কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা 

Higher education abroad with low CGPA: আমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন। যারা আসলে অতীতের পরীক্ষা গুলো তে কম সিজিপিএ পেয়েছেন। কিন্তু তারপরেও বিদেশে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান। তবে এই চাওয়া পাওয়ার আগে আপনাকে একটা বিষয় জানতে হবে।

সেটি হলো, বর্তমান সময়ে কি কম সিজিপিএ দিয়ে নিয়ে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব কিনা।

আর আজকে আমি আপনাকে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই বিস্তারিত বলবো। সেই সাথে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব। যে তথ্য গুলো আপনার জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী। আর আপনি যদি সেই অজানা তথ্য গুলো সম্পর্কে জানতে চান। তাহলে হাতে সময় নিয়ে এই লেখাটি পড়ার চেষ্টা করুন।

আমি কি কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা নিতে পারব?

একটা বিষয় আমরা সকলেই জানি। আর সেই বিষয়টি হল, যে সকল শিক্ষার্থীরা বিদেশ নিয়ে উচ্চশিক্ষা নিতে চায়। তাদের সিজিপিএ অনেক ভালো হতে হয় অর্থাৎ আপনার সিজিপি এর মান যত ভালো হবে। আপনি ততো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন। কিন্তু যাদের সিজিপিএ কম, তারা কি বিদেশে দিয়ে উচ্চশিক্ষা নিতে পারবে না?

আর যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের বলবো যে, অবশ্যই পারবে। কিন্তু যাদের সিজিপিএ কম থাকবে, তাদের ক্ষেত্রে অনেক বাধাধরা নিয়ম থাকবে। কেননা বর্তমান সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে পড়াশোনা করার জন্য তেমন কোন বিধি-নিষেধ নেই।

অর্থাৎ আপনার যদি সিজিপিএ অনেক কম হয়, তারপরেও আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি হতে পারবেন।

সেজন্য এবার আপনাকে জানতে হবে যে, পৃথিবীর কোন কোন দেশ গুলো তে সেই বিশ্ববিদ্যালয় রয়েছে। যে বিশ্ববিদ্যালয় গুলো তে অনেক কম সিজিপিএ থাকার পরেও ভর্তি হওয়া যায় এবং ভর্তি হওয়ার পরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া যায়।

আরো পড়ুনঃ বিদেশে পড়াশোনার যোগ্যতা সম্পর্কে জেনে নিন

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর তালিকা | যেখানে কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়া যায়

উপরের আলোচনা তে আমি আপনাদের একটা কথা বলেছি। আর সেই কথাটি হল, বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো তে কম সিজিপিএ দিয়ে  ভর্তি হওয়া যায়।

আর আপনি যদি সেই বিশ্ববিদ্যালয় গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে নিচের তালিকা তে নজর দিতে হবে। তাহলে আপনি উক্ত বিশ্ববিদ্যালয় গুলো সম্পর্কে জানতে পারবেন।

কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার বিশ্ববিদ্যালয় এর নাম

সিরিয়াল নং

বিশ্ববিদ্যালয় এর নাম সমুহ

সিজিপিএ এর তালিকা 

০১

California State University East Bay

2.5

০২

Cal Poly Pomona

2.5

০৩

Capella University

2.8

০৪

Massachusetts State University

2.75

০৫

The College of Westchester

3.15

০৬

Lamar University

2.5

০৭

Bloomsburg University of Pennsylvania

2.7

০৮

Southern New Hampshire University

2.75

০৯

California State University San Bernardino, California

3.0

১০

University of Southern Indiana

3.0

১১

Grace Christian University

3.0

১২

Endicott College

3.0

১৩

ECPI

2.5

১৪

Troy University Troy, Alabama

3.4

১৫

West Texas A&M University

3.0

১৬

University of Maine

3.3

১৭

University of Houston, Clear Lake

3.0

১৮

Fort Hays State University

2.5

১৯

Family of Faith Christian University

2.0

২০

Western Governors University

2.0

আরো পড়ুনঃ বিদেশে পড়াশোনার খরচ সম্পর্কে সঠিক তথ্য জানুন

আপনার জন্য আমাদের কিছু কথা

আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল এর মাধ্যমে, আমি আপনার সাথে বেশ কিছু বিশ্ববিদ্যালয় এর নাম শেয়ার করেছি। যে বিশ্ববিদ্যালয় গুলো তে ভর্তি হওয়ার জন্য খুব বেশি সিজিপিএ এর দরকার হয় না। তো আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে, এই তালিকা টি আপনার অনেক কাজে লাগবে।

আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *