বিয়ের কসমেটিকস এর তালিকা
বিয়ের দিন প্রতিটা মেয়ের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মেয়েরা নিজেকে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হিসেবে দেখাতে চায়। তাই মেয়েরা বিয়ের সাজের জন্য বিভিন্ন ধরনের কসমেটিকস এবং জিনিসপত্র ব্যবহার করে। আর সে কারণে আপনারা অনেকেই বিয়ের কসমেটিকস এর তালিকা দেখতে চান।
তো আজকের আর্টিকেলে আমি আপনাকে মেয়েদের বিয়ের কসমেটিকস এর তালিকা শেয়ার করবো। আপনি চাইলে নিজের কিংবা আপনার প্রিয় মানুষের বিয়ের দিনে এই কসমেটিকস গুলো ব্যবহার করতে পারবেন।
বিয়ের কসমেটিকস এর তালিকা
ছেলেদের তুলনায় মেয়েদের কসমেটিকস ব্যবহার করার প্রয়োজন বেশি। কারণ মেয়েরা সর্বদাই নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবে দেখতে পছন্দ করে। আর সে কারণে এবার আমি আপনার সাথে মেয়েদের বিয়ের কসমেটিকস এর তালিকা প্রদান করবো। যেমন,
- মেকআপ বক্স
- টিপ
- আইবুরু পেনসিল
- কাজল
- চুলের কিপ
- চুলের কাটা
- খোপা
- শাম্পু ফর হেয়ার
- কনডিশনার
- মশ্চারাইজার
- টোনার
- লিপস্টিক
- লিপ লাইনার
- নেইল পলিশ
- নেইল কাটার
- ক্যানডেল
- লেইস
- ককোনাট ওয়েল
- সাবান
- ফেস পাউডার
- আই লাইনার
- মাসকারা
- আই শেডো বক্স
- মেকাপ রিমুভার কটন
- ওরনামেন্ট ব্যাগ
- ঘড়ি
- রুমের জন্য স্যান্ডেল (নরম)
- মিস্ট
- হেয়ার ড্রায়ার
- হেয়ার স্প্রে
- সোপ বক্স
- পাউডার
- পাউডার বক্স
- টুথ পেস্ট
- টুথ ব্রাশ
- চিড়ুনি
- তোয়ালে
- রুমাল
- বডি লোশন
- মেহেদি টিউব
- গ্লিটার
- রাখি
- আয়না
- বডি স্প্রে
- পারফিউম
- সেফটিপিন (Golden & Silver)
- চুড়ি (glass, city gold)
- নাকের নথ (city gold)
- আলতা
- চুলের জন্য কাপড়ের ফুল
- কুমকুম টিপ
- ঘড়ি
- ওড়না
- সেনডেল
- ফেসওয়াশ
- শাম্পু আফটার শায়ার
- সান স্ক্রিন বডি লোশন
- মাউথ ওয়াশ
- ফেস রিম
- হেয়ার স্ট্রেটনার
- মেকআপ রিমুভার
মেয়েদের যখন বিয়ে হয় তখন তাদের সাজ গোজের জন্য বিভিন্ন ধরনের কসমেটিকস ব্যবহার করা হয়। তবে যে কসমেটিকস গুলোর মাধ্যমে মেয়েদের সৌন্দর্যকে কয়েক গুন বেশি বৃদ্ধি করা সম্ভব সেগুলো উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। তাই চাইলে আপনিও একজন মেয়ে হয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য উপরোক্ত কসমেটিকস গুলো ব্যবহার করতে পারবেন।
মেয়েদের বিয়ের সাজের কসমেটিকস
বিয়ের দিনে মেয়েদের বিভিন্ন ভাবে সাজতে হয়। সে কারণে ভিন্ন ভিন্ন প্রয়োজনে মেয়েদের ভিন্ন ধরনের কসমেটিকস ব্যবহার করার দরকার হয়। আর ভিন্ন প্রয়োজনে মেয়েদের বিয়ের কসমেটিকস এর তালিকা নিচে শেয়ার করা হলো। যেমন,
মেকআপ করার কসমেটিকস
- মেকআপ বক্স
- টিপ
- কাজল
- আইব্রও
- আইশ্যাডো
- মাশকারা
- ফেস পাউডার
- নেইল পলিশ
- লিপ লাইনার
- আই লাইনার
- লিপস্টিক
চুলের সৌন্দর্যের কসমেটিকস
- হেয়ার স্প্রে
- হেয়ার এক্সটেনশন
- চিরুনি
- চুলে ব্যবহার করা তেল
- কন্ডিশনার
- শ্যাম্পু
পারসোনাল কেয়ার কসমেটিকস আইটেম
- ফেইস প্যাক
- মাউথওয়াশ
- লিপ জেল
- ফেস ক্রিম
- ফেসওয়াশ
- সানস্ক্রিন ক্রিম
- মেকআপ রিমুভার
- অলিভ অয়েল
- মশ্চারাইজার
- টোনার
- বডি স্প্রে
- বডি লোশন
- টুথব্রাশ
- পাউডার রাখার কেস
- সাবান
অন্যান্য কসমেটিকস এর তালিকা
- টাওয়েল এবং রুমাল
- সেফটিপিন
- নেইলকাটার
- অলংকার বক্স
- হাত ঘড়ি
- চুড়ি
- নোস পিন
- হয়ার স্ট্রেইটনার এবং হেয়ার ড্রায়ার
- শাড়ি
মূলত একটি মেয়ের বিয়ের সাজগোজ করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় কসমেটিকস এর তালিকা শেয়ার করা হয়েছে। তবে এগুলোর বাইরেও আপনি আপনার পছন্দমতো আরো অন্যান্য কসমেটিকস ব্যবহার করতে পারবেন।
কসমেটিকস ব্যবহারে কিছু সতর্কতা
সব মানুষের ত্বক একইরকম হয়না। তাই যখন আপনি কোনো ধরনের কসমেটিকস ব্যবহার করতে চাইবেন তখন অবশ্যই তার ব্যবহারবিধি ও পাশ্বপ্রতিক্রিয়া জেনে নিবেন। এটা ঠিক যে কসমেটিকস ব্যবহার করে মানুষের সৌন্দর্যতাকে কয়েকগুন বৃদ্ধি করা সম্ভব। কিন্তুু আপনি যদি অতিরিক্ত পরিমানে কসমেটিকস ব্যবহার করেন তাহলে সেটি আপনার ক্ষতির কারন হওয়ার সম্ভাবনা থাকবে।
আপনার জন্য আমাদের কিছুকথা
আজকে আমি আপনাকে মেয়েদের বিয়ের কসমেটিকস এর তালিকা প্রদান করেছি। তবে এর বাইরে এমন আরো কসমেটিকস আছে যেগুলো মেয়েদের বিয়ের সময় ব্যবহার করা হয়। তবে নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য কখনই অতিরিক্ত পরিমানে কসমেটিকস ব্যবহার করবেন না।
আর আপনি যদি বিভিন্ন ধরনের কসমেটিকস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।