সিএমসি ভেলোর হেমাটোলজি ডাক্তারের তালিকা 

CMC Vellore Hematology Doctor List: আপনি কি সিএমসি ভেলোর হেমাটোলজি ডাক্তারের তালিকা দেখতে চান? -তাহলে আপনি সঠিক লিংকে ক্লিক করছেন। কারণ, এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকা তে আপনি ভেলোর মোট ০৫ জন হেমাটোলজি ডাক্তারের নাম ও বিস্তারিত জানতে পারবেন।

CMC Vellore Hematology Doctor List

একজন হেমাটোলজিষ্ট এর কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায়। যেমন, রক্ত সংক্রমন, অস্থি মজ্জা প্রতিস্থাপন করা ইত্যাদি। তো আপনাকে এই ধরনের উন্নত চিকিৎসা প্রদান করতে পারবে। এমন সব ভেলোর হেমাটোলজিষ্ট এর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন, 

০১ – ডঃ প্রভা পি

যোগাযোগঃ Click Here (Whatsapp)

তিনি ভারতের চেন্নাই এর একজন অভিজ্ঞ হেমাটোলজিষ্ট। আর বর্তমান সময়ে তার প্রায় ১৪ বছর এরও বেশি অভিজ্ঞতা আছে। তিনি এই পেশায় যুক্ত হওয়ার আগে লন্ডনে রয়েল কলেজ অফ প্যাথলজি সম্পন্ন করেছন। সেইসাথে জিআইএমএমআর থেকে তিনি এমডি ও ফেলোশিপ ইন হেম্যাটোলজি থেকে এমবিবিএস করেছেন।

আর বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ুর মেডিক্যাল কাউন্সিল এর একজন সদস্য হিসেবে নিযুক্ত আছেন। তিনি বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। যেমন, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইত্যাদি।

সেইসাথে তার বিভিন্ন ভাষায় কথা বলার মতো দক্ষতা আছে। যেমন, হিন্দি, ইংরেজি, তেলেগু, তামিল ও বাংলা ভাষা।

০২ – ডঃ পদ্মজা লোকেরেডি

যোগাযোগঃ Click Here (Whatsapp)

একজন হেমাটোলজিষ্ট হিসেবে পদ্মজা লোকেরেডির প্রায় ২১ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা আছে। তবে এর পাশাপাশি তিনি গ্রন্থি, বিএমটি, প্লীহা বৃদ্ধির চিকিৎসার দিক থেকেও পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করেছেন।

শিক্ষাজীবন হিসেবে তিনি ১৯৯৯ সালে কলার দেবরাজ ইউআরএস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন। তারপর পদ্মজা লোকেরেডি ২০০৩ সালে মণিপাল কলেজ থেকে মেসিডিন বিশেষজ্ঞ হিসেবে ডিগ্রি অর্জন করেছেন।

০৩ – ডঃ আশীষ দীক্ষিত

যোগাযোগঃ Click Here (Whatsapp)

বর্তমান সময়ে ডঃ আশীষ দীক্ষিত বিভিন্ন চিকিৎসা প্রদান করেন। যেমন, আ্যলোঞ্জিনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, থ্যালাসিমিয়া, ব্রাথিথেরাপি ইত্যাদি। এছাড়াও তার হেমাটো=অনকোলজিষ্ট হিসেবে প্রায় ২৫ বছর এরও বেশি সময়ের অভিজ্ঞতা আছে।

তিনি জিআর মেডিকেল কলেজ, গোয়অলিয়র থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (নিউ দিল্লি) থেকে প্রশিক্ষন নিয়েছেন। আর বর্তমান সময়ে তিনি মণিপাল হাসাপাতাল (ওল্ড এয়ারপোর্ট রোড) বেঙ্গালুরু তে কর্মরত আ|ছেন।

০৪ – ডঃ শ্রী শ্রীকান্ত এম

যোগাযোগঃ Click Here (Whatsapp)

রক্ত সংঘটিত বিভিন্ন রোগের চিকিৎসক হিসেবে শ্রী শ্রীকান্ত এম এর প্রায় ২১ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা আছে। এছাড়াও তিনি তার শিক্ষাজীবনে এমবিবিএস, এমডি ও ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এর পাশাপাশি তিনি এফআরসি সহো যুক্তরাষ্ট্র এর রয়্যাল মার্সডেন হাসপাতাল থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন।

তিনি বিভিন্ন ধরনের রক্ত সংঘটিত রোগের চিকিৎসাস প্রদান করেন। যেমন, ম্যঅলোডিসপ্লাস্টিক সিনড্রোম, আ্যালোঞ্জিনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, থ্যালাসিমিয়া ইত্যাদি। আর বর্তমান সময়ে তিনি আ্যাপোলো হসপিটাল, গ্রীমস রোড, চেন্নাই তে কর্মরত আছেন।

০৫ – ডঃ বিকাশ দুয়া

যোগাযোগঃ Click Here (Whatsapp)

বর্তমান সময়ে তিনি একজন দক্ষ হেমাটোলজিষ্ট। তার প্রায় ২১ বছরের অভিজ্ঞতায় ভারত ও আফগানিস্তান সহো আরো বিভিন্ন দেশে থ্যালাসেমিয়া ও লিউকেমিয়া চিকিৎসা করেছেন। আর শিক্ষা জীবনে তিনি রোহটকেরক পিজিআইএমএস থেকে এমবিবিএস এর পাশাপাশি এমডি করেছেন।

এগুলো ছাড়াও তিনি শ্রী গঙ্গা রাম এর কাছ থেকে ডিএনবি তে ফেলোশিপ সম্পন্ন করেছেন। আর বর্তমান সময়ে তিনি ফোর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট, গুরগাঁও এর মধ্যে কাজ করেন।

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেল এর মধ্যে মোট ০৫ জন সিএমসিস ভেলোর হেমাটোলজি ডাক্তার এর তালিকা শেয়ার করা হয়েছে। আর উক্ত তালিকা থেকে যে সকল ডক্টরের কথা উল্লেখ করা হয়েছে। সেই ডক্টরের প্রয়োজনীয় তথ্য ‍গুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে।

তো আশা করি, আজকের শেয়ার করা এই ডক্টরের তালিকা টি থেকে আপনি অনেক উপকৃত হবেন। আর যদি আপনি এমন হেল্পফুল তথ্য গুলো সহজেই পেতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *