আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা দেখে নিন
List of public holidays for the month of August: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে আগষ্ট মাসের সরকারি ছুটির তালিকা দেখতে চান। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য অনেক হেল্পফুল হবে।
আর আপনাকে যেন আগষ্ট মাসের সরকারি ছুটির তালিকা দেখার জন্য অন্য কোথাও না যেতে হয়। সে কারনে এবার আমি আপনার সাথে একটি তালিকা শেয়ার করবো। যেখান থেকে আপনি চলতি মাসের সকল ছুটির দিন ও ছুটির কারণ গুলো জানতে পারবেন।
আগষ্ট মাসে কোন দিন সরকারি ছুটি আছে?
একটা কথা বলে রাখা ভালো যে, ২০২৩ সালের আগষ্ট মাসের ১৫ তারিখ সরকারি ছুটি আছে। কেননা, এই দিনটি হলো জাতীয় শোক দিবস। সে কারণে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে এই দিনে সরকারি ছুটি ঘোষনা করা হবে।
তবে এই দিন ছাড়াও আগষ্ট মাসে শুক্রবার ও শনিবার রয়েছে মোট ০৮ দিন। তো এবার আমি সেই দিন গুলোর তারিখ নিচের তালিকা তে প্রদান করবো। যেমন,
আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা ২০২৩ | ||
তারিখ | দিন | ছুটির কারণ |
০৪- আগষ্ট- ২০২৩ | শুক্রবার | সাপ্তাহিক |
০৫- আগষ্ট- ২০২৩ | শনিবার | সাপ্তাহিক |
১১- আগষ্ট- ২০২৩ | শুক্রবার | সাপ্তাহিক |
১২- আগষ্ট- ২০২৩ | শনিবার | সাপ্তাহিক |
১৫ – আগষ্ট – ২০২৩ | মঙ্গলবার | জাতীয় শোক দিবস |
১৮- আগষ্ট- ২০২৩ | শুক্রবার | সাপ্তাহিক |
১৯- আগষ্ট- ২০২৩ | শনিবার | সাপ্তাহিক |
২৫- আগষ্ট- ২০২৩ | শুক্রবার | সাপ্তাহিক |
২৬- আগষ্ট- ২০২৩ | শনিবার | সাপ্তাহিক |
আরো পড়ুনঃ স্কুল কলেজ ছুটির তালিকা ২০২৩
সরকারী ছুটি কত প্রকার?
বিভিন্ন সময় আমরা সরকারি ছুটির কথাটি শুনতে পাই। কিন্তুু আপনি কি জানেন, সরকারি ছুটি কত প্রকার ও কি কি?
হয়তবা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা এখনও এই বিষয়টি সম্পর্কে জানেনা। যদি আপনিও না জেনে থাকেন। তাহলে শুনে রাখুন যে, বর্তমান সময়ে বিভিন্ন প্রকারের সরকারি ছুটি আছে। আর সেই সরকারি ছুটি গুলো হলো,
- অর্জিত ছুটি
- সাধারণ ছুটি
- অধ্যায়ন ছুটি
- সংগনিরোধ ছুটি
- প্রসূতি ছুটি
- প্রাপ্যতা বিহীন ছুটি
- অবসরোত্তর ছুটি
- নৈমিত্তিক ছুটি
- সাধারণ ও সরকারি ছুটি
- সাধারণ ছুটি
- শ্রান্তি বিনোদন ছুটি
- অক্ষমতাজনিত বিশেষ ছুটি
- বিশেষ অসুস্থতা জনিত ছুটি
- অবকাশ বিভাগের ছুটি
- চিকিৎসালয় ছুটি
- বহিঃ বাংলাদেশ ছুটি
- অর্জিত ছুটি
তো উপরের তালিকায় আপনি যে সকল ছুটির নাম দেখতে পাচ্ছেন। মূলত এগুলো কে বলা হয় সরকারি ছুটির প্রকারভেদ।
আরো পড়ুনঃ সাপ্তাহিক ছুটির তালিকা ২০২৩ | ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা
বিনা বেতনে ছুটি কি?
যদি আপনি বিনা বেতনে ছুটি পেতে চান। তাহলে আপনাকে অবশ্যই কয়েকদিন আগে থেকেই উক্ত ছুটির জন্য আবেদন করতে হবে। আর ছুটির নীতিমালা অনুযায়ী, যখন আপনি এই ধরনের বিনা বেতনের ছুটি কাটাবেন। তখন আপনার বেতন থেকে কোনো প্রকার অর্থ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
কেন আমরা ছুটি পালন করি?
বছরের বিভিন্ন দিন গুলোতে আমরা সবাই ছুটি পালন করি। কিন্তুু আপনি কি জানেন, আমরা কেন এই ছুটি গুলো পালন করি?
দেখুন, ছুটি পালন করার মূল কারণ হলো, আপনার সাথে আপনার পারিপার্শিক পরিবেশের সাথে আবদ্ধ হওয়া। যেন আপনি উক্ত দিনে আপনার পরিবার, বন্ধুবান্ধব কিংবা ব্যক্তিগত কাজে সময় দিতে পারেন। মূলত এই কারণে আমরা বছরের বিভিন্ন দিনে ছুটি পালন করি।
আরো পড়ুনঃ বিভিন্ন দেশের সাপ্তাহিক ছুটির দিন
বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
আমাদের বাংলাদেশ এর মধ্যে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হয়। তবে আমরা অনেকেই জানিনা যে, বর্তমানে বাংলাদেশের মাতৃত্বকালীন ছুটির পরিমান কত মাস।
তো আগের দিন গুলোতে সরকারি ভাবে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হতো মোট ০৪ মাস। কিন্তুু বর্তমান সময়ে বাংলাদেশ সরকার এই ছুটির পরিমান বাড়িয়ে ০৬ মাস করেছে।
আরো পড়ুনঃ আমেরিকার সাপ্তাহিক ছুটির দিন কোনটি?
আপনার জন্য আমাদের কিছুকথা
আজকের আর্টিকেলে আগষ্ট মাসের সরকারি ছুটির তালিকা শেয়ার করা হয়েছে। যেখান থেকে আপনি আগষ্ট মাসের সকল সরকারি ছুটির দিন ও তারিখ জানতে পারবেন।
তো ধন্যবাদ, আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। এমন অজানা তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।