বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে?

Which country visa is open for Bangladesh?: বর্তমান সময়ে এই পৃথিবীতে প্রায় ৪১ টির মতো দেশ আছে। যে দেশ গুলোতে যেতে হলে বাংলাদেশি নাগরিকদের কোনো প্রকার ভিসার প্রয়োজন হবেনা।

এছাড়াও এমন অনেক দেশ আছে। বাংলাদেশি নাগরিকরা সেই দেশ গুলোতে ভিসার মাধ্যমে গিয়ে চাকরি করতে পারবেন।

তো আপনাকে সেই সকল দেশ গুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

বাংলাদেশ থেকে কোন কোন দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়?

আলোচনার শুরুতেই বলেছি যে, বর্তমান সময়ে পৃথিবীর মোট ৪১ টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। যে দেশ গুলোতে আপনি শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট এর সাহায্য যেতে পারবেন। যেমন,

  1. ভুটান
  2. ইন্দোনেশিয়া
  3. মালদ্বীপ
  4. নেপাল
  5. শ্রীলঙ্কা
  6. তিমুর
  7. কেপ ভার্দ দ্বীপপুঞ্জ
  8. কমোরোস দ্বীপপুঞ্জ
  9. গাম্বিয়া
  10. গিনি বিসাউ
  11. কেনিয়া
  12. লেসোথো
  13. মাদাগাস্কার
  14. মৌরিতানিয়া
  15. মোজাম্বিক
  16. রুয়ান্ডা
  17. সেনেগাল
  18. সিসিলি
  19. সিয়েরা লিওন
  20. সোমালিয়া
  21. টোগো
  22. উগান্ডা
  23. কুক আইল্যান্ডস
  24. ফিজি
  25. মাইক্রোনেশিয়া
  26. নিউই
  27. সামাউ
  28. টুভালু
  29. ভানুয়াতু
  30. বাহামা
  31. বার্বাডোজ
  32. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস
  33. ডোমিনিকা
  34. গ্রেনাডা
  35. হাইতি
  36. জামাইকা
  37. মন্টসেরাত
  38. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  39.  সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স
  40. ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
  41. বলিভিয়া

উপরের তালিকায় আপনি মোট ৪১ টি দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলো তে আপনি বাংলাদেশে পাসপোর্ট এর মাধ্যমে ভ্রমন করতে পারবেন। সেজন্য আপনাকে আলাদা ভাবে ভিসার প্রয়োজন হবেনা।

তবে যদি আপনি এই দেশ গুলোতে কাজ করার জন্য কিংবা দীর্ঘ সময় অবস্থান করতে চান। তাহলে অবশ্যই আপনার ভিসার প্রয়োজন হবে।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে চীন যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে কাজের ভিসায় কোন কোন দেশ যাওয়া যায়?

আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর কাজের বিপুল সংখ্যক মানুষ কাজের ভিসায় বিভিন্ন দেশ যায়। তবে বর্তমান সময়ে যেসব দেশে অধিক সংখ্যক মানুষ কাজের ভিসায় যাচ্ছে। সেই দেশ গুলোর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,

  1. বেলারুশ 
  2. ব্রুনাই
  3. বাহরাইন 
  4. কানাডা
  5. মারিশাস
  6. কেনিয়া
  7. জর্জিয়া
  8. জর্ডান
  9. অষ্ট্রেলিয়া
  10. মরক্কো 
  11. কাতার
  12. কুয়েত 
  13. দুবাই 
  14. ওমান
  15. লিবিয়া 
  16. বুলগেরিয়া 
  17. তাওয়ান
  18. ফিলিপাইন 
  19. অষ্ট্রিয়া
  20. পোল্যান্ড
  21. মালয়েশিয়া (বর্তমানে কলিং ভিসা বন্ধ)
  22. সিঙ্গাপুর 
  23. আলজেরিয়া
  24. সৌদি আরব 
  25. সুইডেন 
  26. রোমানিয়া
  27. জার্মানি
  28. ফ্রান্স
  29. স্পেন
  30. পর্তুগাল
  31. হাঙ্গেরি 
  32. ফিনল্যান্ড 
  33. কোরিয়া 
  34. নিউজিল্যান্ড
  35. ইংল্যান্ড 
  36. দক্ষিণ আফ্রিকা
  37. মালদ্বীপ

উপরের তালিকায় আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত সেই দেশ গুলো তে বাংলাদেশ এর অধিকাংশ নাগরিকরা কাজের ভিসায় যায়।

আরো পড়ুনঃ বাংলাদেশের পাসপোর্ট কত প্রকার?

বাংলাদেশ থেকে সরকারি ভাবে কোন কোন দেশে যাওয়া যায়?

যদি আপনি বর্তমান সময়ের কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, চলমান সময়ে মোট ১৭২ টিরও বেশি দেশে সরকারি ভাবে যাওয়া যায়।

তো আজকের দিনে সরকারি ভাবে যাওয়ার জন্য জনপ্রিয় কিছু দেশের তালিকা নিচে প্রদান করা হলো। যে দেশ গুলোতে আপনিও সরকারি ভাবে যেতে পারবেন। যেমন,

  1. সিঙ্গাপুর
  2. জর্ডান
  3. লেবানন
  4. লিবিয়া
  5. রোমানিয়া
  6. যুক্তরাজ্য
  7. ব্রুনাই দারুসসালাম
  8. যুক্তরাষ্ট্র
  9. কানাডা
  10. ইরাক
  11. মরিশাস
  12. ফ্রান্স
  13. দক্ষিণ কোরিয়া
  14. সৌদি আরব
  15. সংযুক্ত আরব আমিরাত
  16. ওমান
  17. মালয়েশিয়া
  18. কাতার
  19. কুয়েত
  20. বাহারাইন
  21. ইটালি
  22. অস্ট্রেলিয়া
  23. লন্ডন
  24. মালদ্বীপ
  25. ভারত
  26. সুইজারল্যান্ড
  27. ডেনমার্ক
  28. ফিনল্যান্ড
  29. নিউজিল্যান্ড
  30. শ্রীলঙ্কা
  31. জ্যামাইকো
  32. চীন
  33. কম্বোডিয়া
  34. থাইল্যান্ড
  35. জাপান
  36. অষ্ট্রেলিয়া

আপনারা যারা সরকারি ভাবে বিদেশে যেতে চান। তারা চাইলে উপরে উল্লেখিত দেশ গুলো তে সরকারি ভাবে যেতে পারবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?

বাংলাদেশ থেকে কোন দেশে যাওয়া সহজ?

পৃথিবীর এমন অনেক দেশ আছে। যেগুলো তে প্রবেশ করা খুব কঠিন। আবার এমন অনেক দেশে খুব সহজেই প্রবেশ করা যায়।

আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে সহজে যাওয়া যায়। এমন কিছু দেশের তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,

  1. লাটভিয়া
  2. লিথুয়ানিয়া
  3. লুক্সেমবার্গ
  4. মাল্টা
  5. নেদারল্যান্ডস
  6. নরওয়ে
  7. পোল্যান্ড
  8. পোল্যান্ড
  9. অস্ট্রিয়া
  10. বেলজিয়াম
  11. চেক প্রজাতন্ত্র
  12. ডেনমার্ক
  13. এস্তোনিয়া
  14. ফিনল্যান্ড
  15. ফ্রান্স
  16. জার্মানি
  17. গ্রীস
  18. হাঙ্গেরি
  19. আইসল্যান্ড
  20. ইতালি

উপরের এই দেশ গুলোতে আপনি আমাদের বাংলাদেশ থেকে খুব সহজেই যেতে পারবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায়

আপনার জন্য কিছুকথা

দেখুন, উপরের তালিকায় যেসব দেশের কথা উল্লেখ করা হয়েছে। সেই দেশ গুলোর নিয়ম যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

তাই আপনি যদি সেই দেশ গুলো সম্পর্কে আপডেট তথ্য জানতে চান। তাহলে আপনাকে চলমান সময়ের খবরা-খবর জানতে হবে।

আর আপনি যদি সেই আপডেট তথ্য গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন।

ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *