Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা

আমরা সবাই জানি, বেসরকারি শিক্ষক নিয়োগের নিয়ন্ত্রক হলো এনটিআরসিএ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। এই বিষয়টি নিয়ে আমাদের কোনো ধরনের দ্বিমত নেই। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আর আজকের আর্টিকেলে আমি আপনাকে Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা প্রদান করবো। এছাড়াও কিভাবে আপনি Ntrca আবেদন করবেন, আপনার কি কি যোগ্যতার দরকার হবে সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। 

এনটিআরসিএ (Ntrca) পরিচিতি

২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন অনুসারে প্রতিষ্ঠা করা হয়েছিলো এনটিআরসিএ। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন প্রদান করে। এর পাশাপাশি Ntrca শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, শিক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন ও সেবা শর্তাবলী নির্ধারণ করে।

যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রে এনটিআরসিএ-এর গুরুত্ব অপরিসীম। এনটিআরসিএ শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষকদের অধিকার রক্ষায় কাজ করে থাকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হলো এনটিআরসিএ এর মূল লক্ষ্য।

Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা অনলাইনে Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা দেখতে চান। তো যদি আমি লিখিত আকারে সেই তালিকা শেয়ার করি তাহলে সেটি অনেক বড় হয়ে যাবে। যা আপনার পড়তে ও বুঝতে সমস্যা হতে পারে। 

তাই এবার আমি আপনাকে বাংলাদেশের Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা বের করার উপায় শেয়ার করবো। যার মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো উপজেলার Ntrca শূন্য পদের পরিমান দেখতে পারবেন। আর সেই উপায়টি নিচে শেয়ার করা হলো।

Ntrca শূন্য পদের তালিকা বের করার উপায়

NTRCA

NTRCA

  1. প্রথমে Ntrca এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। 
  2. ”Choose one” অপশন থেকে Institutes and districts সিলেক্ট করুন।
  3. এবার “Choose Division” থেকে আপনার বিভাগ নির্বাচন করুন।
  4. তারপর আপনার উপজেলা “Choose District” থেকে সিলেক্ট করুন।

আর যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন তারপর নিচের দিকে একটি বড় তালিকা দেখতে পারবেন। যে তালিকায় আপনার জেলা ও উপজেলায় Ntrca এর সকল শূন্যপদের সংখ্যা দেখতে পারবেন। এছাড়াও আগামীর Ntrca শূন্যপদের তালিকা জানতে হলে এই লিংকে ক্লিক করুন।

জেলাভিত্তিক NTRCA শূন্যপদের তালিকা

উপরের আলোচনায় আমি আপনাকে উপজেলা ভিত্তিক Ntrca শূন্যপদের তালিকা বের করার উপায় গুলো সম্পর্কে বলেছি। তবে আপনারা যারা জেলাভিত্তিক এনটিআরসিএ শূন্যপদের তালিকা দেখতে চান তাদের জন্য নিচে একটি টেবিল শেয়ার করা হলো। যে টেবিলে আপনি বাংলাদেশের সকল জেলার Ntrca শূন্যপদের পরিমান জানতে পারবেন।

District Wise NTRCA Vacancy List

জেলার নাম

শূন্যপদ

জেলার নাম

শূন্যপদ

জেলার নাম

শূন্যপদ

Barguna District

263

Madaripur District 

170

Bogra District

252

Barisal District

595

Manikganj District 

171

Joypurhat District 

63

Bhola District 

145

Munshiganj District 

123

Naogaon District

277

Jhalokati District 

253

Narayanganj District 

144

Natore District

120

Patuakhali District 

528

Narsingdi District 

192

Chapainawabganj District

134

Pirojpur District 

407

Rajbari District 

72

Pabna District 

224

Bandarban District 

updating

Shariatpur District 

200

Rajshahi District 

1493

Brahmanbaria District 

297

Tangail District 

367

Sirajganj District 

267

Chandpur District 

541

Bagerhat District 

201

Dinajpur District 

281

Chittagong District 

933

Chuadanga District 

81

Gaibandha District 

92

Comilla District 

741

Jessore District 

203

Kurigram District 

195

Cox’s Bazar District 

163

Jhenaidah District 

111

Lalmonirhat District 

140

Feni District

273

Khulna District 

1196

Nilphamari District 

132

Khagrachari District = 

49

Kushtia District

66

Panchagarh District 

48

Lakshmipur District 

296

Magura District 

88

Rangpur District 

1292

Noakhali District 

350

Meherpur District

24

Thakurgaon District 

107

Rangamati District 

100

Narail District

70

Habiganj District 

196

Dhaka District 

154

Satkhira District 

198

Moulvibazar District 

217

Faridpur District 

115

Jamalpur District 

131

Sunamganj District 

218

Gazipur District 

220

Mymensingh District 

467

Sylhet District

989

Gopalganj District 

162

Netrokona District

174

  

Kishoreganj District 

286

Sherpur District 

91

  

এনটিআরসিএ আবেদন করতে কি কি লাগবে?

আপনারা যারা এনটিআরসিএ আবেদন করতে চান তাদের অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে। তাই আবেদন করার আগে আমাদের জানা উচিত যে, Ntrca আবেদন করতে কি কি লাগবে। আর বর্তমান সময়ে আপনার যেসব ডকুমেন্টস দরকার হবে সেগুলো হলো,

১. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

  1. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল ও ফটোকপি)
  2. সনদের সত্যায়িত অনুবাদ (যদি সনদ ইংরেজিতে না থাকে)
  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট

২. জাতীয় পরিচয়পত্র

  1. মূল জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড
  2. NID কার্ডের ফটোকপি

৩. আবেদন ফি রশিদ

  1. ব্যাংক চালান/ট্রেজারি চালান/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদত্ত আবেদন ফি রশিদের মূল কপি

৪. পাসপোর্ট সাইজের ছবি:

  1. সাদা ব্যাকগ্রাউন্ড সহ সাম্প্রতিক 2 কপি পাসপোর্ট সাইজের ছবি

৫. অন্যান্য যোগ্যতা

  1. সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এনটিআরসিএ-তে নিবন্ধিত হতে হবে।
  2. এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে।
  3. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

উপরের তালিকায় আপনি যেসব ডকুমেন্টস দেখতে পারছেন সেই ডকুমেন্টস গুলো Ntrca আবেদন করার সময় প্রয়োজন হবে। আর মনে রাখবেন, আপনার এই ডকুমেন্টস গুলোতে যেন কোনো প্রকার ভুল না থাকে। কারণ, আপনার দেওয়া তথ্য কিংবা ডকুমেন্টস ভুল থাকলে সেই আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

শিক্ষক নিবন্ধন আবেদন ফরম

এমন অনেক মানুষ আছেন যারা শিক্ষক নিয়োগ প্রকাশ করার পরও আবেদন করতে পারেনা। এর মূল কারণ হলো তারা আসলে বুঝতে পারেনা যে কোন লিংকে গিয়ে শিক্ষক নিবন্ধন আবেদন করতে হবে। আর আপনিও যাতে করে এমন কোনো সমস্যায় না পড়েন সেজন্য এবার আমি আপনার সাথে শিক্ষক নিবন্ধন আবেদন লিংক শেয়ার করবো। 

এই লিংকে ক্লিক করার পর আপনি নতুন একটি পেজে প্রবেশ করবেন। তারপর সেখানে গিয়ে আপনি Ntrca এর কোন পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সেই আবেদন ফরমে যেন কোনো ধরনের ভুল তথ্য না দেন সেই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখবেন। 

NTRCA Result দেখার উপায়

কোনো পরীক্ষা দেওয়ার পর আমাদের উক্ত পরীক্ষার ফলাফল দেখার প্রয়োজন হয়। তবে কিভাবে আমরা সেই রেজাল্ট সংগ্রহ করতে পারবো সেটা অনেকেই জানিনা। তো যারা এমন সমস্যায় আছেন তাদের বলবো আপনি খুব সহজে আপনার এনটিআরসিএ রেজাল্ট বের করতে পারবেন। আর সেজন্য আপনাকে নিচের লিংকে ক্লিক করতে হবে। 

আপনি যখন উপরের লিংকে ক্লিক করবেন তারপর আপনার সামনে নতুন একটি পেজ অপেন হবে। তারপর আপনাকে আপনার রোল নাম্বার ও কততম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট দেখবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। সবশেষে  “Submit” বাটনে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন। 

এনটিআরসিএ নিয়ে আমাদের শেষকথা

এই আর্টিকেলে Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা প্রদান করা হয়েছে। এছাড়াও কিভাবে আপনি এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন আবেদন করবেন তার পদ্ধতি গুলো দেখিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও যদি আপনার এনটিআরসিএ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি নিচে কমেন্ট করবেন। 

আর আমরা প্রতিনিয়ত শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য গুলো সবার আগে শেয়ার করি। যদি আপনি সেই তথ্য গুলোর বিনামূল্যে আপডেট পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *