গ্রিস যেতে কত টাকা লাগে?
Greece visa cost: আপনি কি ভ্রমণ করার জন্য গ্রিস যেতে চান? তাহলে আপনি একবারে সঠিক জাগয়া তে চলে এসেছেন। কেননা, আপনি একজন বাংলাদেশি হিসেবে আপনার আসলে গ্রিস যাওয়ার জন্য কত টাকা খরচ করতে হবে। আজকে আমি আপনাকে সে সম্পর্কে ধারনা দিবো।
এর পাশাপাশি আপনি যখন গ্রিস এর মধ্যে আপনার পছন্দের স্থান গুলোতে ভ্রমন করবেন তখন আপনার কি পরিমান অর্থ ব্যয় করতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলবো। আর উক্ত বিষয় গুলো জানার জন্য আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে।
বাংলাদেশ থেকে গ্রিস যেতে কত টাকা লাগে?
গ্রিস যেতে কত টাকা লাগে? | Greece Visa Cost
যদিওবা আপনি আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসার মাধ্যমে গ্রিসে যেতে পারবেন। তবে আমাদের দেশের অধিকাংশ মানুষ কাজের ভিসায় গ্রিসে যেতে চায়। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে শুনন…… বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কাজের ভিসায় গ্রিস যেতে আপনার ০৯ লাখ থেকে ১২ লাখ টাকার মতো খরচ করতে হবে।
কিন্তুু এখানে একটা কথা আপনাকে জানিয়ে দেওয়া দরকার। সেটি হলো, আগের দিন গুলোতে গ্রিস যাওয়ার জন্য আমাদের ভারত থেকে গ্রিস ভিসা আবেদন করতে হতো। কিন্তুু এখন আপনাকে আর ভারতে যেতে হবেনা বরং আপনি আমাদের দেশ থেকে সরাসরি গ্রিস ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। যার কারণে পূর্বের তুলনায় বর্তমানে আপনার খরচের পরিমান কম হবে।
গ্রিস ভ্রমণের খরচ কত হয়?
আপনি যখন আমাদের বাংলাদেশ থেকে গ্রিসে ভ্রমন করার উদ্দেশ্যে যাবেন। তখন আপনার মোট খরচ এর পরিমান প্রায় ১ হাজার ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার। যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ০১ থেকে ০৩ লাখ টাকার সমান। আর এই অর্থ খরচ করে আপনি আপনার স্বপ্নের দেশ গ্রিসে ভ্রমন করতে পারবেন।
আর যখন আপনি গ্রিস যাওয়ার পর প্রতিদিন ভ্রমন করবেন। তখন আপনাকে প্রতিদিনের জন্য প্রায় ১০০ ডলার থেকে ২০০ ডলার খরচ করতে হবে। কিংবা আপনি যদি একটু বিলাস বহুল ভাবে ভ্রমন করতে চান। তাহলে আপনার প্রতিদিন প্রায় ২০০ ডলার থেকে ৩৫০ ডলার খরচ করতে হবে।
আরো পড়ুনঃ মালয়েশিয়া ভিসা চেকিং | মালয়েশিয়া ভিসা চেক
গ্রিসে বেতন কত?
গ্রিস, সূর্যের দেশ, মনোমুগ্ধকর দৃশ্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত। কিন্তু যারা এখানে কাজ করার স্বপ্ন দেখেন তাদের জন্য বাস্তবতা কেমন? আসুন জেনে নেই গ্রিসের সর্বনিম্ন বেতন কত।
গ্রিস সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি হলো প্রতি ঘন্টা 7.58 ইউরো। অর্থাৎ, মাসে 40 ঘন্টা কাজ করলে একজন কর্মী 765 ইউরো পাবেন। বাংলাদেশী টাকায় এটি প্রায় এক লক্ষ টাকা। আইন অনুযায়ী, গ্রিসের যে কোনো কর্মীকেই এই নির্ধারিত সর্বনিম্ন বেতনের চেয়ে কম বেতন দেওয়া যাবে না।
গ্রিসে থাকা কি ব্যয় বহুল?
Is it expensive to live in Greece: উপরের আলোচনাতে আমি আপনাকে গ্রিস যেতে কত টাকা লাগবে সে সম্পর্কে বিস্তারিত বলেছি। আর এখন সেই খরচের পরিমান দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, গ্রিসে থাকা কি ব্যয় বহুল নাকি সহজলভ্য। তো যদি আপনার মনে এই প্রশ্ন জেগে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে, অবশ্যই গ্রিসে থাকা ব্যয়বহুল।
কেননা, গ্রিস হলো একটি উন্নত দেশে জীবনযাত্রার দেশ। তাই গ্রিসে থাকতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। আর আপনার ক্ষেত্রে আসলে গ্রিসে থাকতে কেমন খরচ হবে সেটি নির্ভর করবে আপনার জীবনযাপনের উপর।
আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত?
গ্রিসের মুদ্রার নাম কি?
এতক্ষনের আলোচনা থেকে আমরা গ্রিসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলাম। তো এবার আমাদের জানতে হবে যে, গ্রিসের মুদ্রার নাম কি। তো আপনি যদি ১৯৮১ সালের কথা চিন্তা করে দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে, উক্ত সময়ে গ্রিস ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে যোগদান করে।
আর তার পরবর্তী সময়ে গ্রিস এর মধ্যে ইউরো ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন শুরু হয়। তারপর সম্পূর্ণ দেশে ২০০১ সালের মধ্যে ইউরো গ্রহন করা শুরু করে। তাই বর্তমান সময়ে গ্রিসে মুদ্রার নাম হলো, ইউরো।
আরো পড়ুনঃ দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
গ্রিস যেতে কত টাকা লাগে? – FAQ
Q: গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা খরচ কত?
A: একজন বাংলাদেশি নাগরিকের গ্রিস ওয়ার্ক পারমিট ভিসার জন্য মোট ৯ লাখ থেকে ১০ লাখ টাকা খরচ করতে হয়। তবে এই টাকার পরিমান নির্ভর করবে আপনি কোন এজেন্সির মাধ্যমে গ্রিস যাবেন তার উপর।
Q: গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা বেতন কত?
A: অভিজ্ঞ ব্যক্তিরা প্রথিবীর সব দেশে ভালো বেতন নিতে পারবেন। আর আপনি একজন অভিজ্ঞ ব্যাক্তি হলে গ্রিসে ২ লাখেরও বেশি টাকা বেতন সুবিধা পাবেন।
Q: ভারত থেকে গ্রিস যেতে কি ভিসা লাগে?
A: ভারতীয় নাগরিকদের গ্রিসে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদন করতে হবে।
Q: গ্রীস ভিসা পাওয়া কতটা কঠিন?
A: বিশ্বের প্রতিটা দেশের ভিসা আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে। আর আপনি যদি তাদের রুলস অনুযায়ী যোগ্য ব্যক্তি হোন, তাহলে আপনার জন্য গ্রিস ভিসা পাওয়া সহজ হবে।
আপনার জন্য আমাদের কিছুকথা
আপনি যদি গ্রিসে ভ্রমন করার চিন্তা করে থাকেন। তাহলে আপনার যাওয়া আসা ও ভ্রমন কাজে কত টাকা খরচ করতে হবে। আজকের আর্টিকেলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। তো আশা করি, এই আর্টিকেল থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন।
আর এমন সব অজানা বিষয় সহজ ভাষায় জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে ভ্রমন করুন।