ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা কেমন?

How is Finland’s education system?: বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীর ফিনল্যান্ডে গিয়ে পড়াশোনা করার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আর সে কারণে আমাদের অনেক সময় জানার প্রয়োজন হয় যে, ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা কেমন। তো বর্তমান সময়ে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, আর এটা নিশ্চিত ভাবে বলা যায়।

কেননা, ফিনল্যান্ডের বার্ষিক বাজেটের ১২.২% এর বেশি অর্থ শিক্ষাখাতের জন্য বরাদ্দ থাকে। যার কারণে ফিনল্যান্ডে অধ্যায়নরত শিক্ষার্থীরা শিক্ষাজীবনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারেন। তো এগুলোর বাইরে আরো অনেক সুবিধা আছে যেগুলো আপনি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় পাবেন।

আর আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাকে সেই সুযোগ সুবিধা সহো ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত বলার চেস্টা করবো।

ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা কেমন?

যদি আপনি বর্তমান পৃথিবীর আধুনিক শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত দেশ গুলোর তালিকা তৈরি করেন। তাহলে সেই তালিকায় সবার আগে ফিনল্যান্ডের নাম আসবে। কেননা, গত কয়েক দশকে এই দেশটি আধুনিক শিক্ষা ব্যবস্থার দিক থেকে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

আমাদের জেনে রাখা উচিত যে, ফিনল্যান্ডের মধ্যে প্রায় ৯৯ শতাংশ মানুষ শিক্ষিত। আর তারা সর্বদা চেষ্টা করেছে পৃথিবীর অন্যান্য দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা নিয়ে আসার জন্য। কেননা, বর্তমান সময়ে তারা ফলনির্ভর পড়াশোনার বদলে আত্ম উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রদান করা শুরু করেছে।

কেননা, চলমান সময়ে ফিনল্যান্ডের মধ্যে মাধ্যমিক সমাপনী বা ন্যাশনাল ম্যাট্রিকুলেশ এর মতো ভিন্ন ভিন্ন কোনো পরীক্ষার সিস্টেম নেই। এছাড়াও ফিনল্যান্ডের মধ্যে নিজ নিজ স্কুলের শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মূল্যায়ন করে থাকে। আর ফিনল্যান্ডের মধ্যে থাকা স্কুল গুলোতে কোনো শাস্তিমূলক পদ্ধতি না থাকার কারণে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশের মাধ্যমে তাদের শিক্ষা অর্জনের চেস্টা চালিয়ে যেতে পারে।

আরো পড়ুনঃ ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসার খরচ কত?

ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এত উন্নত কেন?

উপরের আলোচনা তে আমি বলেছি যে, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত। আর এই উন্নত শিক্ষার পেছনে ব্যাপক ভূমিকা রেখে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা পরিবর্তন। যেমন, পৃথিবীর অন্যান্য দেশ গুলোতে একটি শিশুর বয়স ৫ বছর কিংবা ৬ বছর হলে তাকে প্রাথমিক শিক্ষার জন্য প্রেরণ করা হয়।

কিন্তুু ফিনল্যান্ড হলো এমন একটি দেশ, যেখানে একটি শিশুর বয়স ০৭ বছর হওয়ার পর তাকে প্রাথমিক শিক্ষার জন্য প্রেরন করা হয়। এছাড়াও ফিনল্যান্ডের মধ্যে একজন শিক্ষার্থীর ০৭ বছর থেকে শুরু করে ১৬ বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা গ্রহনের নির্দেশনা আছে। যার ফলে একজন ফিনল্যান্ডের শিশুকে এই ০৯ বছর ধরে শিক্ষাগ্রহন করতে হয়।

তো ফিনল্যান্ডের মধ্যে যখন একজন শিশুর বয়স ০৭ বছর হয়। তখন সেই শিশুকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিতে হয়। তবে শিশুরা যেন ছোট থেকেই তাদের মানসিক বিকাশ ঘটাতে পারে, সে কারণে স্কুল কর্তৃপক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

যেমন, কম বয়সী শিশুদের চোখের ঘুম নষ্ট করে খুব সকালে স্কুলে যেতে হয়না। বরং তারা যথেষ্ট সময় নিয়ে তাদের স্কুলে যেতে পারে। এছাড়াও তাদের দুপুরের খাবার স্কুল থেকে প্রদান করা হয়। এর পাশাপাশি তারা যেন একটানা ক্লাশ করার সময় ক্লান্তিবোধ না করে। সেজন্য ফিনল্যান্ডের স্কুল গুলোতে প্রতি ৪৫ মিনিট পড়াশোনা করার পর মোট ১৫ মিনিট করে বিরতি প্রদান করা হয়।

আরো পড়ুনঃ ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার উপায়

আপনার জন্য আমাদের কিছুকথা

যদি আপনি প্রশ্ন করেন যে, ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা কেমন। তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় আলাদা। আর ফিনল্যান্ড কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য পর্যাপ্ত বাজেট প্রদান করে।

আর আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে পড়াশোনা করেন। তাহলে আপনি উন্নত পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবেন।

তো যদি আপনি ফিনল্যান্ড এর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আরো কিছু জানতে চান। তাহলে নিচে কমেন্ট করবেন। আর বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আপডেট তথ্য গুলো জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *