আকিজ গ্রুপের পণ্য তালিকা ২০২৪

আকিজ গ্রুপ বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে শিল্পপতি শেখ আকিজ উদ্দীন কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি পাট শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। কালক্রমে এটি বিভিন্ন শিল্পে বৈচিত্র্য লাভ করে এবং বর্তমানে টেক্সটাইল, তামাক, সিরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা পরিচালনা করছে।

আকিজ গ্রুপের ব্যবসা বৈচিত্র্য অতুলনীয়। টেক্সটাইল থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ, প্রযুক্তি পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রেই তাদের উপস্থিতি রয়েছে। ২০০৯ সালে আকিজ গ্রুপ ৩৯০ মিলিয়ন ইউরো কর প্রদান করে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। আর আজকের আর্টিকেলে আমরা আকিজ গ্রুপের পণ্য তালিকা সম্পর্কে জানবো। 

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন

শেখ আকিজ উদ্দিনের জন্ম খুলনা জেলার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে। তাঁর বাবা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। শৈশব থেকেই তিনি দারিদ্র্য ও অস্বচ্ছলতার সাথে পরিচিত ছিলেন। ১৯৪২ সালে মাত্র ১৬ টাকা নিয়ে তিনি বাড়ি ছেড়ে কলকাতায় যান। সেখানে তিনি শিয়ালদহ রেলস্টেশনে আশ্রয় নেন এবং কাজের সন্ধান করতে থাকেন।

কলকাতায় তিনি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন। এর মধ্যে ছিল ফেরিওয়ালা, মুদি দোকানের কর্মচারী, ইত্যাদি। পরবর্তীতে তিনি নিজে ব্যবসা শুরু করেন। কলকাতায় তিনি কমলা লেবু, মুদি দোকান, ফলের ব্যবসা, ইত্যাদি করেন। পরে পেশোয়ারে গিয়েও তিনি ফলের ব্যবসা করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি বাড়ি ফিরে আসেন এবং বিড়ি তৈরি ও বিক্রি শুরু করেন। এরপর তিনি ধান, পাট, চাল, গুড়, ডাল, ইত্যাদির ব্যবসা করেন। ষাট-এর দশকে তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এরপর তিনি আকিজ তামাক ফ্যাক্টরি, আকিজ নেভিগেশন, আকিজ জুট মিল, আকিজ ম্যাচ ফ্যাক্টরি, আকিজ সিমেন্ট ফ্যাক্টরি, ইত্যাদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

শেখ আকিজ উদ্দিন বিভিন্ন সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। তিনি মনে করেন, তার সফলতার রহস্য হলো অক্লান্ত পরিশ্রম, কঠোর অধ্যবসায়, এবং সততা। যার ফলে তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।

আকিজ গ্রুপের কোম্পানি তালিকা

বর্তমান সময়ে আকিজ গ্রুপ হলো বৃহৎ একটি প্রতিষ্ঠান যার অনেক ধরনের পন্য ও কোম্পানি রয়েছে। সে কারণে সবার শুরুতে আমাদের আকিজ গ্রুপের কোম্পানি গুলোর নাম জেনে নেওয়া দরকার। তো আপনি যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন সে জন্য এবার আমি আকিজ গ্রুপের সকল কোম্পানি এর নাম উল্লেখ করবো। যেমন, 

  1. আকিজ ফার্মাসিটিউক্যালস লিমিটেড
  2. আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড
  3. আকিজ রিয়েল স্টেট লিমিটেড
  4. আকিজ সিকিউরিটিজ লিমিটেড
  5. আজিক টেক্সটাইল লিমিটেড
  6. আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড
  7. আকিজ বেকার্স লিমিটেড
  8. আকিজ জর্দা ফ্যাক্টরি লিমিটেড
  9. এস.এ.এফ ইন্ডাস্ট্রি লিমিটেড
  10. আকিজ রাইস মিল ইন্ডাস্ট্রি
  11. আকিজ ফ্লোর মিল ইন্ডাস্ট্রি
  12. আকিজ সিরামিক লিমিটেড
  13. আকিজ প্লাস্টিকস্
  14. আদ-দ্বীন ফাউন্ডেশন
  15. আকিজ অটোমোটিভ ইন্ডাষ্ট্রিজ
  16. আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
  17. আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড
  18. আকিজ সিরামিক কোম্পানি লিমিটেড
  19. আকিজ কম্পিউটার লিমিটেড
  20. আকিজ কর্পোরেশন লিমিটেড
  21. আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড
  22. আকিজ গ্যাস কোম্পানি লিমিটেড
  23. আকিজ গ্যাস স্টেশন লিমিটেড
  24. আকিজ হোটেল এন্ড রির্সোটস
  25. আকিজ ইন্সটিটিউট অব টেকনোলজি
  26. আকিজ জুট মিলস লিমিটেড
  27. আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড
  28. আকিজ মোটরস
  29. আকিজ পার্টিক্যাল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

উপরের তালিকায় আকিজ গ্রুপের বিভিন্ন কোম্পানির নাম শেয়ার করা হয়েছে। আর পরবর্তী সময়ে যদি আকিজ গ্রুপে আরো নতুন কোম্পানি প্রতিষ্ঠা করা হয় তাহলে এই তালিকায় উক্ত নামটি যুক্ত করে দেওয়া হবে। 

আকিজ গ্রুপের পণ্য তালিকা ২০২৪

আমরা সবাই জানি আকিজ গ্রুপ হলো বৃহৎ একটি প্রতিষ্ঠান যার আওতায় ভিন্ন ভিন্ন কোম্পানি আছে। আর সেই কোম্পানি গুলো থেকে অনেক ধরনের পণ্য প্রস্তুত করা হয়। যেমন, ফুড এন্ড বেভারেজ, ঔষধ জাতীয় পণ্য, পানীয় জাতীয় পণ্য, খাদ্য পণ্য ইত্যাদি। তাই এবার আমি আকিজ গ্রুপের পণ্য তালিকা টি ধাপে ধাপে উল্লেখ করার চেস্টা করবো। যেমন, 

আকিজ ফুড এন্ড বেভারেজ এর পণ্য তালিকা

(জুস)

  • আকিজ ফ্রুটিকা
  • আকিজ আফি জুস

(পানি)

  • আকিজ স্পা পানি
  • আকিজ রিভেরা পানি

(কর্পোরেট পানীয়)

  • আকিজ স্প্রাইট

(অন্যান্য বেভারেজ পণ্য)

  • আকিজ আফি ড্রিংস
  • আকিজ ক্লেমন বেভারেজ ড্রিংস
  • আকিজ মোজো বেভারেজ ড্রিংস
  • স্পিড বেভারেজ ড্রিংস
  • লেমু বেভারেজ ড্রিংস
  • ফ্রোস বেভারেজ ড্রিংস
  • আকিজ টুইং ড্রিংস
  • র্টাবো বেভারেজ ড্রিংস
  • হার্টোন বেভারেজ ড্রিংস

আকিজ ঔষধ জাতীয় পণ্য তালিকা

আকিজ ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের অন্যতম বড় ও জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত কিছু জনপ্রিয় ওষুধের নাম নীচে দেওয়া হলো:

(জ্বর ও ব্যথানাশক)

  • আকিজ প্যারাসিটামল
  • আকিজ অ্যাসপিরিন
  • আকিজ আইবুপ্রোফেন

(ডায়াবেটিসের ওষুধ)

  • আকিজ মেটফরমিন

(অ্যান্টিবায়োটিক)

  • আকিজ অ্যামোক্সিসিলিন
  • আকিজ সেফিক্সিম
  • আকিজ অ্যামিকাসিন
  • আকিজ এরিথ্রোমাইসিন
  • আকিজ লভোফ্লক্সাসিন

(অ্যান্টিফাঙ্গাল)

  • আকিজ ভেরুকোনাজল

(এন্টিভাইরাল)

  • আকিজ রিটোনাভির

(হরমোন)

  • আকিজ অ্যালডোসটেরোন

(কাশির ওষুধ)

  • আকিজ কফ সিরাপ

(অন্যান্য)

  • আকিজ ল্যামভুডিন

আকিজ কনফেকশনারী পণ্য তালিকা

আকিজ ফুড এন্ড বেভারেজ কেবল পানীয় উৎপাদনেই সীমাবদ্ধ নয়, তারা বাজারে বিভিন্ন ধরণের সুস্বাদু কনফেকশনারী পণ্যও সরবরাহ করে।

(বিস্কুট)

  • আকিজ বিস্কুট
  • আকিজ ওয়েফার

(চকলেট)

  • আকিজ চকলেট বল
  • আকিজ চকলেট বার
  • আকিজ চকলেট ক্যান্ডি

(অন্যান্য)

  • আকিজ ক্যান্ডি
  • আকিজ নুডুলস
  • আকিজ রোল
  • আকিজ ফ্রুট ক্যান্ডি

আকিজ খাদ্য জাতীয় পণ্য তালিকা

আকিজ ফুড এন্ড বেভারেজ কেবল পানীয় ও কনফেকশনারী পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ নয়, তারা বাজারে বিভিন্ন ধরণের সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য পণ্যও সরবরাহ করে।

(মসলা)

  • আকিজ মসলা

(চিনি)

  • আকিজ সুপার চিনি
  • আকিজ স্পেশাল চিনি

(তেল)

  • আকিজ সরিষার তেল
  • আকিজ ক্যানোলা তেল
  • আকিজ সয়াবিন তেল

(মিষ্টি)

  • আকিজ মিষ্টি
  • আকিজ ফার্মফ্রেশ মিষ্টি
  • আকিজ ফার্মফ্রেশ রসগোল্লা

(দুগ্ধজাত পণ্য)

  • আকিজ ফার্মফ্রেশ দুধ
  • আকিজ ফার্মফ্রেশ লাচ্ছা
  • আকিজ ফার্মফ্রেশ দই
  • আকিজ ফার্মফ্রেশ ছানা

(অন্যান্য)

  • আকিজ কেক
  • আকিজ মাখন
  • আকিজ সস
  • আকিজ আচার
  • আকিজ স্ন্যাকস
  • আকিজ ময়দা
  • আকিজ আটা
  • আকিজ সুজি
  • আকিজ মুড়ি
  • আকিজ মসুর ডাল
  • আকিজ এসেনশিয়াল চাউল

আকিজ খাদ্য জাতীয় পণ্য সম্পর্কে আরও তথ্যের জন্য তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন। আকিজ গ্রুপের খাদ্য পন্য এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক – https://akijfood.com/

আকিজ অন্যান্য পণ্য তালিকা

আকিজ গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বৈচিত্র্যময় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। খাদ্য ও পানীয় ছাড়াও, আকিজ গ্রুপ আরও অনেক ধরণের পণ্য উৎপাদন ও বাজারজাত করে। নিচে আকিজ গ্রুপের উৎপাদিত কিছু অন্যান্য পণ্যের তালিকা দেওয়া হলো। যেমন, 

  • আকিজ পার্টিক্যাল বোর্ড
  • আকিজ গ্লাস
  • আকিজ সিপিং
  • আকিজ চা
  • আকিজ সিমেন্ট 
  • আকিজ প্লাস্টিক
  • আকিজ সিরামিক
  • আকিজ জুট মিলস
  • আকিজ বিড়ি ও দিয়াশলাই 
  • আকিজ রাইস 
  • আকিজ পেইন্ট
  • আকিজ টেক্সটাইল 
  • আকিজ পাট
  • আকিজ মোটরস
  • আকিজ গ্যাস
  • আকিজ কম্পিউটার 
  • আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং 
  • আকিজ জর্দা
  • আকিজ রিয়েল স্টেট
  • আকিজ হোটেল ও রির্সোট

উপরের তালিকায় বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পণ্য তালিকা শেয়ার করা হয়েছে। তবে এই তালিকায় যদি কোনো পণ্য বাদ পড়ে যায় তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন। তাহলে আমরা পুনরায় এই তালিকাটি আপডেট করার চেষ্টা করবো। 

আকিজ গ্রুপের পণ্য তালিকা ও কিছুকথা

আজকের এই আর্টিকেলে আমি আপনাকে আকিজ গ্রুপ সম্পর্কে বিভিন্ন বিষয় জানিয়ে দিয়েছি। কিভাবে আকিজ গ্রুপের যাত্রা শুরু হয় এবং কিভাবে এই প্রতিষ্ঠানটি দেশের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে তার সংক্ষিপ্ত গল্পটা শেয়ার করা হয়েছে এই আর্টিকেলে।

এছাড়াও আমি আপনাকে সকল আকিজ গ্রুপের পণ্য তালিকা প্রদান করেছি। যা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে, জনপ্রিয় এই প্রতিষ্ঠান কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো এরপরও যদি আপনার আকিজ গ্রুপ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে বলবেন।

ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। এমন তথ্য বিনামূল্যে পেতে চাইলে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *