কাতার কোন মহাদেশে অবস্থিত?

In which continent is Qatar located?: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, কাতার কোন মহাদেশে অবস্থিত। আর যারা উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি যে, কাতার মূলত পারস্য উপসাগর এর একটি দেশ। আর কাতার আমাদের এশিয়া মহাদেশ এর মধ্যে অবস্থিত। যে দেশটি আরব উপদ্বীপ এর পূর্ব উপকূল থেকে প্রায় উত্তর দিকে কাতার উপদ্বীপ এর মধ্যে অবস্থিত।

এছাড়াও কাতার এর দক্ষিন পাশে সৌদি আরব এর অবস্থান রয়েছে। সেই সাথে কাতারের পশ্চিম পাশে দ্বীপ রাষ্ট্র বাহরাইন। আর একটা কথা আপনার জেনে রাখা ভালো। সেটি হলো, কাতার একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকার দেশ। যে দেশের তাপমাত্রা সর্বদা বেশি থাকে।

আরো পড়ুনঃ কাতারের ভিসা কবে চালু হবে ২০২৩

কাতার কি মুসলিম দেশ?

কাতার নিয়ে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন আছে। ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, কাতার ‍কি মুসলিম দেশ কিনা। তো আপনারা যারা উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি যে, কাতার হলো একটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ। যে দেশের রাষ্ট্রধর্ম হলো, ইসলাম।

কাতারের রাষ্ট্রপতির নাম কি?

যদি আপনি কাতারের অনেক আগের ইতিহাস ঘেঁটে দেখেন। তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে, প্রায় ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কে ক্ষমতাচ্যুত করেন হামাদ বিন খালিফা আল থানি। কিন্তুু তার পরবর্তী সময় অর্থ্যাৎ ২০২০ সালে আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা তার ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

এবং তার পদত্যাগ করার ফলে খালিদ বিন আব্দুল আজিজ আল থানি বর্তমান সময়ে কাতার এর মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুনঃ মালয়েশিয়া রেস্টুরেন্ট ভিসা (নতুন তথ্য)

কাতার কবে স্বাধীন হয়?

উপরের আলোচনা থেকে আমরা কাতার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার আমরা জানতে পারবো, কাতার কবে স্বাধীন হয়েছিলো। আর অতীতের ইতিহাস থেকে জানা যায় যে, প্রায় ১৯শ শতক এর শেষের দিকে কাতার কে আল থানি গোত্রের লোকরা এই দেশকে শাসন করতো। আর যখন তারা শাসন করতো, তখন তারা আসলে উক্ত দেশকে আমিরাত হিসেবে শাসন করতো।

কিন্তুু তার পরবর্তী সময়ে প্রায় বিংশ শতাব্দীর শুরুর দিকে। কাতার নামক এই দেশটির পুরো ক্ষমতা ব্রিটিশদের হাতে চলে যায়। এবং তারপর দীর্ঘ সময় কাতার ব্রিটিশদের অধীনে ছিলো। কিন্তুু ১৯৭১ সালে কাতার পুনরায় তাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে পরিচতি করতে পেরেছে।

কাতারে মোট কত গুলো শহর আছে?

আমরা সকলেই জানি যে, কাতার হলো উন্নত একটি দেশ। কেননা, এই দেশের মধ্যে আপনি বিভিন্ন ধরনের উন্নত শহর দেখতে পারবেন। তো সে কারণে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে, কাতারে মোট কত গুলো শহর আছে।

আর আপনার মনে যদি এমন প্রশ্ন জেগে থাকে। তাহলে আমি বলবো যে, কাতারের মোট শহরের সংখ্যা প্রায় ৮৯ টি। এবং বর্তমান সময়ে কাতারে যে সকল শহর রয়েছে। সে গুলো এতটাই উন্নত যে, সেই শহর গুলোর নাম পৃথিবীর উন্নত শহরের ডেটাবেজে জায়গা করে নিতে পেরেছে।

আরো পড়ুনঃ ইতালির ভিসা আবেদন ফরম

কাতার কখন এবং কেন সমালোচিত হয়েছিলো?

আপনি জানলে অবাক হয়ে যাবেন কারন, যখন ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ এর আয়োজন করা হয়েছিলো। তখন কাতার সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলো। কেননা, ফুটবল খেলার আয়োজন করতে কাতারে যে সকল স্টেডিয়াম তৈরি করা হয়েছিলো। সে গুলো তে যে কর্মীরা কাজ করতো। তারা মূলত অধিকাংশ অভিবাসী ছিলো।

আর এই ফুটবল খেলার আয়োজন করতে শ্রমিকদের অনাকাঙ্খিত মৃত্যু ও নিরাপত্তা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিলো। যদিওবা কাতার এই বিষয়টি অস্বীকার করেছিলো। কিন্তুু ফুটবল আয়োজনে শ্রমিকদের মৃত্যুর বিষয়টি সবার হৃদয়কে ব্যাথিত করেছিলো।

আরো পড়ুনঃ কাতার ভিসা ইকোয়াডর নিয়ে সকল তথ্য দেখুন

কাতার নিয়ে আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, কাতার কোন মহাদেশে অবস্থিত সে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি কাতার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন।

আর আপনি যদি দেশ বিদেশের বিভিন্ন তথ্য খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, ‍সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *