এশিয়ার মুসলিম দেশ কয়টি?
How many Muslim countries in Asia?: বর্তমান বিশ্বের মধ্যে মোট যতগুলো মুসলিম জনসংখ্যা আছে। তার মধ্যে প্রায় ৬২% মুসলিম এশিয়া মহাদেশে বাস করে। আর এশিয়া মহাদেশের মধ্যে থাকা ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে।
তবে এই দেশ গুলো ছাড়াও এশিয়া মহাদেশের আর কোন কোন দেশ মুসলিম জনসংখ্যা বেশি আছে। সেই দেশ গুলোর নাম জানিয়ে জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। তাই আর দেরী না করে চলুন, সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।
এশিয়ার মুসলিম দেশ কয়টি?
আমরা সকলেই জানি যে, এশিয়া মহাদেশ এর মধ্যে মোট ৪৯ টি স্বাধীন স্বার্বভৌম দেশ আছে। আর এই দেশ গুলোর মধ্যে বর্তমান সময়ে কত গুলো মুসলিম দেশ আছে। আর কোন দেশে কত জন মুসলিম জনসংখ্যা আছে তার তালিকা নিচে দেওয়া হলো। যেমন,
এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকা
- ইন্দোনেশিয়া (232 মিলিয়ন)
- পাকিস্তান (220 মিলিয়ন)
- ভারত (200 মিলিয়ন)
- বাংলাদেশ (160 মিলিয়ন)
- আফগানিস্তান (40 মিলিয়ন)
- মালয়েশিয়া (29 মিলিয়ন)
- ইরান (82 মিলিয়ন)
- তুরস্ক (80 মিলিয়ন)
- ইরাক (40 মিলিয়ন)
উপরের তালিকায় শুধুমাত্র সেই দেশ গুলোর নাম উল্লেখ করা হয়েছে। যে দেশ গুলো এশিয়া মহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে এই দেশ গুলো ছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা নাই। তবে এই দেশ গুলোতেও অনেক মুসলিমদের বসবাস আছে।
আরো পড়ুনঃ ৬৫ টি মুসলিম দেশের নাম
এশিয়ার কম সংখ্যক মুসলিম জনসংখ্যা দেশের তালিকা
- চীন (30 মিলিয়ন)
- রাশিয়া (25 মিলিয়ন)
- জাপান (1 মিলিয়ন)
- দক্ষিণ কোরিয়া (500,000)
- সিঙ্গাপুর (300,000)
- ফিলিপাইন (6 মিলিয়ন)
- শ্রীলঙ্কা (1.5 মিলিয়ন)
- নেপাল (1 মিলিয়ন)
- ভুটান (100,000)
এই তালিকায় যেসব দেশের নাম শেয়ার করা হয়েছে। সেই দেশ গুলোতে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা নেই। তবে এই দেশ গুলোতেও বিপুল পরিমান মুসলিম জনসংখ্যা আছে।
আরো পড়ুনঃ ফিনল্যান্ডের সর্বনিম্ন বেতন কত?
এশিয়া মহাদেশের দেশ ও মুসলিম জনসংখ্যা তালিকা
এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যেখানে আপনি এশিয়া মহাদেশের সকল দেশের নাম জানতে পারবেন। এর পাশাপাশি সেই দেশ গুলোতে মোট কত জন মুসলিম ধর্মের অনুসারী তার পরিমান দেখতে পারবেন। যেমন,
পশ্চিম এশিয়ার দেশ ও মুসলিমদের সংখ্যা
দেশের নাম | মুসলিম জনসংখ্যা |
ইয়েমেন | ২৮,৯১৫,২৮৪ |
সংযুক্ত আরব আমিরাত | ৭,৬৬৫,৮৭২ |
তুরস্ক | ৮০,৬৪৮,৯০৩ |
সিরিয়া | ১৫,৯০৭,৪৩৪ |
সৌদি আরব | ৩৩,৪১৩,৬৬০ |
কাতার | ১,৯৮৫,২৭৩ |
ফিলিস্তিন | ৪,৪৭৯,৩৪৭ |
ওমান | ৪,৬০৫,১৮৮ |
লেবানন | ৩,২০০,০০০ |
কুয়েত | ৩,৫৯২,৮৮২ |
জর্ডান | ৯,৬৪৫,৬২২ |
ইসরায়েল | ১,৫৮০,৭৩০ |
ইরাক | ৩৮,৫৫২,৯৫৭ |
ইরান | ৮১,০৫২,৭৮৫ |
জর্জিয়া | ৪৬৩,০৬২ |
আজারবাইজান | ৯,৭২৭,০৩৮ |
আর্মেনিয়া | ১,০০০ |
*উপরোক্ত তালিকাটি Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ও মুসলিমদের সংখ্যা
ভিয়েতনাম | ৬৫,০০০ |
থাইল্যান্ড | ৩,৪২০,৭০৬ |
সিঙ্গাপুর | ৮৮৩,৩৩৮ |
ফিলিপাইন | ৫,৩০০,০০০–১০,৬০০,০০০ |
মায়ানমার | ২,৩০০,০০০ |
মালয়েশিয়া | ১৯,৫০০,০০০ |
লাওস | ৮,০০০ |
ইন্দোনেশিয়া | ২২৭,২২৬,৪০৪ |
পূর্ব তিমুর | ৪,০০০ |
কম্বোডিয়া | ৩১২,৫৪০ |
ব্রুনেই | ৩৬৬,৮৫১ |
*উপরোক্ত তালিকাটি Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। |
দক্ষিণ এশিয়ার দেশ ও মুসলিমদের সংখ্যা
শ্রীলংকা | ২,০৮০,০৬৮ |
পাকিস্তান | ২০৪,৮২৮,৬০৫ |
নেপাল | ১,২৮৫,৬৩০ |
মালদ্বীপ | ৩৭৮,১১৪ |
ভারত | ১৯৪,৬০০,০০০ |
ভুটান | <১০,০০০ |
বাংলাদেশ | ১৪৯,১০০,০০০ |
আফগানিস্তান | ৩১,২৫৯,২৬৭ |
*উপরোক্ত তালিকাটি Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। |
পূর্ব এশিয়ার দেশ ও মুসলিমদের সংখ্যা
তাইওয়ান | ৭০,৭৩২ |
মঙ্গোলিয়া | ১৬১,৫৬০ |
দক্ষিণ কোরিয়া | ১০০,০০০ |
উত্তর কোরিয়া | ১০০,০০০ |
জাপান | ১২৬,৪২০ |
ম্যাকাও | ১০,০০০ |
হং কং | ৩০৫,৪০৪ |
চীন | ২৫,০০০,০০০-৫০,০০০,০০০ |
*উপরোক্ত তালিকাটি Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। |
মধ্য এশিয়ার দেশ ও মুসলিমদের সংখ্যা
উজবেকিস্তান | ৩১,৫১১,০১৩ |
তুর্কমেনিস্তান | ৫,৪৫৯,৪১৭ |
তাজিকিস্তান | ৮,৫৬০,২৫১ |
কিরগিজিস্তান | ৫,১৯৪,৮১১ |
কাজাখস্তান | ১৩,১৫৮,৬৭২ |
*উপরোক্ত তালিকাটি Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। |
আরো পড়ুনঃ ফিনল্যান্ড ভিজিট ভিসা আবেদন, খরচ, মেয়াদ
পরিশেষে লেখকের কিছু মন্তব্য
এই আর্টিকেলে আমি এশিয়ার মুসলিম দেশ কয়টি ও দেশ গুলোর নাম শেয়ার করেছি। তো আপনি যদি এমন ধরনের অজানা বিষয় গুলোকে সহজ ভাষায় জানতে চান। তাহলে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।