F4 ভিসা বুলেটিন বাংলাদেশ
F4 Visa Bulletin Bangladesh: F4 ভিসা হল এক ধরনের ফ্যামিলি ভিসা। যে ভিসা একজন আমেরিকান নাগরিক বা স্থায়ী বাসিন্দার পরিবার এর সদস্যদের জন্য প্রদান করা হয়।
তবে আপনি যদি এই ধরনের ভিসার জন্য আবেদন করতে চান। তাহলে আপনাকে কি কি করতে হবে, আর সেজন্য আপনার কোন ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হবে। সেই বিষয় গুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।
F4 ভিসা বুলেটিন কাকে বলে ?
সহজ কথায় বলতে গেলে F4 ভিসা হল একটি অভিবাসী ভিসা। যার অর্থ হল, একজন আমেরিকান নাগরিক বা স্থায়ী বাসিন্দার পরিবারের সদস্যদের কে আমেরিকা তে বসবাস করা এবং কাজ করার অনুমতি দেয়।
অর্থাৎ আপনি যদি দীর্ঘ সময় ধরে আমেরিকায় বসবাস করেন। এর পাশাপাশি যদি আপনার আমেরিকার নাগরিকত্ব থাকে। তাহলে আপনি এ ধরনের F4 ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ ম্যানপাওয়ার কার্ড চেক ও ডাউনলোড করার নিয়ম
বর্তমানে কি বাংলাদেশীদের জন্য F4 ভিসা চালু আছে?
আমি যখন এই আর্টিকেল টি লিখেছি। তার কয়েক বছর পরেও আমার এই লেখাটি অনেকে দেখবেন। সে কারণে উক্ত সময়ে বাংলাদেশীদের জন্য F4 ভিসা চালু আছে কিনা। সেটি আপনি নিজেই চেক করে নিতে পারবেন।
আর এই বিষয়টি চেক করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এই লিঙ্ক এর মধ্যে ক্লিক করবেন। তখন আপনি F4 ভিসার যাবতীয় আপডেট তথ্য গুলো জেনে নিতে পারবেন।
F4 ভিসা পেতে কতদিন লাগে?
আপনি যদি এই ধরনের ভিসা পেতে চান। তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। আর সেই বিষয় টি হল, একজন ব্যক্তি F4 ভিসা আবেদন করার দীর্ঘ সময় পরে তার কাঙ্খিত ভিসা সংগ্রহ করতে পারে। আর এই সময় জানলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন।
কেননা এই ধরনের ভিসার আবেদন করার পরবর্তী ০১ বছর থেকে ১০ বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। আর উক্ত সময়ের মধ্যে আপনি আপনার F4 ভিসা সংগ্রহ করতে পারবেন।
আরো পড়ুনঃ যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার উপায়
F4 ভিসা পেতে এত সময় লাগে কেন?
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, F4 ভিসা পেতে হলে আমাদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এখন অনেকের মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, কেন F4 ভিসা পেতে এত বেশি সময় লাগে। আর আপনার মনেও যদি এই প্রশ্নটি জেগে থাকে। তাহলে শুনুন….
বর্তমান সময়ে আপনার মত এমন অনেক মানুষ আছেন, যারা F4 ভিসার জন্য আবেদন করছেন। আর এই আবেদনকারীর সংখ্যা এত বেশি যে, ভিসা কর্তৃপক্ষ সেই আবেদন গুলো কে যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়।
মূলত সে কারণেই F4 ভিসা পেতে আমাদের এত বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।
আরো পড়ুনঃ লন্ডনে নাগরিকত্ব পাওয়ার উপায়
আমেরিকার কোন ভিসা পাওয়া সহজ?
এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, F4 ভিসা পেতে হলে আমাদের ০১ বছর থেকে ১০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, আমেরিকার কোন ভিসা পাওয়া সহজ।
তো বর্তমান সময়ে আপনি যদি খুব সহজে আমেরিকান ভিসা পেতে চান। তাহলে আপনাকে B1/B2 ভিসার জন্য আবেদন করতে হবে। যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকা তে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার ব্যবসায়িক উদ্দেশ্য সফল করতে পারবেন।
আর এই ধরনের B1/B2 ভিসা তুলনামূলক ভাবে খুব সহজে পাওয়া যায়। তার জন্য অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে বি১/বি২ ভিসার জন্য আবেদন করতে হবে।
আরো পড়ুনঃ ফিনল্যান্ড যাওয়ার নিয়ম (পাসপোর্ট / ভিসা / চাকরি)
আপনার জন্য আমাদের কিছু কথা
আমাদের ওয়েব সাইটে প্রতিনিয়ত ভিসা এবং পাসপোর্ট রিলেটেড আর্টিকেল পাবলিশ করা হয়।
আর সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের, F4 ভিসা বুলেটিন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানিয়ে দিয়েছি।
তো আপনি যদি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা ও পাসপোর্ট রিলেটেড তথ্য গুলো বিনামূল্য পেতে চান। তাহলে আপনার অবসর সময় গুলো তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন।
আর এতক্ষণ ধরে আমার লেখা আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।