SSC রেজাল্ট কিভাবে দেখবো ২০২৩ 

How to Check SSC Result: আপনারা যারা ২০২৩ সালে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহন করেছেন। তাদের সবাইকে বলে রাখি যে, ২০২৩ সালের জুলাই মাসের ২৮ তারিখ SSC Result পাবলিশ করা হবে। আর আপনি ০২ টি উপায়ে উক্ত SSC রেজাল্ট দেখতে পারবে। সেই উপায় গুলো হলো, 

  1. অনলাইনে এসএসসি রেজাল্ট চেক,
  2. এসএমএস দিয়ে এসএসসি রেজাল্ট চেক, 

তবে যদি আপনি উপরে দেখানো উপায় গুলোর সাহায্য এসএসসি রেজাল্ট চেক করতে চান। তাহলে আপনাকে কি কি করতে হবে। এবার আমি আপনাকে ধাপে ধাপে সেগুলো দেখিয়ে দিবো। যেন আপনি খুব সহজে আপনার SSC Result 2023 Check করতে পারেন।

SSC রেজাল্ট কবে দিবে ২০২৩? (এই অংশটুকু আপডেট করা হবে)

একটা বিষয় আমরা সকলেই বেশ ভালো করেই জানি। সেটি হলো, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার তারিখ থেকে মোট ৬০ দিন পর ফলাফল প্রকাশ করা হয়। আর যদি আমরা এসএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিন দেখি। তাহলে জানতে পারবো যে, ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষা শেষ হয়েছিলো, মে মাসের ২৮ তারিখে।

আর যদি আপনি সেই দিন থেকে পরবর্তী ৬০ দিন এর হিসেব করি। তাহলে আমরা জানতে পারবো যে, নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রদানের তারিখ জুলাই মাসের ২৮ তারিখে। তবে এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো চুড়ান্ত সিন্ধান্ত জানানো হয়নি।

তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেছেন। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে খুব দ্রুত কাজ করা হচ্ছে। আর তিনি বলেছেন যে, খুব শীঘ্রই যথা সময়ে ছাত্র ছাত্রীরা তাদের কাঙ্খিত এসএসসি ফলাফল জানতে পারবে।

অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

আপনার হাতে যদি একটি মোবাইল অথবা কম্পিউটার থাকে। তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনার এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। আর সেজন্য আপনাকে কোন ওয়েবসাইটে যেতে হবে, কি কি কাজ করতে হবে। সেই নিয়ম গুলো নিচে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হলো। যেমন, 

  1. সবার প্রথমে আপনাকে “Education Boards Bangladesh” এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  2. আপনি চাইলে এখানে ক্লিক করে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

যখন আপনি উপরের লিংকে ক্লিক করবেন। তারপর আপনার সামনে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে। আর সেই ওয়েবসাইট টি কেমন হবে, তা আপনি নিচের পিকচারে দেখতে পাচ্ছেন।

অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

তো আপনি যদি অনলাইন থেকে আপনার SSC রেজাল্ট চেক করতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে হবে। যেমন, 

  1. এবার সবার শুরুতে আপনি “Examination” নামের অপশন থেকে ”SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করে দিন।
  2. তারপর ”Year” নামক অপশন থেকে অবশ্যই ‘2023’ সিলেক্ট করে দিবেন।
  3. তার ঠিক নিচে “Board” নামক অপশনে আপনি আপনার নিজস্ব বোর্ড সিলেক্ট করবেন।
  4. এবার “Roll” এর ঘরে আপনি আপনার নিজস্ব রোলটি সঠিক ভবে বসিয়ে দিন।
  5. একইভাবে ”Reg: No” এর জায়গাতে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি বসিয়ে দিন।
  6. সবশেষে আপনাকে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে।

যখন আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করবেন। তারপর আপনাকে “Submit” নামক বাটন এর মধ্যে ক্লিক করতে হবে। আর এরপরে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাহলে আপনি আপনার এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ এসএসসি এক্সাম রুটিন ২০২৩ দেখে নিন

এসএমএস দিয়ে এসএসসি রেজাল্ট চেক করার উপায়

আমরা সকলেই জানি যে, রেজাল্টের দিনে “Education Boards Bangladesh” এর ওয়েবসাইট সার্ভার ডাউন থাকে। তাই সেই সময় আমাদের রেজাল্ট চেক করতে অনেক সময় সমস্যা হয়। আর যদিও এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান। তাহলে আপনার উচিত হবে এসএমএস দিয়ে এসএসসি রেজাল্ট চেক করা।

তো যদি আপনি আপনার মোবাইলের এসএমএস দিয়ে রেজাল্ট চেক করতে চান। তাহলে আপনাকে যে সকল নিয়ম মানতে হবে। সেই নিয়ম গুলো নিচের আলোচনা তে দেখিয়ে দেওয়া হলো। যেমন, 

  1. প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন।
  2. তারপর মেসেজে গিয়ে টাইপ করবেন, SSC <space> Board <space> SSC Roll <space> 2023.
  3. এরপর উক্ত মেসেজ টি 16222 নম্বরে পাঠিয়ে দিবেন।

Example: SSC DHA 77777 2023 Send to 16222.

PRO TIPS: মনে রাখবেন, আপনি যখন মেসেজ দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে চাইবেন। তখন আপনি অবশ্যই টেলিটক সিম ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ, টেলিটক সিম থেকে খুব দ্রুত রেজাল্ট চেক করা যায়।

সেক্ষেত্রে আপনার মোবাইল এর মধ্যে অবশ্যই ৩ টাকা থেকে ৪ টাকা ব্যালেন্স রাখবেন। কেননা, মেসেজ প্রদান করার জন্য নির্দিষ্ট পরিমান চার্জ প্রদান করা হয়।

All SSC Board Short Code – এসএসসি সকল বোর্ডের শর্ট কোড

দেখুন, আপনি যদি মেসেজ দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে চান। তাহলে অবশ্যই আপনার বোর্ড এর শর্ট কোড ব্যবহার করতে হবে। কিন্তুু আমরা অনেকেই সেই শর্ট কোড গুলো জানিনা। তো যদি আপনিও তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে নিচের তালিকা টি আপনার জন্য অনেক হেল্পফুল হবে।

কেননা, উক্ত তালিকা তে আপনি বাংলাদেশের সকল বোর্ড এর শর্ট কোড গুলো দেখতে পারবেন। যেমন, 

বোর্ডের নাম 

বোর্ড এর শর্ট কোড

Dhaka Board

DHA

Comilla Board

CUM

Barisal Board

BAR

Chittagong Board

CHI

Sylhet Board

SYL

Jeshor Board

JES

Rajshahi Board

RAJ

Dinajpur Board

DIN

Madrasah Board

MAD

Technical Board

BTEB

মার্কশিট সহো এসএসসি রেজাল্ট দেখা যাবে কি?

উপরে আপনি যে সকল রেজাল্ট চেক করার পদ্ধতি দেখতে পাচ্ছেন। সেই পদ্ধতি তে আপনি শুধুমাত্র আপনার রেজাল্ট যাচাই করে নিতে পারবেন। কিন্তুু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে সেই একই দিনে মার্কশিট সহো রেজাল্ট চেক করতে চায়।

তো সে কারণে অনেকে জানতে চায় যে, ফলাফলের দিন মার্কশিট সহো এসএসসি রেজাল্ট চেক করা যাবে কিনা। আর আপনিও যদি এমন প্রশ্ন করেন। তাহলে আমি বলবো যে, অবশ্যই আপনি একই দিনে মার্কশীট সহো আপনার রেজাল্ট চেক করতে পারবেন।

তবে যদি আপনি এসএসসি পরীক্ষার ফলাফল মার্কশীট সহো দেখতে চান। তাহলে আপনাকে অন্য একটি ওয়েবসাইট এর সাহায়তা নিতে হবে। আর সেই ওয়েবসাইট এর মধ্যে আপনাকে কি কি কাজ করতে হবে। এবার আমি আপনাকে সেই নিয়ম গুলো ধাপে ধাপে দেখিয়ে দিবো।

এসএসসি রেজাল্ট মার্কশীট সহো দেখার উপায় ২০২৩ 

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, কিভাবে মার্কশীট সহো এসএসসি রেজাল্ট চেক করবো। তো তাদের জন্য নিচে কিছু পদ্ধতি শেয়ার করা হলো। যার মাধ্যমে আপনি কোনো প্রকার সমস্যা ছাড়াই মার্কশীট সহো এসএসসি ফলাফল জেনে নিতে পারবেন। যেমন,

এসএসসি রেজাল্ট মার্কশীট সহো দেখার উপায় ২০২৩ 

  1. সবার প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  2. তারপর আপনি উপরের পিকচারে দেখানো একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন।
  3. এখানে সবার শুরুতে আপনি “Examination” নামের একটি অপশন দেখতে পারবেন।
  4. সেই অপশনে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করে দিবেন।
  5. এরপর “Year” নামক অপশন এর মধ্যে “2023” সিলেক্ট করে দিবেন।
  6. তার ঠিক নিচে “Board” নামক অপশনে আপনার বোর্ড এর নাম সিলেক্ট করবেন।
  7. এবার আপনি “Result Type” এর জায়গাতে “Individual Result” সিলেক্ট করবেন।

যখন আপনি “Result Type” এর জায়গাতে “Individual Result” সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে আরো নতুন দুটি অপশন আসবে। সেটি হলো, রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর। তো এবার আপনাকে সঠিক ভাবে সেই তথ্য গুলো প্রদান করতে হবে। যেমন,

  1. ”Roll” এর জায়গাতে আপনার এসএসসি রোল টি বসিয়ে দিবেন।
  2. তার ঠিক নিচে “Registration” এর জায়াগতে আপনার রেজিষ্ট্রেন নম্বরটি বসিয়ে দিবেন।
  3. তারপর আপনাকে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে।
  4. সবশেষে আপনি ”Get Results” নামক বাটনে ক্লিক করবেন।

তো যদি  আপনি উপরে দেখানো পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করতে পারেন। তাহেল আপনি কোনো প্রকার সমস্যা ছাড়াই মার্কশীট সহো এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। তবে এরপরও যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

কিভাবে টেলিটক সিম দিয়ে এসএসসি রেজাল্ট দেখবো?

উপরের আলোচনা তে আমি আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, যদি আপনি অনেক দ্রুততার সাথে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে চান। তাহলে আপনাকে টেলিটক সিম থেকে রেজাল্ট চেক করতে হবে। কেননা, এটি হলো আমাদের বাংলাদেশ এর একটি সরকারি সিম। তাই এই সিম থেকে খুব দ্রুত রেজাল্ট জানা যায়।

তো আমরা অনেকেই বুঝতে পারিনা যে, কিভাবে টেলিটক সিম থেকে এসএসসি রেজাল্ট চেক করা যাবে। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে আপনি নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করবেন। যেমন, 

আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন। তারপর SSC <space> Board <space> SSC Roll <space> 2023 এই ফরম্যাটে একটা মেসেজ লিখবেন। আর সেই মেসেজটি পুনরায় চেক করে দেখবেন যে, কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল না থাকে, তাহলে আপনি উক্ত মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিবেন।

এরপর আপনাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তারপর আপনার মোবাইলের ফিরতি মেসেজের মাধ্যমে আপনি টেলিটক সিম থেকে এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ জানতে পারবেন। আশা করি, এরপর থেকে আর আপনার কোনো সমস্যা হবেনা।

আমার এসএসসি রেজাল্ট আসছে না কেন?

রেজাল্টের দিনে অনেক সময় আমাদের রেজাল্ট দেখতে পাওয়া যায়না। তো সেই সময় আমরা চিন্তায় পড়ে যাই। তো যদি আপনারও এমন কোনো সমস্যা হয়। তাহলে চিন্তার কোনো কারণ নেই। বরং এমন অনেক কারণ আছে, যে গুলোর কারণে আপনি আপনার এসএসসি রেজাল্ট পেতে ব্যর্থ হচ্ছেন।

যেমন, রেজাল্টের দিনে গোটা বাংলাদেশ এর শিক্ষার্থীরা একই সময়ে রেজাল্ট চেক করে। যার ফলে বাংলাদেশ শিক্ষাবোর্ড এর ওয়েবসাইট সার্ভার ডাউন হয়ে যায়। যার কারণে আমরা সেই সময় রেজাল্ট দেখতে পারিনা। তাই যদি এমনটা হয়, তাহলে আপনার বারংবার চেষ্টা করে যেতে হবে। তাহলে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন।

আবার অনেক সময় দেখা যায় যে, আমরা রেজাল্ট দেখার সময় তাড়াহুড়ো করে ভুল তথ্য দেই। যেমন, কেউ রোল নম্বর ভুল দেই, আবার রেজিষ্ট্রেশন বা কিংবা বোর্ড উল্লেখ করতে ভুল করি। তো যদি আপনিও এমন ভুল করেন। তাহলে আপনি কোনোভাবেই আপনার এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন না।

তাই যখন আপনি রেজাল্ট চেক করবেন। তখন বারবার আপনার দেওয়া তথ্য গুলো চেক করবেন। যদি আপনার তথ্য গুলো সঠিক হয়, তাহলেই আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন। অন্যথায় ভুল তথ্য দিলে আপনি কোনোভাবে আপনার রেজাল্ট চেক করতে পারবেন না।

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২০২৩ সালে যারা এসএসসি পরীক্ষাতে অংশগ্রহন করেছেন। তাদের জন্য আজকের এই আর্টিকেল টি অনেক হেল্পফুল হবে। কারণ, আপনি কিভাবে আপনার এসএসসি রেজাল্ট চেক করবেন। তার  সকল পদ্ধতি গুলোকে আজকে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে।

সেইসাথে আপনি একইদিনে কিভাবে মার্কশীট সহো আপনার এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। সেটিও আজকের আলোচনা তে দেখানো হয়েছে।

তো যদি আপনি আজকের দেখানো পদ্ধতি গুলো সঠিক ভাবে ফলো করেন। তাহলে আশা করি, আপনার কোনো সমস্যা হবেনা। তবে এরপরও যদি কোনো সমস্যা হয়। তাহলে আপনার সমস্যাটি নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *