সৌদির এক রিয়াল বাংলাদেশের কত টাকা?

Saudi Riyal to Bangladeshi Taka: বিভিন্ন সময় আমাদের সৌদি আরব রিয়াল এর সাথে বাংলাদেশের টাকার তুলনা করার প্রয়োজন হয়। আর সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, সৌদির এক রিয়াল বাংলাদেশের কত টাকা।

আর যারা এই বিষয় টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি যেম বর্তমান রেট অনুযায়ী সৌদি ১ রিয়াল সমান বাংলাদেশের ২৮.৩০ টাকা।

Table of Contents

Currency Converter: Saudi Riyal to Bangladeshi Taka

আমরা সকলে জানি যে, ডলারের মান প্রতিনিয়ত ওঠানামা করে। আর আপনি যেন আজকের তারিখ অনুযায়ী সৌদি আরব রিয়াল এর সাথে বাংলাদেশের টাকার সঠিক রেট জানতে পারেন। সে কারণে আমি নিচে লাইভ টেস্ট করার সুবিধা প্রদান করলাম। 

 

উপরের কারেন্সি কনর্ভাটার থেকে আপনি আজকের সৌদি আরব রিয়াল এর সাথে বাংলাদেশের টাকার মূল্যের সঠিক রেট জেনে নিতে পারবেন।

আর এটি হল একটি আপডেট সিস্টেম, যেখানে প্রতিদিন এর ডলারের মান এর উপর ভিত্তি করে টাকার মান বের করে নিতে পারবেন।

সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত?

যদিওবা উপরের কনভার্টার থেকে আপনি খুব সহজেই সৌদি রিয়ালকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন। তবুও এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানত চায় যে, সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা।

তো সৌদি আরবের রিয়ালের রেট প্রতিনিয়ত কমবেশি হলেও। বর্তমান সময়ের রেট অনুযায়ী, সৌদি আরবের ১০০ টাকা আমাদের বাংলাদেশের ২,৯২৭ টাকার সমান।

তবে আপনি যদি সৌদি রিয়ালের আপডেট রেট জানতে চান। তাহলে উপরে শেয়ার করা কনভার্টার টি ব্যবহার করবেন। 

বর্তমানে সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা?

আমরা সকলেই জানি যে, আমাদের বাংলাদেশের টাকার তুলনায় সৌদি আরবের রিয়ালের রেট বেশি। কেননা, বর্তমান সময়ে যদি আপনার কাছে ০১ সৌদি রিয়াল থাকে। তাহলে সেই ০১ রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ২৯.২৮ টাকার সমান।

তাহলে একবার ভেবে দেখুন, আমার বাংলাদেশের টাকার মানের সাথে সৌদি রিয়ালের মানের কতটা পার্থক্য আছে।

আর সে কারণে আপনার কাছে যতো বেশি সৌদি রিয়াল থাকবে। সেই রিয়াল এর বিপরীতে আপনার ঠিক ততো বেশি টাকা পরিমান বাড়বে।

সৌদি ৫০০ রিয়াল বাংলাদেশের কত টাকা?

বর্তমান সময়ে আপনি যদি সৌদি আরবে থাকেন। আর আপনার কাছে যদি সৌদি আবের ৫০০ রিয়াল থাকে। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় প্রায় ১৪,৬৩৮ টাকার সমান।

তবে আমি আবার বলছি যে, এখানে যেসব রিয়ালের বিপরীতে টাকার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো প্রতিনিয়ত আপডেট করা হবেনা।

তাই যদি আপনি সঠিক সৌদি রিয়ালের টাকার রেট সম্পর্কে জানতে চান। তাহলে আপনি উপরে উল্লেখিত কনভার্টার টি ব্যবহার করবেন।

সৌদি ১০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা?

যেহুতু সৌদি আরবের ০১ রিয়ালের বিপরীতে আপনি বাংলাদেশি টাকায় ২৯.২৮ টাকা পাবেন। সেহুতু আপনার কাছে যদি সৌদি আরবের ১ হাজার রিয়াল থাকে। তাহলে আপনি এই রিয়ালের বিপরীতে আরো বেশি টাকা পাবেন।

সেক্ষেত্রে বর্তমান সময়ের সৌদি আরবের রিয়াল এর রেট হিসেবে। যদি আপনার কাছে সৌদি ১০০০ রিয়াল থাকে। তাহলে আপনি বাংলাদেশি টাকায় প্রায় ২৯,২৭৬.২৫ টাকা পাবেন।

কিভাবে সৌদি আরবের সঠিক রিয়াল রেট জানতে পারবেন? 

বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দেশের টাকার রেট জানার দরকার হয়। আর সে সময় আমরা বুঝতে পারিনা যে, কিভাবে সঠিক রেট সম্পর্কে জানতে পারবো। আর আপনিও যদি এমন সমস্যার মধ্যে থাকেন। তাহলে শুনুন….

যখন আপনি কোনো একটি দেশের টাকার রেট সম্পর্কে জানতে চাইবেন। তখন আপনাকে সরাসরি গুগলের মধ্যে আসতে হবে। তারপর আপনি যে দেশের মুদ্রার সাথে টাকার রেট জানতে চাইবেন। আপনাকে সেটি লিখে সার্চ করতে হবে।

যেমন, আপনি সৌদি আরবের রিয়াল এর সাথে টাকার মান বের করতে চান। সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, “Saudi Riyal to Bangladeshi Taka”.

এরপর গুগল থেকে আপনাকে একটি কনভার্টার দেওয়া হবে। সেখান থেকে আপনি খুব সহজেই সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার পরিমান জানতে পারবেন। 

অথবা আপনি চাইলে উপরে শেয়ার করা কনভার্টার টি ব্যবহার করতে পারবেন। কেননা, আপনার সুবিধার জন্য আমি আর্টিকেলের শুরুতে একটি কনভার্টার শেয়ার করেছি।

কেন সৌদি আরবের রিয়েল এর রেট জানতে হয়? 

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা মূলত বর্তমান সময়ে নিজের জীবিকা নির্বাহ করার জন্য, সৌদি আরবে অবস্থান করে আছেন।

তো সেই মানুষ গুলো যখন নিজের দেশে টাকা পাঠায়, তখন তাদের সৌদি আরবের রিয়াল এর রেট এবং বাংলাদেশের টাকার মানের সাথে তুলনা করার দরকার হয়।

কেননা আপনি সৌদি আরবের মধ্যে যে কষ্ট করে অর্থ উপার্জন করেন। এবং সেই উপার্জিত অর্থ দেশে পাঠানোর সময় যদি সৌদি আরবের রিয়াল এর রেট জানতে না পারেন।

তাহলে কিন্তু অনেক সময় নিজের অজান্তে খুব কম রেটে আপনার কষ্টে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দিবেন। অথচ সেটা নিজেও বুঝতে পারবেন না।

এর কারণ হলো, সৌদি আরব এমন একটি দেশ। যে দেশের অর্থনৈতিক বাজারের উপর ভিত্তি করে রিয়াল এর মান নির্ণয় করা হয়।

আর যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। তখন সৌদি আরবের রিয়াল এর মূল্য বেড়ে যায়। আপনি যদি সেই সময়ে দেশে টাকা পাঠাতে পারেন। তাহলে আপনি খুব ভালো রেটে আপনার দেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন। 

সেজন্য অবশ্যই আপনাকে সৌদি আরবের রিয়ালের রেট সম্পর্কে নিয়মিত আপডেট তথ্য গুলো জেনে নিতে হবে।

আর আপনি যেন প্রতিদিনের আপডেট তথ্য গুলো সম্পর্কে জানতে পারেন। সে কারণে উপরে একটি কনভার্টার শেয়ার করা হয়েছে। যেখানে আপনি খুব সহজেই প্রতিদিনের সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের কত টাকা সেটি জেনে নিতে পারবেন।

সৌদি রিয়াল এর রেট কখন বাড়ে এবং কখন কমে? 

আপনার মত যে সকল সৌদি প্রবাসী আছেন। তারা সবাই জানেন যে, সৌদি আরবের রিয়াল এর রেট অনেক সময় কমে যায়, আবার অনেক সময় বেড়ে যায়। তো আপনাকে আসলে জানতে হবে যে, এই রেট কমার কারণ কি এবং রেট বাড়ার কারণ কি।

আর এই বিষয়টি বোঝা খুবই সহজ। কেননা যখন সৌদি আরবের অর্থনীতিক অবস্থা খুব ভালো থাকে। তখন অটোমেটিক ভাবে সৌদি রিয়াল রেট অনেক বেশি হয়।

কিন্তু যখন আপনি লক্ষ্য করতে পারবেন যে, সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সৌদি আরবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে, সেই সময় সৌদি রিয়াল রেট অনেকটাই কমে যায়।

আর আপনি একজন বাঙালি হিসেবে, যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। যখন সৌদি রিয়ালের রেট বেশি থাকবে।

 ঠিক তখনই আপনি আপনার দেশে টাকা পাঠানোর চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনি সৌদি রিয়ালের বিনিময়ে অনেক বেশি টাকা নিজের দেশের মানুষের কাছে পাঠিয়ে দিতে পারবেন।

আপনি সৌদি রিয়াল কোথায় ভাঙবেন | সৌদি রিয়াল ভাঙ্গানোর উপায় 

বিভিন্ন সময় দেখা যায় যে, সৌদি আরবে দীর্ঘদিন কাজ করার পর। সেখান থেকে আমরা অনেকেই সৌদি রিয়াল নিজের দেশে নিয়ে আসি। এবং যখন নিজের দেশে নিয়ে আসার পর টাকার দরকার হয়। তখন আমরা বুঝতে পারি না যে, কিভাবে এই সৌদি রিয়াল গুলো ভাঙতে হবে।

আর আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন। তাদের বলে রাখি যে, আপনি মোট দুই (০২) টি পদ্ধতি অনুসরণ করে সৌদি রিয়াল ভাঙ্গতে পারবেন। আর সেই পদ্ধতি গুলো হলোঃ

  1. ব্যাংকের মাধ্যমে
  2. মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠান থেকে

তো আপনার নিকট যদি সৌদি রিয়াল থাকে। এবং আপনি যদি বাংলাদেশ এর মধ্যে অবস্থান করেন। তাহলে আপনি উপরের এই দুটি পদ্ধতি অনুসরণ করে আপনার সৌদি রিয়াল ভাঙতে পারবেন।

তবে মনে রাখবেন, যদি আপনি মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠান থেকে সৌদি রিয়াল ভাঙতে চান। তাহলে কখনোই অবৈধ পন্থা অনুসরণ করার চেষ্টা করবেন না।

বাংলাদেশে কার্যরত মানিচেঞ্জার প্রতিষ্ঠানের তালিকা

আপনারা যারা বাংলাদেশের মধ্যে মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠান খুঁজছেন। তাদের জন্য এবার আমি একটি লিংক শেয়ার করব। যে লিংক এর মধ্যে ক্লিক করলে আপনি বাংলাদেশের সকল কার্যরত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের তালিকা দেখতে পারবেন। আর সেই তালিকা টি দেখতে হলে এখানে ক্লিক করুন।

বলে রাখা ভালো যে, উপরে আপনি বাংলাদেশ কার্যরত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের একটি লিংক দেখতে পাচ্ছেন। মূলত এই লিংকের মধ্যে যে সকল প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে। সেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করা হয়েছে। 

সৌদি আরবের শীর্ষ আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস

যেহেতু আপনি একজন সৌদি আরব প্রবাসী। সেহেতু অবশ্যই আপনার সৌদি আরবের শীর্ষ আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস গুলো সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।

কেননা আপনি সৌদি আরবের মধ্যে কষ্ট করে অর্থ উপার্জন করেন। এবং সেই উপার্জিত অর্থ কিভাবে বিশ্বস্ততার সহিত আপনার দেশে পাঠাতে পারবেন। সে সম্পর্কে না জানলে পরবর্তী সময়ে আপনাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে।

তো বর্তমান সময়ে বেশ কিছু সৌদি আরব মানি ট্রান্সফার সার্ভিস রয়েছে। আর আপনি চাইলে আপনার উপার্জিত অর্থ এই সার্ভিস গুলোর মাধ্যমে নিজের দেশের মানুষের হাতে পৌঁছে দিতে পারবেন। সেই মানি ট্রান্সফার সার্ভিস গুলো হলোঃ 

Tahweel Al Rajhi (তাহওয়েল আল রাজী)

বর্তমান সময়ের প্রেক্ষিতে সৌদি আরবের মধ্যে যে সকল আন্তর্জাতিক মানের মানি ট্রান্সফার সার্ভিস রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো, Tahweel Al Rajhi.

আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে যে সকল রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবের মধ্যে অবস্থান করে আছেন। তারা তাদের উপার্জিত অর্থ স্থানান্তর করার জন্য এই মানি এক্সচেঞ্জ সার্ভিস টি ব্যবহার করতে পারেন।

SNB Quickpay (SNB কুইক পে)

প্রতিটা কাজের ক্ষেত্রে আমরা নির্ভরযোগ্যতা এবং সুবিধার জনক দিক গুলো কে সবার আগে বিবেচনা করি। আর আপনি যদি এই দিক গুলো বিবেচনা করে সৌদি আরব থেকে আপনার উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে দিতে চান। তাহলে আপনার জন্য উপযুক্ত একটি মাধ্যম হবে, SNB Quickpay.

আর অবাক করার মত বিষয় হলো যে, আপনি যদি মানি এক্সচেঞ্জ করার জন্য SNB Quickpay ব্যবহার করেন। তাহলে আপনি বিশেষ কিছু সুবিধা লক্ষ্য করতে পারবেন।

যেমন, আপনি এটিএম থেকে টাকা পাঠাতে পারবেন। অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর আপনি নিজের ভাষা তে এই মানি ট্রান্সফার সার্ভিস টি ব্যবহার করার সুবিধা পাবেন।

STC Pay (STC পে)

এটি হলো এক ধরনের ডিজিটাল ওয়ালেট। যা মূলত সরাসরি STC নামক টেলিকম কোম্পানি এর মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। আর আপনি যদি তাদের সার্ভিস ব্যবহার করেন। তাহলে আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনার উপার্জিত অর্থ প্রেরণ করতে পারবেন।

সে ক্ষেত্রে আপনি যদি আপনার সৌদি রিয়াল এর বিনিময়ে বাংলাদেশে টাকা পাঠাতে চান। তাহলে এই মানি এক্সচেঞ্জ করার সার্ভিস টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ANB Telemoney (ANB টেলিমানি)

মানি এক্সচেঞ্জ করার জন্য সৌদি আরবের আরও একটি জনপ্রিয় প্রতিষ্ঠান রয়েছে। আর সেই প্রতিষ্ঠান এর নাম হল, ANB Telemoney. আপনি যদি আপনার প্রিয়জনের কাছে খুব সহজ ও নিরাপদে অর্থ পাঠাতে চান। তাহলে আপনার জন্য উপযুক্ত একটি মাধ্যম হবে, ANB টেলিমানি।

আর উক্ত সার্ভিস টি ব্যবহার করার জন্য আপনাকে টেলি মানি এর কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়বে না। বরং আপনি নিজের ঘরে বসে আপনার প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করে নিতে পারবেন।

Fawri Money Transfer (ফাউরি মানি ট্রান্সফার)

সৌদি আরবের মধ্যে থাকা মানসম্মত একটি মানি ট্রান্সফার সার্ভিস এর নাম হল, Fawri Money Transfer. কেননা আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ, এই মানি ট্রান্সফার সার্ভিস টি সম্পূর্ণ ভাবে পরিচালনা করে ব্যাংক, আল জাজিরার।

আর অন্যান্য সার্ভিস গুলো তুলনায়, এই সার্ভিসের মাধ্যমে অর্থ স্থানান্তর করলে অনেক ভালো রেট পাওয়া যায়। এছাড়াও উক্ত সার্ভিস এর মাধ্যমে খুব দ্রুততার সাথে মানি একচেঞ্জ করে নিতে পারবেন।

Top International Money Transfers in Saudi Arabia

উপরের আলোচনা তে আমি আপনার সাথে বেশ কিছু সৌদি আরব মানি ট্রান্সফার সার্ভিস এর নাম শেয়ার করেছি। তবে এর বাইরে এমন আরো অনেক ধরনের মানি ট্রান্সফার সার্ভিস রয়েছে। যে গুলো নিয়ে বিস্তারিত বললে এই আর্টিকেল টি অনেক বড় হয়ে যাবে।

তাই এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করব। যে তালিকা তে আপনি সৌদি আরবের সকল জনপ্রিয় মানি এক্সচেঞ্জ সার্ভিস গুলোর নাম সম্পর্কে জানতে পারবেন। যেমনঃ

  1. Tahweel Al Rajhi
  2. SNB Quickpay
  3. STC Pay
  4. ANB Telemoney
  5. Fawri Money Transfer
  6. Money Express
  7. ERSAL Money Transfer
  8. Urpay

এই তালিকা তে আপনি মোট আট (০৮) টি মানি এক্সচেঞ্জ করার সার্ভিস এর নাম দেখতে পাচ্ছেন। মূলত আপনারা যারা সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করছেন। এবং নিজের উপার্জিত অর্থ নিরপদে এবং বেশি রেটে দেশে পাঠাতে চান। তাদের জন্য এই সার্ভিস গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবচেয়ে কম খরচে কিভাবে সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন?

যখন আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে অর্থ স্থানান্তর করবেন। তখন আপনাকে বিভিন্ন দিক বিবেচনা করতে হবে।

তবে তার মধ্যে অন্যতম হলো, কিভাবে কম খরচে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আর আপনি যদি খরচের দিক বিবেচনা করেন, তাহলে অবশ্যই আপনাকে Fawri Money Transfer এর সাহায্য নিতে হবে।

এর মূল কারণ হলো, Fawri Money Transfer Service টি সম্পূর্ণ ভাবে পরিচালনা করে ব্যাংক আল জাজিরা। এবং উক্ত ব্যাংক এর মধ্যে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে, আর্থিক লেনদেনের দিক থেকে Fawri Money Transfer অন্যান্যদের তুলনায় খুব দ্রুততার সাথে কাজ করতে পারে।

এছাড়াও তিনি আরো বলেছেন, বর্তমান সময়ে সৌদি আরবের মধ্যে যে সকল মানি ট্রান্সফার সার্ভিস রয়েছে। তাদের সবার খরচের রেট এর চাইতে Fawri Money Transfer এর খরচ তুলনামূলক ভাবে অনেক কম।

আর আপনি যদি এই মানি ট্রান্সফার সার্ভিস টি ব্যবহার করেন। তাহলে আপনি কয়েক মিনিটের মধ্যেই সৌদি আরব থেকে বাংলাদেশের মধ্যে টাকা পাঠিয়ে দিতে পারবেন।

তবে আপনি শুধুমাত্র সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে হবে না। বরং বাংলাদেশ এর ব্যাংক গুলো তে আপনার স্থানান্তর করা অর্থ এসে জমা হতে হবে।

তো এই দিক থেকে বিবেচনা করলে ফাউড়ি মানি ট্রান্সফার সার্ভিস জানিয়েছেন। সৌদি আরব থেকে টাকা পাঠানোর মাত্র ২৪ ঘন্টা পরেই বাংলাদেশ ব্যাংকে আপনার টাকা উত্তোলনের যোগ্য হয়ে যাবে।

সৌদি রিয়াল ও বাংলাদেশী টাকা নিয়ে আমাদের শেষ কথা 

প্রিয় পাঠক, গুরুত্বপূর্ণ এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সৌদির এক রিয়াল বাংলাদেশের কত টাকা সে সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দিয়েছি।

এর পাশাপাশি আমি আপনার সাথে একটি কারেন্সি কনভার্টার শেয়ার করেছি। যে কনভার্টার এর মাধ্যমে আপনি যে কোনো সময় যে কোনো দেশের অর্থের সাথে আমাদের বাংলাদেশের টাকার মান বের করে নিতে পারবেন।

তো আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, আজকের এই আর্টিকেল টি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন।

আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো বিনামূল্য পেতে চান। তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

 

আরো পড়ুনঃ

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *