Www ivacbd com আপনার ভিসার আবেদন ট্র্যাক করুন
Www ivacbd com track your visa application: যখন আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনার সেই ভিসার আবেদন বর্তমান কোন পরিস্থিতি তে আছে। সেটি আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তবে যদি আপনি Www ivacbd com আপনার ভিসার আবেদন ট্র্যাক করতে চান। তবে আপনাকে বেশ কিছু নিয়ম জানতে হবে। আর আজকের আর্টিকেলে আমি আপনাকে সেই নিয়ম গুলোকে ধাপে ধাপে দেখিয়ে দিবো।
তো যদি আপনি সেই নিয়ম গুলো সম্পর্কে জানতে চান। তবে আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে। তাই আর দেরী না করে চলুন, সরাসরি মূল টপিকে ফিরে যাওয়া যাক।
Www ivacbd com আপনার ভিসার আবেদন ট্র্যাক করতে কি কি লাগে?
যেহুতু আপনি আপনার ভিসার আবেদন ট্র্যাক করবেন। সেহুতু আপনার নিকট অবশ্যই বেশ কিছু তথ্য থাকতে হবে। যেগুলোর মাধ্যমে ivacbd থেকে আপনার ভিসা ট্রাকিং করতে পারবেন। আর সেই তথ্য গুলো হলো,
- Sticker No
- Web file Number
তো আপনার নিকট যদি এই দুটো তথ্য থাকে। তাহলে আপনি Www ivacbd com ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার ভিসার আবেদন ট্র্যাক করতে পারবেন। তবে তার জন্য আপনাকে যে সকল নিয়ম ফলো করতে হবে। সেই নিয়ম গুলো নিচে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে?
কিভাবে Www ivacbd com থেকে ভিসা আবেদন ট্র্যাক করবেন?
উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ivacbd থেকে ভিসা আবেদন ট্র্যাক করতে কি কি লাগে। তো এবার আমরা জানবো কিভাবে আমরা উক্ত তথ্য গুলোর মাধ্যমে ভিসা আবেদন ট্র্যাক করবো। তবে সেজন্য আপনাকে নিচে দেখানো নিয়ম গুলো ফলো করতে হবে। যেমন,
- সবার শুরুতে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর আপনি ঠিক উপরের পিকচারে দেখানো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন।
- এখন আপনাকে বাম পাশের অপশন থেকে “ভিসা আবেদন ট্র্যাক” নামক অপশনে ক্লিক করতে হবে।
তো এবার আপনার সামনে “Track Your Application Status” নামক একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে আপনি মোট দুইটি অপশন দেখতে পারবেন। আর সেগুলো হলো, Regular Visa Application এবং Post Endorsement R.A.P / P.A.P. আর এখন নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করুন। যেমন,
- যদি আপনি Regular Visa Application থেকে আপনার ভিসা আবেদন ট্র্যাক করতে। তাহলে আপনাকে উক্ত অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে দুইটি ফাঁকা বক্স আসবে।
- তো প্রথম বক্সে আপনাকে আপনার “Web file Number” প্রদান করতে হবে।
- তারপর দ্বিতীয় বক্সে আপনাকে ক্যাপচা কোড পূরণ করতে হবে।
- সবশেষে আপনাকে “Submit” নামক বাটনে ক্লিক করতে হবে।
যদি আপনি আপনার Regular Visa Application এর মাধ্যমে ভিসা আবেদন ট্র্যাক করতে চান। তাহলে আপনাকে যেভাবে কাজ করতে হবে। সেগুলো উপরে দেখানো হলো।
তবে যদি আপনি Post Endorsement R.A.P / P.A.P এর মাধ্যমে আপনার আবেদন ট্র্যাক করতে চান। তবে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন,
- সবার প্রথমে আপনি Post Endorsement R.A.P / P.A.P নামক অপশন এর মধ্যে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে দুটো ফাঁকা বক্স আসবে।
- তো প্রথম বক্সে আপনাকে ”Sticker No (please type as shown in receipt)” দিতে হবে।
- তারপরের বক্সে আপনাকে ক্যাপচা কোড সঠিক ভাবে পূরন করতে হবে।
- সবার শেষে আপনাকে “Submit” নামক বাটনে ক্লিক করতে হবে।
তো আপনারা যারা Www ivacbd com আপনার ভিসার আবেদন ট্র্যাক করতে চান। তাদের জন্য যে সকল পদ্ধতি ফলো করতে হবে। সেই পদ্ধতি গুলো উপরে দেখানো হয়েছে। আশা করি, এগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার ভিসা আবেদন ট্র্যাক করতে পারবেন।
আরো পড়ুনঃ ইন্ডিয়ান ভিসার মেয়াদ কতদিন?
আপনার জন্য আমাদের কিছুকথা
আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিসা কিংবা পাসপোর্ট নিয়ে আর্টিকেল পাবলিশ করি। তো যদি আপনি সেই আর্টিকেল থেকে বিভিন্ন তথ্য বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।