পশ্চিম ইউরোপের দেশ কয়টি?
How many countries are in Western Europe?: আপনি যদি ইউরোপ এর মোট দেশের সংখ্যা জানতে চান। তাহলে আমি আপনাকে বলবো যে, বর্তমান সময়ে ইউরোপ এর মধ্যে মোট দেশের সংখ্যা রয়েছে প্রায় ৫০ টি। কিন্তুু আমাদের মধ্যে যারা শুধুমাত্র পশ্চিম ইউরোপের দেশ কয়টি সে সম্পর্কে জানতে চান। তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে, পশ্চিম ইউরোপে মাত্র ০৯ টি দেশ আছে।
পশ্চিম ইউরোপের দেশ কয়টি ও কি কি?
সবার শুরুতে আমি আপনাকে বলেছি যে, পশ্চিম ইউরোপ এর মধ্যে মোট দেশের সংখ্যা হলো ০৯ টি। তো এবার আমি আপনাকে সেই দেশের নাম গুলো জানিয়ে দিবো। আর উক্ত দেশের নাম গুলো নিচে প্রদান করা হলো। যেমন,
- সুইজারল্যান্ড
- মোনাকো
- নেদারল্যান্ডস
- লাক্সেমবার্গ
- অস্ট্রিয়া
- ফ্রান্স
- বেলজিয়াম
- লিচটেনস্টাইন
- জার্মানি
উপরের তালিকা তে আপনি যে সকল দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এগুলো হলো পশ্চিম ইউরোপ এর দেশ। তবে এগুলো ছাড়াও গোট ইউরোপ এর মধ্যে মোট ৫০ টি দেশ আছে।
আরো পড়ুনঃ কোন দেশে কাজের বেতন বেশি?
পশ্চিম ইউরোপ কোন জাতি?
তো উপরের আলোচনা থেকে আমরা পশ্চিম ইউরোপের দেশ কয়টি সে সম্পর্কে জানতে পারলাম। তো এবার আমরা সেই দেশ গুলোর জাতিগত কিছু বিষয় সম্পর্কে ধারনা নিবো। আর আমাদের জেনে রাখা ভালো যে, পশ্চিম ইউরোপ এর মধ্যে সেন্টিক ও জার্মানিক সহো আরো বিভিন্ন ধরনের জাতিগত গোষ্ঠী আছে।
আবার অনেক সময় আমরা লক্ষ্য করতে পারবো যে, পশ্চিম ইউরোপ এর অনেক দেশের মধ্যে দুই বা ততোধিক প্রধান জাতিগোষ্ঠী আছে। আর এই ধরনের দুই বা ততোধিক জাতিগোষ্ঠীর একটি দেশের নাম হলো, বেলজিয়াম। কেননা, বেলজিয়াম এর মধ্যে ফরাসি ভাষী ওয়ালুন জাতিগোষ্ঠী আছে। যারা মূলত বেলজিয়াম এর দক্ষিনে অবস্থান করে আছে। এছাড়াও উত্তরে ফ্লেমিশ ভাষাভাষীর মানুষ বাস করে।
রাশিয়া এশিয়া নাকি ইউরোপ মহাদেশে অবস্থিত?
এবার আমি আপনাকে মজার একটি তথ্য বলবো। সেটি হলো, আমরা অনেকেই মনে করি যে, রাশিয়া আমাদের এশিয়া মহাদেশ এর অবস্থিত। আবার আমরা অনেক সময় দেখি যে, রাশিয়া কে ইউরোপ মহাদেশ এর সাথে যুক্ত করা হয়। কিন্তুু আসলে এগুলোর কোনোটিই সঠিক নয়।
কেননা, রাশিয়া হলো এমন একটি দেশ। যাকে ইউরোপ এবং এশিয়া দুটি মহাদেশ এর অংশ হিসেবে ধরা হয়। এর কারণ হলো, রাশিয়া নামক দেশটির যে বৃহৎ আয়তন আছে। সেই আয়তন এর উপর ভিত্তি করে রাশিয়া কে আসলে কোন মহাদেশের অর্ন্তভুক্ত করা হবে। সে বিষয়টি এখন পর্যন্ত ষ্পষ্ট করা হয়নি।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপায়
ইউরোপ কে কিভাবে বিভক্ত করা হয়েছে?
এতক্ষন ধরে আমরা ইউরোপ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার আমাদের জানতে হবে যে, ইউরোপ কে আসলে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে।
এবং সেই বিভক্ত করার অংশ গুলোর নাম কি। আর আপনি যদি এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আমি বলবো যে, অবস্থানের উপর ভিত্তি করে ইউরোপ কে মোট ০৪ টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো,
- পূর্ব ইউরোপ
- দক্ষিন ইউরোপ
- পশ্চিম ইউরোপ
- উত্তর ইউরোপ
তো উপরের তালিকা তে আপনি যে সকল অংশের নাম দেখতে পাচ্ছেন। মূলত সেই অংশ গুলোর মাধ্যমে ইউরোপ কে বিভক্ত করা হয়েছে।
পর্তুগাল কি সেনজেন দেশ?
আমরা অনেকেই জানতে চাই যে, পর্তুগাল কি সেনজেন এর অন্তর্ভুক্ত কিনা। আর যারা উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলে রাখি যে, পর্তুগাল বর্তমানে সেনজেন এর অন্তর্ভুক্ত রয়েছে। এবং পর্তুগাল এর পাসপোর্ট কে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর দেশ হিসেবে পরিচিত করা হয়েছে।
আরো পড়ুনঃ সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়ার উপায়
আপনার জন্য আমাদের কিছুকথা
আপনারা যারা জানতে চেয়েছেন যে, পশ্চিম ইউরোপের দেশ কয়টি। তাদের কে আজকে আমি পশ্চিম ইউরোপ এর দেশ গুলো সম্পর্কে বলেছি। এছাড়াও ইউরোপ মহাদেশ সম্পর্কে এমন অনেক অজানা তথ্য শেয়ার করেছি। যে তথ্য গুলো এর আগে আপনার অজানা ছিলো।
তো এমন ধরনের অজানা বিষয় গুলো বিনামূল্যে জানতে হলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।