়ের উৎস আছে। তার মধ্যে মোট আয় হয়, তেল শিল্পের মাধ্যমে। কেননা, এই দেশের প্রায় ৭৫ শতাংশ আয় হয় তেল রপ্তানি করার মাধ্যমে। কিন্তুু শুধুমাত্র তেলের উপর নির্ভর করে সৌদি আরবের অর্থনীতি টিকে নেই। বরং তেল শিল্পের পাশাপাশি এই দেশে রয়েছে গ্যাস, স্বর্ণ ইত্যাদি। আর বৈশ্বিক অর্থনীতির তালিকাতেও সৌদি আরব ধনী দেশের তালিকায় নিজের নাম লেখাতে পেরেছে।

আরো পড়ুনঃ সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি?

সৌদি আরবের বিভিন্ন শহরের নাম ও কিছুকথা

প্রিয় পাঠক, আপনারা যারা সৌদি আরবের বিভিন্ন শহরের নাম জানতে চেয়েছেন। তাদের জন্য উপরে একটি বড় তালিকা প্রদান করা হয়েছে। যে তালিকা থেকে আপনি সৌদি আরবের অনেক ছোট বড় শহর এর নাম জানতে পারবেন।

তো আপনি যদি সৌদি আরব সম্পর্কে আরো কোনো অজানা তথ্য জানতে চান। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য গুলো সবার আগে পেতে চাইলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *