সৌদি আরবের জেলা কয়টি?

How many districts of Saudi Arabia?: আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, সৌদি আরবের জেলা কয়টি ও কি কি। আর যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাদের বলবো যে, সৌদি আরব এর মধ্যে মোট ১৩ টি অঞ্চল বা প্রদেশ আছে। এবং উক্ত প্রদেশ গুলো গভর্নরেটর এর মধ্যে বিভক্ত। যেগুলো আঞ্চলিক বা প্রাদেশিক রাজধানী মেয়র দ্বারা পরিচালনা করা হয়ে থাকে। 

রিয়াদের ১৫ টি জেলার নাম কি?

বর্তমান সময়ে সৌদি আরব এর রিয়াদের মধ্যে প্রায় ১৫ টির মতো জেলা আছে। আর আপনি যেন সেই জেলার নাম গুলো সম্পর্কে জানতে পারেন। সে কারণে এবার আমি একট তালিকা প্রদান করবো। যে তালিকা থেকে আপনি রিয়াদের ১৫ টি জেলার নাম দেখতে পারবেন। যেমন, 

  1. শেমায়সি
  2. ইরকাহ
  3. আল-মাথার
  4. আল-ওলায়্যা
  5. আল-আজিজিয়া 
  6. আল-মালাজ
  7. আল-সেলায়য়
  8. নেমার
  9. আল-নেসিম
  10. আল-শিফা
  11. আল-উরাইজা
  12. আল-বাত ‘হা
  13. আল-হাইর
  14. আল-রাওধা এবং 
  15. আল-শিমাল

উপরের তালিকা থেকে আপনি সৌদি আরবের রিয়াদের মোট ১৫ টি জেলার নাম দেখতে পাচ্ছেন।

আরো পড়ুনঃ সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি?

আল খোবার জেলা কয়টি ও কি কি?

উপরের আলোচনা থেকে আমরা রিয়াদের মোট ১৫ টি জেলার নাম সম্পর্কে জানতে পারলাম। তো রিয়াদ এর পাশাপাশি এবার আমরা আল খোবার এর জেলা কয়টি ও কি কি সে সম্পর্কে জানবো। আর আল খোবার এর মধ্যে মোট ০৫ টি জেলা রয়েছে। যেগুলোর নাম নিচে প্রদান করা হলো। যেমন,

  1. উত্তর আলখোবার
  2. পশ্চিম আলখোবার
  3. দক্ষিণ আলখোবার
  4. রাকা এবং 
  5. থোকবাহ

উপরের তালিকা তে আপনি মোট ০৫ টি জেলার নাম দেখতে পাচ্ছেন। মূলত এই জেলা গুলো সৌদি আরব এর আল খোবার এর মধ্যে অবস্থিত।

আরো পড়ুনঃ সৌদি টু বাংলাদেশ ফ্লাইট

সৌদি আরবের পুরো নাম কি?

আমরা সকলেই জানি যে, সৌদি আরব হলো মধ্যেপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন যে, আমাকে এতোদিন ধরে যাকে শুধু সৌদি আরব বলে ডাকি। সেই দেশের একটি পুরো নাম আছে। আর সেই নামটি হলো, সৌদি আরব সম্রাজ্য। যার আরবি উচ্চারন হবে, المملكة العربية السعودية‎.

দাম্মাম কোন জেলায় অবস্থিত?

দাম্মাম হলো সৌদি আরব এর জনপ্রিয় একটি শহর। আর উক্ত শহর টি পারস্য উপসাগরে সৌদি আরব এর পূর্বাঞ্চলীয় প্রদেশ এর মধ্যে অবস্থিত। এছাড়াও এই দাম্মাম নামক শহরটি সৌদি আরব এর পূর্বাঞ্চলীয় প্রদেশ এর রাজধানী।

আর আপনি যদি সৌদি আরব এর মধ্যে বৃহত্তর শহর গুলোর একটি তালিকা তৈরি করেন। তাহলে সেই তালিকা তে দাম্মাম হবে সৌদি আরবের তৃতীয় বৃহত্তম একটি শহর।

আরো পড়ুনঃ সৌদি এয়ারলাইন্স রিয়াদ টু ঢাকা টিকেট প্রাইস

সৌদি আরব এর বর্তমান জনসংখ্যা কত?

একটি দেশের জনসংখ্যা ক্রমাগত ভাবে বাড়তে থাকে। তো বর্তমান সময়ের হিসেবে অনুযায়ী, এখন সময় হলো ২০২৩ সালের জুন মাসের ১০ তারিখ। তো জাতিসংঘ প্রদত্ত ওয়াল্ডমিটার হিসেবে এই সময়ে সৌদি আরবের মোট জনসংখ্যার পরিমান হলো, 36,469,782 জন। তবে সময়ের সাথে সাথে এই জনসংখ্যার পরিমান আরো বেড়ে যাবে।

সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি কি?

বিশ্বের প্রতিটা দেশের অর্থনীতি বেশ কিছু সম্পদের উপর নির্ভর করে থাকে। ঠিক তেমনি ভবে যদি আপনি সৌদি আরব এর অর্থনীতির মূল ভিত্তি সম্পর্কে জানতে চান। তাহলে আমি আপনাকে বলবো যে, পেট্রোলিয়াম হলো সৌদি আরবের মূল অর্থনীতির ভিত্তি।

আর তেল মজুদ করার পরিপ্রেক্ষিতে বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় এক পঞ্চমাংশ তেল সৌদি আরব থেকে উৎপাদন করা হয়ে থাকে। তবে তেল ছাড়াও সৌদি আরবের অর্থনীতি আরো বিভিন্ন ধরনের সম্পদ এর উপর ভিত্তি করে থাকে।

আরো পড়ুনঃ সৌদির এক রিয়াল বাংলাদেশের কত টাকা?

পরিশেষে আমাদের কিছুকথা

আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আমরা সৌদি আরব এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তো আশা করি, আমাদের লেখা আর্টিকেল থেকে আপনারা অনেক অজানা তথ্য গুলো জেনে নিতে পারেন।

আর যদি আপনি এই ধরনের অজানা বিষয় গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। আর ধন্যবাদ, আমার লেখা আর্টিকেল টি পড়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *