আবেদন বাতিল তবুও ইতালি ভিসা পাবেন?

How to get Italy visa even if the application is canceled: বর্তমান সময়ে ইতালি প্রবাসীদের কাছে ভিসা হয়রানী খুব পরিচিত একটি ঘটনা। কারণ ইতালি দুতবাসের নামে মানুষকে ভিসা হয়রানির কথা উঠে এসেছে। তাই অনেকেই এই বিষয়ে অভিযোগ করেছেন। তারা জানতে চেয়েছেন কেন সব ঠিক থাকার পরও ইতালি ভিসা আবেদন বাতিল করা হচ্ছে?

তাহলে কি ইতালি ভিসা আবেদন বাতিল হলে আর ভিসা পাওয়া যাবেনা?

বাংলাদেশ টু ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া

আমাদের দেশের অধিকাংশ মানুষ ভিএফএস গ্লোবাল এজেন্সির মাধ্যমে ইতালি ভিসার আবেদন করে। যে আবেদন করার সময় প্রার্থীদের সকল ডকুমেন্টস সঠিক ছিলো। কিন্তুু তারপরও গত বছর (২০২৩) সালে প্রায় ৯০ শতাংশ আবেদন বাতিল করে দেওয়া হয়।

এবার ভেবে দেখুন, এই মানুষগুলো যে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলো তার দায়ভার কে নিবে? না এর সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে।

তবে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ভিসা পাওয়ার অধিকার ও গ্রহণযোগ্যতা কে বিশেষভাবে রিসার্চ করেছেন। তাই তারা ভিসা বাতিল হলেও ইতালির আইনে আপিল করার সুযোগ করার কথা তুলে ধরেছেন। যেন প্রার্থীরা পুনরায় সবকিছু যাচাই করার চেস্টা করতে পারে।

আইনি আপিল করে ইতালি আবেদন বাতিল ভিসা পাবো?

আমরা যতোটা সহজ মনে করছি আসলে বিষয়টা ততোটা সহজ নয়। হ্যাঁ এটা ঠিক যে, আপনি আবেদন বাতিল হওয়া ভিসার জন্য আইনি আপিল করতে পারবেন। তবে এটি হবে আপনার জন্য আরো একটি পরিশ্রমের কাজ। এর কারণ, ইতালি আইনি আপিল করার অনেক নিয়ম কানুন আছে সেগুলো জানতে হবে।

এছাড়াও আপিল করার জন্য আরো অনেক ডকুমেন্টস দিতে হবে। যেগুলো তারা পুনরায় যাচাই করে দেখবে তারপর ফলাফল প্রদান করবে। তাই খুব কম মানুষ আছেন যারা ভিসা আবেদন বাতিল হওয়ার পর আপিল করে।

কিভাবে ভিসা আবেদন বাতিল আপিল করবেন?

ধরে নিলাম আপনি এক কথার মানুষ তাই আপিল করতে চান। তাহলে আপনাকে জানতে হবে কিভাবে এই কাজটি করতে হবে। যেগুলো নিচের তালিকায় দেওয়া আছে।

  1. আপিল করার আগে সকল নিয়ম জানুন।
  2. একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সাথে পরামর্শ করুন।
  3. আপিলের নোটিশ তৈরি করুন।
  4. প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করুন। 
  5. ফি প্রদান করুন।
  6. আপিল জমা দিন।

আপনি সরাসরি ইতালি দুতাবাস কিংবা ডাকযোগের মাধ্যমে আপিল জমা দিতে পারবেন। এই কাজটি ঠিকভাবে করতে পারলে পরবর্তী সময়ে শুনানির জন্য আপনাকে দুতাবাস যেতে হবে। কারণ সেখানে গিয়ে আপনাকে আপিল এর পক্ষে যুক্তি দেখাতে হবে।

আর আপনার তথ্য গুলো শুনানির পর ইতালি দুতাবাস আবার পর্যালোচনা করবে। সবশেষে তারা আপনার আপিলের ফলাফল লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে। যদিওবা এই কাজটি কিছুটা সময় সাপেক্ষ তবে চেস্টা করবেন নির্ভুল ভাবে কাজ করার। 

ভিসা আবেদন বাতিল আপিল করার টিপস 

  1. নিজের মধ্যে ধৈর্য্য রাখবেন
  2. উপযুক্ত আইনজীবীর পরামর্শ নিবেন
  3. আপিল নোটিশ সংক্ষিপ্ত, পরিস্কার হতে হবে
  4. আপনার আপিলের যুক্তি উপযুক্ত হতে হবে
  5. প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস নির্ভূল হওয়া বাধ্যতামূলক
  6. হতাশ হবেন না

ভিসা হয়রানি নিরসনে করনীয় কি?

সত্যি বলতে এমন সমস্যায় পড়লে মানুষ খুব হতাশ হয়ে যায়। একদিকে ব্যয় করা শ্রম আর অন্য দিকে টাকার চিন্তা। তবে আপনারা কেউ এমন হয়রানীর স্বীকার হলে বেশ কিছু কাজ করবেন। যেমন, আপনি স্পষ্টভাবে ইতালি দূতাবাসে অভিযোগ দাখিল করবেন।

যদি প্রয়োজন মনে হয় তাহলে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করবেন। যে কাজটি আপনি অনলাইন থেকে ইতালি পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনলাইন ওয়েবসাইট থেকে করতে পারবেন। তাই নিচে সেই ওয়েবসাইট এর লিংক দেওয়া হলো, 

ইতালি ভিসা আভিযোগ সাইট লিংক

আপনার জন্য আমাদের কিছুকথা

ভিসা হয়রানি সমাধানে আমাদের একত্রে কাজ করতে হবে। যেন কেউ আর সকল মানুষের মতো ভিসা হয়রানির ফলে ক্ষতিগ্রস্থ না হয়। তাই আসুন আমরা হাতে হাত রেখে ন্যায়ের পথে সোচ্চার হই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আর এমন ধরনের ইমিগ্রেশন কন্টেন্ট পেতে নিয়মিত আমার সাইটে ভিজিট করবেন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *