কানাডায় কৃষিকাজে কর্মী নিয়োগ চলছে

Employment in agriculture in Canada: আমাদের বাংলাদেশের অনেক মানুষ কৃষিকাজ করার জন্য কানাডা যেতে চায়। আর সেইসব মানুষের স্বপ্ন পূরনের বিরাট একটা সুযোগ তৈরি হয়েছে। কারণ, বর্তমানে বাংলাদেশ থেকে কৃষিকাজে দক্ষ শ্রমিক নিয়োগ দিয়েছে কানাডা। আর উক্ত নিয়োগে আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে আবেদন করবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো। 

কানাডায় জেনারেল লেবার সেক্টরে কাজ করার পদ্ধতি

টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP) এবং ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (IMP) হল কানাডায় অভিবাসন এবং জেনারেল লেবার সেক্টরে কাজ করার দুটি প্রধান পদ্ধতি। যে গুলো সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারনা রাখা উচিত।

(TFWP) – Temporary Foreign Worker Program

কানাডার নিয়োগকর্তাদের কানাডায় শ্রমের ঘাটতি পূরণের জন্য বিদেশী নাগরিকদের নিয়োগের অনুমতি দেয়। TFWP-এর অধীনে নিয়োগ করতে চাওয়া নিয়োগকর্তাদের কানাডিয়ান সরকারের শ্রম বাজার পরীক্ষা সম্পূর্ণ করতে হবে, যা (LMIA) নামে পরিচিত।

(LMIA) – Labour Market Impact Assessment

এলএমআইএ এর মাধ্যমে নিয়োগকর্তাদের প্রমাণ করতে হবে যে তারা কানাডিয়ান বা স্থায়ী বাসিন্দাদের নিয়োগের মাধ্যমে পদটি পূরণ করতে পারেনি। LMIA-এর জন্য আবেদন করার সময়, নিয়োগকর্তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। যেগুলো নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো। 

(IMP) –  International Mobility Program

IMP-এর অধীনে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য একজন বিদেশী নাগরিকের LMIA-এর প্রয়োজন নেই। যার অধীনে কানাডায় কাজ করার জন্য বিভিন্ন স্ট্রিম রয়েছে। সেগুলো হলো,

  • Global Talent Stream: এই স্ট্রিম highly skilled workers এবং experienced professionals-দের জন্য।
  • International Experience Canada: এই স্ট্রিম 18-35 বছর বয়সী বিদেশী নাগরিকদের জন্য কানাডায় কাজ করার এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করার জন্য।

তো বর্তমান সময়ে আপনি কোন কোন পদ্ধতি গুলোর মাধ্যমে কানাডা যেতে পাবেন সেগুলো উপরে উল্লেখ করা হলো। তাই এবার আমি আপনাকে জানিয়ে দিবো যে, চলমান নিয়োগে কৃষিকাজের জন্য কানাডা যেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে।

আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে?

আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে কানাডা কৃষিকাজের জন্য আবেদন করেন তাহলে আপনার নিকট অবশ্যই LMIA সার্টিফিকেট থাকতে হবে। যার মাধ্যমে আপনি আপনার কাজের দক্ষতার প্রমাণ দিতে পারবেন। কিন্তুু আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কাজে যুক্ত আছেন তাদের এই সার্টিফিকেট দরকার হবেনা। 

এছাড়াও অন্যান্য নিয়োগে আবেদন করতে হলে আমাদের কানাডিয়ান ভাষা দক্ষতার প্রমান দিতে হতো। আবার অনেক ক্ষেত্রে আমাদের IELTS করার প্রয়োজন হতো। কিন্তুু এই নিয়োগে আবেদন করার জন্য এমন কোনো ভাষা দক্ষতার প্রমান দিতে হবেনা। তবে আপনার অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলার মতো ও বোঝার মতো দক্ষতা থাকতে হবে। অন্যথায় আপনি অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। 

বিশেষ বার্তাঃ এই যোগ্যতা শুধুমাত্র চলমান সময়ের কৃষিকাজের জন্য প্রযোজ্য। অন্যান্য নিয়োগ এর ক্ষেত্রে প্রার্থীদের কানাডার রেগুলার যোগ্যতা থাকতে হবে।

কানাডা কৃষিকাজ কর্মী নিয়োগে আবেদন করার ধাপ

বর্তমান সময়ে কানাডায় LMIA এর মাধ্যমে যে কৃষিকাজের কর্মী নিয়োগ চলছে তার জন্য আপনার যোগ্যতা গুলো উপরে উল্লেখ করা হয়েছে। তো এবার আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দিবো কিভাবে আপনি এই নিয়োগে আবেদন করবেন। 

কিছুকথাঃ এই নিয়োগে আবেদন করার জন্য দালাল বা এজেন্সির দরকার হবেনা। বরং আপনার যদি কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারনা থাকে তাহলে আপনি নিজেই এই নিয়োগে আবেদন করতে পারবেন। 

প্রথম ধাপঃ আপনার NOC খুজে নিন

কানাডা-কৃষিকাজে-নিয়োগ

কানাডা কৃষিকাজে নিয়োগ আবেদন

সবার প্রথমে আপনাকে NOC খুজে নিতে হবে। আর এই কাজটি করার জন্য আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে। যে কাজটি করার জন্য আপনাকে উক্ত লিংকে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তারপর আপনাকে Filter Item থেকে আপনার Class Title খুজে নিতে হবে। এরপর আপনি আপনার NOC কোড সংগ্রহ করতে পারবেন। 

দ্বিতীয় ধাপঃ কানাডা স্টাইলে রিজিউম (Resume) তৈরি করুন

যেহুতু আপনি কানাডাতে কৃষিকাজের জন্য আবেদন করবেন সেহুতু আপনাকে অবশ্যই কানাডিয়ান স্টাইলে রিজিউম তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে উক্ত রিজিউমে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হবে। যেমন, 

  1. নাম এবং যোগাযোগের তথ্য
  2. দক্ষতা, অভিজ্ঞতার সংক্ষিপ্তভাবে বর্ণনা
  3. শিক্ষা এবং প্রশিক্ষণ
  4. ব্যক্তিগত সকল তথ্য

এছাড়াও আপনি যখন রিজিউম তৈরি করবেন তখন উক্ত রিজিউমে এমন কীওয়ার্ড ব্যবহার করুন যা কানাডিয়ান নিয়োগকর্তারা প্রায়শই অনুসন্ধান করেন। আর আপনি কানাডাতে যে নির্দিষ্ট চাকরির জন্য আবেদন করবেন তার জন্য আপনার রিজিউম কাস্টমাইজ করবেন। এই কাজটি করলে আপনি নিয়োগ কর্তার কাছে আলাদা গ্রহনযোগ্যতা পাবেন। 

  • Canada Style Resume Sample: Click Here.
  • স্যম্পল লিংক সোর্সঃ (uscanadavlog.com)

তৃতীয় ধাপঃ কানাডা স্টাইলে কভার লেটার তৈরি করুন

Canada-style-cover-letter

কানাডিয়ান স্টাইল কভার লেটার

ইমেজ সোর্সঃ (uscanadavlog.com)

মনে রাখবেন যখন আপনি কানাডিয়ান স্টাইলে রিজিউম তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই কানাডিয়ান স্টাইলে কভার লেটার তৈরি করতে হবে। কিন্তুু যদি আপনি এমনটা না করেন তাহলে আপনার রিজিউমটি ততোটা গুরুত্ব বহন করবেনা। 

সরাসরি কানাডা চাকরি আবেদন করার লিংক

যখন আপনার নিকট উপরোক্ত সকল তথ্য ও ডকুমেন্টস থাকবে তখন আপনাকে অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করতে হবে। আর এই আবেদন করার জন্য আপনাকে সঠিক লিংক জানতে হবে। যার মাধ্যমে আপনি কানাডার মতো উন্নত দেশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

Canada job apply link

কানাডা জব সার্কুলার আবেদন লিংক

উপরের লিংকে ক্লিক করলে আপনি ঠিক পিকচারের মতো একটি পেজে প্রবেশ করবেন। তারপর আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন, 

  1. “What” – অপশনে আপনার কাঙ্খিত কাজের নাম লিখবেন। 
  2. “Where” – অপশনে কানাডার কোথায় চাকরি করতে চান তা সিলেক্ট করবেন। 
  3. ”Search jobs for” – থেকে আপনার চাকরির ধরন সিলেক্ট করুন।
  4. সবশেষে ডানপাশের সার্চ অপশনে ক্লিক করুন। 

এখন আপনি আপনার কাঙ্খিত জব নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো কানাডার কোন প্রতিষ্ঠান থেকে প্রচার করা হয়েছে তার বিস্তারিত তথ্য দেখতে পারবেন। 

তো এখন আপনার কাজ হলো সেই নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আবেদন করা। সেক্ষেত্রে আপনি যে সিভি ও কাভার লেটার তৈরি করেছেন সে গুলোর মাধ্যমে আবেদন করতে হবে। কিন্তু নিয়োগকর্তা যদি আরো অন্যান্য কোনো তথ্য বা ডকুমেন্টস চায় তাহলে আপনাকে সেগুলো অবশ্যই প্রদান করতে হবে। 

চাকরিতে আবেদন পূর্বে লক্ষনীয় বিষয় 

একজন ব্যক্তি যখন কানাডার চাকরি নিয়োগে আবেদন করবেন তখন আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আর সেই বিষয় গুলো হলো, 

  1. আপনার দক্ষতার সাথে ম্যাচিং নিয়োগে আবেদন করবেন। 
  2. নিয়োগকর্তার বর্ণিত সকল তথ্য সঠিকভাবে দিবেন। 
  3. কোনো ধরনের ভুল তথ্য বা ডকুমেন্টস দিবেন না।
  4. নিয়োগ কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানবেন। 
  5. কোম্পানির সঠিক ইমেইল এড্রেস সংগ্রহ করবেন। 
  6. ইমেইল এর সঠিক ফরম্যাট অনুযায়ী পাঠাবেন। 
  7. ইমেইলে অহেতুক বিষয়/কথা যুক্ত করবেন না।

আর যখন আপনি উপরের নিয়ম গুলো মেনে ইমেইল করবেন তারপর আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনার আসলে কি কি করতে হবে সেটা নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হবে। আর আপনি অবশ্যই তাদের দেওয়া নিয়ম মেনে কাজ করার চেষ্টা করবেন। 

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, বর্তমান সময়ে কানাডা আমাদের বাংলাদেশের দক্ষ জনবল নিয়োগ দিচ্ছে। তাই এই সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়। আর আপনি কিভাবে আমাদের বাংলাদেশ থেকে কানাডা চাকরির নিয়োগে আবেদন করবেন সেই পদ্ধতি গুলো ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। 

তবে এরপরও যদি আপনার কানাডা কৃষিকাজে নিয়োগ আবেদন করতে কোনো সমস্যা হয়। তাহলে আপনি আপনার সমস্যাটি নিচে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য চেস্টা করবো আপনার সমস্যার সমাধান খোজার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *