রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি
Real Madrid vs Man City: বর্তমান সময়ে ফুটবল ক্লাব এর মধ্যে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি অন্যতম জনপ্রিয় দুটি ক্লাব। তবে এখন পর্যন্ত এই দুটি দল একে অপরের বিপক্ষে মোট আট (০৮) টি ম্যাচ খেলেছে। সেই ম্যাচ গুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ মোট তিন (০৩) টি ম্যাচে জয়লাভ করতে পেরেছে।
আর ম্যানচেস্টার সিটি রিয়েল মাদ্রিদের বিপক্ষে মোট তিন (০৩) টি ম্যাচে জয়লাভ করতে পেরেছে।
তবে এই দুটো দল কখন কোন সময়ে ফুটবল ইতিহাসে একে অপরের বিপক্ষে খেলেছিল। আর সেই খেলার ফলাফল অনুযায়ী কোন ক্লাবটি সবচেয়ে বেশি শক্তিশালী। সে গুলো নিয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।
তাই চলুন, আর দেরি না করে সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি পরিসংখ্যান
সবার শুরুতেই আমরা দেখব যে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল খেলায়। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি এই দুটো ক্লাব কখন কোন সময়ে একে অপরের বিপক্ষে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল। আর সেই ম্যাচ গুলো তে কোন দল কতবার জয়লাভ করতে পেরেছে।
তো আপনি যদি সেই তথ্য গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি পরিসংখ্যান দেখতে হবে। আর উক্ত পরিসংখ্যান নিচের তালিকা তে উল্লেখ করা হলো। যেমন,
রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি পরিসংখ্যান | |||
Date | Home team | Away team | Result |
09/18/2012 | Real Madrid | Man City | 3-2 |
11/21/2012 | Man City | Real Madrid | 1-1 |
04/26/2016 | Man City | Real Madrid | 0-0 |
05/04/2016 | Real Madrid | Man City | 1-0 |
02/26/2020 | Real Madrid | Man City | 1-2 |
08/07/2020 | Man City | Real Madrid | 2-1 |
04/26/2022 | Man City | Real Madrid | 4-3 |
05/04/2022 | Real Madrid | Man City | 3-1 |
09/05/2023 | Real Madrid | Man City | 1-1 |
17/05/2023 | Man City | Real Madrid | 4-0 |
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব সম্পর্কে বিস্তারিত
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব এর নাম হলো, রিয়াল মাদ্রিদ। এটি হলো একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। আর এই ক্লাবের বর্তমান অবস্থান হল, স্পেনের রাজধানী মাদ্রিদে। ফুটবল বিশেষজ্ঞদের মতে রিয়েল মাদ্রিদ হল অন্যতম সফল একটি ফুটবল ক্লাব।
উক্ত ফুটবল ক্লাবটির সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিলো ১৯০২ সালের মার্চ মাসের ০২ তারিখে। এই ফুটবল ক্লাবের পূর্বের নাম ছিলো, রিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুতবল। কিন্তু সময়ের পরিবর্তনে এই ক্লাবের সংক্ষিপ্ত রুপ রিয়াল মাদ্রিদ নামে পরিচতি হয়।
যদিওবা বর্তমান সময়ের ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর হাত ধরে রিয়াল মাদ্রিদ অনেক খ্যাতি অর্জন করেছে। কিন্তুু তার আগে থেকেই এই জনপ্রিয় ফুটবল ক্লাবের আরো অনেক খ্যাতি অর্জন করার রেকর্ড আছে। তবে সে গুলোর চাইতে কিস্তিয়ানো রোনালদোর অবদান অনেক বেশি।
কেননা, এখন পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদ এর পক্ষ থেকে মোট ৪৫০ টি গোল করার রেকর্ড করেছেন। আর বর্তমানের পরিসংখ্যান অনুযায়ী জনপ্রিয় এই ফুটবল ক্লাবের মোট ১৩ বার ইউরোপিয়ান কাপ জেতার সাফল্য রয়েছে।
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব সম্পর্কে বিস্তারিত
ম্যানচেস্টার সিটি যার সংক্ষিপ্ত নাম হলো, ম্যান সিটি। আর এই জনপ্রিয় ফুটবল ক্লাবটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিলো প্রায় ১৮৮০ সালে। বর্তমান সময়ে এই জনপ্রিয় ফুটবল ক্লাবের মালিক হলো, সিটি ফুটবল গ্রুপ।
যদিওবা এই ক্লাবের শুরুটা জামজমক না হলেও। যখন উক্ত ক্লাবটি ২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেট গ্রুপ কিনে নেয়। তারপর ম্যান সিটি নামক ফুটবল ক্লাবটি বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাবে পরিনত হয়।
এছাড়াও বর্তমান সময়ে ম্যান সিটির ঝুড়িতে অনেক অর্জন রয়েছে। যেমন, প্রিমিয়াম লীগ এর শিরোপা জয়, ০৭ টি এফএ কাপ জয়, ০১ টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয় ইত্যাদি। এসবের পাশাপাশি ২০২২ থেকে ২০২৩ সালের মৌসুমে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের মধ্যে ট্রেবল জয় করার সম্মান অর্জন করতে পেরেছে।
আপনার জন্য আমাদের শেষকথা
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা তে আমি আপনাকে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির পরিসংখ্যান শেয়ার করেছি। তো আপনারা যারা নিয়মিত ফুটবল ক্লাবের খেলা দেখেন। তাদের জন্য আজকের এই লেখাটি অনেক হেল্পফুল হবে।
আর এই ধরনের আপডেট তথ্য গুলো বিনামূল্যে পেতে চাইলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।