ইউরোপ যেতে বয়স কত লাগে?
How old does it take to go to Europe: আপনি হয়তবা একটা বিষয় বেশ ভালো করেই জানবেন। সেটি হলো, আপনি যখন বিদেশ যাওয়ার জন্য ভিসা আবেদন করবেন, তখন অধিকাংশ সময় আপনার বয়স ১৮ বছর হতে হবে। কিন্তুু আপনি এমন অনেক দেশ দেখতে পারবেন যে দেশ গুলোতে যাওয়ার জন্য আপনার বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না।
আর আপনি যেহুতু ইউরোপ যেতে চান সেহুতু অবশ্যই আপনাকে জানতে হবে যে, ইউরোপ যেতে বয়স কত লাগে। তো এবার আমি আপনাকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য কত বছর বয়স লাগে সে সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দিবো।
ইউরোপ যেতে কত বছর বয়স লাগে?
Age to go to Europe: আসলে যেকোনো বয়সী মানুষ ইউরোপ যেতে পারবে। তবে আপনার ক্ষেত্রে ইউরোপ যেতে কত বছর বয়স লাগবে সেটি আপনার ভিসার ধরনের উপর নির্ভর করবে।
তবে যদি আপনার বয়স ১৮ বছর হয়, তাহলে স্বাভাবিক ভাবে আপনি ইউরোপ এর অনেক দেশে যেতে পারবেন। তবে আপনার বয়স যদি 18 বছরের চেয়েও কম হয় তাহলে আপনার ইউরোপ যাওয়ার জন্য আপনার অবিভাবক এর প্রয়োজন হবে। তাহলে আপনি আপনার অবিভাবক এর কাছ থেকে অনুমতি নিয়ে ইউরোপ যেতে পারবেন।
আর আপনার বয়স ১৮ হলেই যে ইউরোপের সব দেশে যেতে পারবেন, বিষয়টা কিন্তুু এমন নয়। বরং ইউরোপ এর মধ্যে এমন অনেক দেশ আছে যে দেশ গুলোতে যাওয়ার জন্য এর থেকেও বেশি বয়স এর দরকার হয়।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?
ইউরোপের কোন দেশে যেতে কত বছর বয়স লাগে?
How old does it take to go to any European country: বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। তবে আপনি চাইলে ইউরোপ এর বেশ কিছু দেশে যেতে পারবেন। তো উক্ত দেশ গুলোর নাম আমি আমার পূর্বের আর্টিকেল গুলোতে শেয়ার করেছি। তাই আজকে আমি জানাবো যে, সেই দেশ গুলোতে যেতে আপনার বয়স কত বছর হতে হবে।
আমেরিকা | ১৮ বছর |
আলবেনিয়া | ১৮ বছর |
সুইজারল্যান্ড | ১৮ বছর |
স্পেন | ১৮ বছর |
স্লোভেনিয়া | ১৮ বছর |
রাশিয়া | ১৮+ বছর |
পর্তুগাল | ১৮ বছর |
পোল্যান্ড | ভিজিট ১৬ বছর অন্যান্য ১৮ বছর |
নরওয়ে | ১৮ বছর |
মাল্টা | ১৮ বছর |
লিথুনিয়া | ১৪ বছর অন্যান্য ১৮ বছর |
ইতালি | ১৮ বছর |
বাহরাইন | ২০ বছর |
রোমানিয়া | ২২ বছর |
উপরের তালিকা তে আপনি ইউরোপ ছাড়াও বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রযোজ্য বয়সের তালিকা দেখতে পাচ্ছেন। তো যদি আপনার বয়স পর্যাপ্ত হয় তাহলে আপনি উক্ত দেশ গুলোতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপায়
ইউরোপ যেতে বয়স কত লাগে?
কোন দেশে যেতে কত বছর লাগে?
দুবাই | ১৮ বছর থেকে ২০ বছর |
ওমান | ১৮ বছর |
সৌদি আরব | ২১ বছর থেকে ৪৫ বছর |
কাতার | ১৮ বছর |
কুয়েত | ২০ বছর |
বাহরাইন | ২০ বছর |
সিঙ্গাপুর | ২১ বছর |
মালয়েশিয়া | ২১ বছর |
ইতালি | ১৮ বছর |
রোমানিয়া | ১৮ বছর |
দক্ষিণ কোরিয়া | ১৮ বছর |
রাশিয়া | ১৮ বছর |
আরো পড়ুনঃ ইউরোপ ভিসা আবেদন করার উপায়
১৮ বছর বয়স হলে যেসব দেশে যেতে পারবেন
বর্তমান সময়ে কোন দেশে যেতে কত বছর বয়স লাগে তা উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। তবে এবার আমি আপনাকে সেই দেশের নাম বলবো যে দেশ গুলোতে যেতে হলে আপনার বয়স ১৮ বছর হতে হবে। আর উক্ত দেশের নাম গুলো নিচের তালিকায় শেয়ার করা হলো।
সংযুক্ত আরব আমিরাত | নেপাল | ভিয়েতনাম |
কাতার | চীন | দক্ষিণ কোরিয়া |
রাশিয়া | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
মালয়েশিয়া | জাপান | ইংল্যান্ড |
আমেরিকা | ওমান | মাল্টা |
*আপনার বয়স ১৮ বছর হলে ইউরোপের অধিকাংশ দেশে যেতে পারবেন। |
ইউরোপ যেতে বয়স কত লাগে – FAQ
Q: কাজের ভিসায় সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে?
A: আপনারা যারা কাজের ভিসায় সিঙ্গাপুর যাবেন তাদের ২১ বছর বয়স হতে হবে।
Q: কাজের ভিসায় সৌদি যাওয়ার নূন্যতম বয়স কত?
A: কাজের ভিসায় সৌদি আরব যেতে চাইলে প্রার্থীর বয়স সর্বনিন্ম ২১ বছর হতে হবে।
Q: দুবাই কাজের ভিসার সর্বনিম্ন বয়স কত?
A: দুবাইতে কাজের ভিসায় যেতে হলে আপনার বয়স সর্বনিন্ম ২২ বছর হতে হবে।
Q: ওমান যেতে কত বছর বয়স লাগে?
A: ওমান যেতে হলে আপনার বয়স ১৮ বছর হতে হবে।
আপনার জন্য আমাদের কিছুকথা
আমরা সকলেই জানি যে, ইউরোপ এর মধ্যে মোট ৫০ টি দেশ আছে। আর আপনি আসলে যে দেশের মধ্যে যেতে চান। আপনাকে সেই দেশের বয়সের সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নিতে হবে। যদিওবা আজকের আর্টিকেলে আমি আপনাকে মাত্র গুটিকয়েক দেশ সম্পর্কে বলেছি।
তবে আপনি যদি ইউরোপ এর আরো দেশের বয়সের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চান। তাহলে নিচে আপনার কাঙ্খিত দেশের নামটি কমেন্ট করুন। আর এতক্ষন থেকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।